Employee Benefits – সরকারি কর্মীদের ফের বেতন বৃদ্ধি। DA বৃদ্ধির পরে আবার নতুন সুখবর।

ভোটের মুখে সরকারি কর্মীদের সুযোগ সুবিধা তথা Employee Benefits দিতে কার্যত মরিয়া সরকার। গত ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। আর এই নির্বাচনের আগেই কর্মীদের সুখবর শুনিয়েছে মন্ত্রিসভা। রাজ্য সরকারি কর্মীদের জন্য ভোটের মাস থেকেই বৃদ্ধি করা হলো আরও ৪ শতাংশ ডিএ (Dearness Allowance). মে মাস থেকেই নতুন এই বর্ধিত বেতন লাভ করবেন সকলে। গত মার্চ মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee). পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Government Employees) মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়েছেন।

Advertisement

Employee Benefits House Rent Allowance Hike.

তার আগে নতুন বছরের শুরুতে আরো চার শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এখন রাজ্য সরকারি কর্মীরা মোট ১৪ শতাংশ ডিএ পেয়ে থাকেন। এরই মাঝে চলতি মাস থেকে আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল (Employee Benefits). তাহলে মে মাস থেকে মোট কত করে বেতন পাচ্ছেন সরকারি কর্মচারীরা? জেনে নেব। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike News Employee Benefits) হয়ে থাকে।

Advertisement

একটি জানুয়ারিতে এবং অপরটি জুলাইতে বাড়ে। গত ২০২৩ সালে জুলাই মাসের মহার্ঘ ভাতাটি বানানো হয় অক্টোবরে। যার পরে মহার্ঘ ভাতের পরিমাণ হয় মোট 46 শতাংশ (Employee Benefits). এরপর থেকে কেন্দ্রের অনেক কর্মচারীদের মনে জল্পনা কল্পনা চলছিল নতুন বছরে আরো 4 শতাংশ বেড়ে একেবারে পঞ্চাশে মহার্ঘ ভাতা নিয়ে যেতে পারে কেন্দ্র সরকার (Government Of India).

আর এবার তাদের সেই জল্পনাই সঠিক হল। গত ২ এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোব়্যান্ডাম জারি করে ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে। ১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী এই ভাতাটি বাড়ানো হলো (Employee Benefits). বর্ধিত বেতন মে মাস থেকেই একাউন্টে পাবেন তারা। উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রিসভা এক্ষেত্রে মহার্ঘ ভাতার অর্ডারটির (DA Order) সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় স্পষ্ট করেছে।

কেবল ডিএ নয়, সঙ্গে অন্যান্য বেশ কিছু ভাতাও বেড়েছে। জানা যাচ্ছে, চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য, রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স (Employee Benefits) বাড়ছে। পাশাপাশি সংসদীয় অ্যাসিস্টেন্টদের জন্য বিশেষ ভাতাও বাড়ানো হচ্ছে। উপরন্ত সরকারি নিয়ম অনুযায়ী।

Advertisement

ডিএ যখন ৫০ শতাংশে পৌঁছায় তখন এইচ আর House Rent Allowance পুন নির্ধারিত হয়। তবে ডিএর সঙ্গে এবার HRA কত করে পাবেন সরকারি কর্মচারীরা? এই বিষয়টি নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা এখনো আসেনি কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে। তবে সকলেরই আশা খুব শীঘ্রই এই অর্ডার জারি হতে পারে। এইচ আর এ বৃদ্ধি (HRA Hike Employee Benefits) হলে তার পরিমাণ কত হবে সেই হিসাব দেখে নেওয়া যাক এবার।

উল্লেখ্য, এইচ আর এ ভাতার পরিমান এলাকা অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এইচ আর এ বৃদ্ধির জন্য শহর গুলিকে যথাক্রমে X, Y, Z ডিভিশনে ভাগ করে নেওয়া হয়। X শহর গুলি সবচেয়ে বেশি উন্নত ও জিনিসপত্রের দাম খুব বেশি হয় এখানে। তাই এই গুলিতে ভাতার পরিমানও বেশি দেওয়া হয়। অন্যদিকে Z সিটি গুলি হয় সবচেয়ে নিম্নমানের এবং জিনিসপত্রের দামও কম। সেই জন্য এখানে ভাতা (Employee Benefits) দেওয়া হয় কম।

Personal Loan (পার্সোনাল লোন)

২০১৭ সালে প্রথমবার কেন্দ্রের সপ্তম বেতন কমিশন (7Th Pay Commission) লাগু হওয়ার পর এইচ আর এ নির্ধারণ করা হয়েছিল X শহর গুলির জন্য ২৪ শতাংশ, Y শহর গুলির জন্য ১৬ শতাংশ, Z শহর গুলির জন্য ৮ শতাংশ করে। পরবর্তীকালে ডিএ বর্তমানের অর্ধেক অর্থাৎ ২৫ শতাংশে পৌঁছালে এই ভাতা বেড়ে হয় ২৭, ১৮ এবং ৯ শতাংশ। এখন ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে যার ফলে এইচ আর এ ভাতা (HRA Allowance Employee Benefits) বেড়ে হতে পারে ৩০%, ২০% ও ১০%।

শিক্ষক নিয়োগ মামলায় ঐতিহাসিক রায়। প্রায় ২৬০০০ চাকরি গেল। সাথে বেতন ও ফেরত দিতে হবে!

কারোর বেতন যদি ৩৫ হাজার টাকা হয়, তবে তার হাউস রেন্ট অ্যালাওয়েন্স হবে X শহর গুলির জন্য ১০৫০০ টাকা। Y শহর গুলির জন্য ৭০০০ টাকা। Z শহর গুলোর জন্য ৩৫০০ টাকা। কিন্তু এখন পর্যন্ত এই সম্পর্কে কোন ধরণের আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এবারে এই নিয়ে ঘোষণা করলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খুবই সুবিধা (Employee Benefits) হতে চলেছে বলে মনে করছেন অনেকে।
Written by Nabadip Saha.

রাজ্যে একটানা ছুটির বিজ্ঞপ্তি। সরকারের সিদ্ধান্তে খুশি সকলে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment