Weather Report – বৃষ্টি নামছে কবে? জানিয়ে দিলো হাওয়া অফিস.
গরমের তীব্র কষ্ট যেন দিন দিন বাড়ছে (Weather Report). সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে প্যাচপ্যাচে গরম। তার উপরে এবার রীতিমত ঘাম ঝরতে দেখা যাচ্ছে। গরমের সঙ্গে আর্দ্রতা মিলিয়ে গিয়ে একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। ফলে ঘরের ভিতরে বা কোনো ছায়া জায়গায় গিয়েও বসে স্বস্তি পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতি শুরু হওয়ার কারণ হিসেবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, সাগর থেকে জলীয় বাষ্প ধীরে ধীরে স্থলভাগের দিকে প্রবেশ করছে। তবে আশার কথা হলো জলীয় বাষ্প প্রবেশ করলেই মেঘ সঞ্চার হবে। আর কাল থেকে সেটাই দেখা যাচ্ছে।
আর এই কারণে আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি হাওয়া দপ্তর। তাপপ্রবাহ পরিস্থিতি এখনো চলছে রাজ্যজুড়ে। কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ মূলত পরিষ্কার থাকবে (Weather Report). দিন বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র গরম বাড়বে। তাপপ্রবাহ এবং আর্দ্রতা মিলিয়ে একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।
কলকাতা এবং সংলগ্ন এলাকার তাপমাত্রা সর্বোচ্চ ৪১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। এই মুহূর্তে আবহাওয়ার সেরকম কোনো পরিবর্তনের খবর শোনাতে পারেনি হাওয়া দপ্তর। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের (Heatwave) পরিস্থিতি জারি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও গরম একইভাবে থাকবে।
গরমের ছুটিতে দীঘায় যাবেন বলে ভাবছেন, যাওয়ার আগে সকলকে মানতে হবে এই সতর্কবার্তা।
আগামী বেশ কয়েকদিন সেখানকার আবহাওয়ার পরিবর্তন সেরকম খুব একটা হবে না। পাশাপাশি, দক্ষিণবঙ্গেও তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। এই তীব্র গরমে বাড়ির বাইরে বের হতে নিষেধ করছেন চিকিৎসকরা (Weather Report). বিশেষ করে খুব জরুরি প্রয়োজন থাকলে ছাতা টুপি সানগ্লাস নিয়েই বের হওয়ার পরামর্শ দিচ্ছেন।
তা নাহলে সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই সময়ের মধ্যে একান্ত জরুরী প্রয়োজন না হলে বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। গরমের তীব্রতার কারণে ইতিমধ্যেই স্কুল কলেজের ছুটি এগিয়ে আনা হয়েছে। এই অস্বস্তিকর গরমের মধ্যে পড়ে পড়ুয়ারা যাতে কষ্ট না পায় তাই রাজ্য সরকার আগামী ১৭ এপ্রিল থেকেই সরকারী ও প্রাইভেট স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে (Summer Vacation).
পশ্চিমবঙ্গে রাজ্য সরকারী কর্মী ও শিক্ষকদের আরও চার দিন ছুটি, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
দুই এক পশলা বৃষ্টি হলেও, তীব্র গরমের এই অস্বস্তিকর পরিস্থিতির এই মুহূর্তে পরিবর্তন হচ্ছে না। এছাড়া বৃষ্টি নিয়েও কোনো নিশ্চয়তা দিতে পারেনি হাওয়া অফিস। তবে এটুকুই স্বস্তি, আগামী সপ্তাহের মাঝামাঝি স্থলভাগে সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে ঝড়-বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে বলেই জানানো হয়েছে।