Goat Farming Business Plan – বাড়িতে ছাগল পুষলেই টাকা দিচ্ছে সরকার। পশ্চিমবঙ্গে কিভাবে আবেদন করবেন?

ব্যবসার প্রতি বরাবরই মানুষের আগ্রহ বেশি। কারণ ঠিক ঠাক মতো করতে পারলে কাঁচা টাকা উপার্জন হওয়ার পথ রয়েছে (Goat Farming Business Plan). তবে ব্যবসা করলে এমনই করুন যার বাজার বর্তমানে ভালো। আজ আপনাদের এমনই একটি ব্যবসার কথা জানাবো। সাম্প্রতিককালে এই ব্যবসা দেশে ব্যাপক উন্নতি লাভ করেছে। জিডিপিতে ফেলেছে বড় প্রভাব। সেই সঙ্গে অনেক নতুন কর্মসংস্থান (Employment) ঘটছে এই ব্যবসাকে (Business Idea) কেন্দ্র করে।

Advertisement

Goat Farming Business Plan In 2024.

এখানে সবচেয়ে বড় সুবিধা হল যে ব্যবসার জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবে না। সমস্ত বিনিয়োগ করবে সরকার। আপনি শুধু ব্যবসা (Goat Farming Business Plan) পরিচালনা করবেন, আর লাভ ওঠাবেন। কিভাবে এই ব্যবসা শুরু করবেন? সরকারের কাছ থেকে কিভাবে সাহায্য পাবেন? সেই সব নিয়েই আজকের প্রতিবেদন। আগে সকল কিছু জেনে নিয়ে তবে আবেদন করুন।

Advertisement

Goat Farming Business Plan In India

এই রকম একটি ব্যবসা হল এই মুহূর্তে ছাগল প্রতিপালন বা Goat Farming. যুগ বদলেছে। আজকাল চাষবাস থেকে শুরু করে পশু পালন সব কিছুতেই ডিজিটালাইজেশন প্রয়োগ করা হচ্ছে। যার ফলে এই সব ক্ষেত্রে পরিশ্রম কম, খরচা কম, কিন্তু লাভ বেশি হয়ে থাকে এখন। কেন্দ্রের তথ্য অনুযায়ী বর্তমানে, পশু পালনের ব্যবসায় (Livestock Business) দারুন উন্নতি করছে আমাদের দেশ।

যার মধ্যে সবচেয়ে বেশি লাভ দিয়েছে ছাগল প্রতিপালনের ব্যবসা (Goat Farming Business Plan). এই স্টার্টআপকে (Startup Business Idea) আরো উন্নত করতে বর্তমানে এই ব্যবসা শুরু করার জন্য টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Government). তাই উদ্যোগপতিদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ নিজের ক্যারিয়ার গড়ে তোলার। কিভাবে এই লাভ নেবেন জেনে নিন।

How Much Profit In Goat Farming Business Plan

গত পাঁচ বছরে দেশে ছাগল প্রতিপালনের ব্যবসা দেড় গুণ বৃদ্ধি পেয়েছে। যা অর্থনীতিতেও বড়সড় প্রভাব ফেলেছে। সরকারি তথ্য অনুযায়ী, এর মধ্যে সবচেয়ে বেশি Goat Farming এ উন্নতি দেখিয়েছে বিহার (Bihar). পার্শ্ববর্তী রাজ্য গুলিতে মাংসের চাহিদা বাড়ায় এই রাজ্য থেকে অনেক ছাগল রপ্তানি করা হচ্ছে। এই সব রাজ্য গুলির মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ (MadhyaPradesh), ঝাড়খন্ড (Jharkhand), উত্তরপ্রদেশ (Uttarpradesh) ইত্যাদি। বিহারের পরেই রয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal).

Advertisement

আমাদের রাজ্যের দক্ষিণ ও পশ্চিমের জেলা গুলিতে দিনকে দিন বেড়ে চলেছে ছাগল প্রতিপালনের ব্যবসা (Goat Farming Business Plan). বিশেষজ্ঞরা মনে করেছেন এই উন্নতির পেছনে দায়ী রয়েছে মূল দুটি কারণ। প্রথমত এই দুই রাজ্য গাঙ্গেয় সমভূমির মধ্যে পড়ে। ফলে প্রাকৃতিক দিক থেকে সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতি গবাদি পশুর খাদ্যের অভাব ঘটতে দেয় না কখনো। সঙ্গে এখানকার জলবায়ু ও পশু পালনের (Goat Farming Business Plan) জন্য আদর্শ।

Summer Business Idea - গরমকালের নতুন ব্যবসার আইডিয়া

আর দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হল সরকারের উদ্যোগ। স্বাভাবিকভাবেই এই রাজ্য গুলিতে ছাগল প্রতি পালনের ব্যবসা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করায় সাহায্যের হাত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই ব্যবসা শুরু করতে তাই উদ্যোগপতিদের টাকা দেওয়া হচ্ছে সরকার থেকে। যদিও কেন্দ্র মারফত প্রাপ্ত সাহায্যের হার কোন রাজ্যে কম কোন রাজ্যে বেশি। তবে এরই মধ্যে সেই সব রাজ্যের সরকারও ভর্তুকি দেওয়া চালু করায় ব্যবসা (Goat Farming Business Plan) করা হয়ে গিয়েছে জলের মতো সহজ।

ওষুধের দোকান দিচ্ছে মোদী সরকার। রাস্তার পাশে বাড়ি থাকলে, সরকারি সাহায্যে ওষুধের দোকানের ব্যবসা করুন।

How To Get Government Subsidy For Goat Farming Business Plan?

১. প্রথমে নিজের হাতে ব্যবসা শুরু করার একটি দরখাস্ত লিখে তার নিচে সিগনেচার করতে হবে।
২. এরপর সেই দরখাস্তটি পাঠাতে হবে নিকটবর্তী ভেটেরিনারী অফিসারের কাছে।
৩. তিনি সেই আবেদন পাঠাবেন জেলা প্রাণী সম্পদ মিশন কমিটির কাছে অনুমোদনের জন্য।
৪. তাদের তরফ থেকে অনুমোদন পেলে তবেই সরকারি সাহায্য আসবে এবং আপনি ব্যবসা শুরু করতে পারবেন।Written by Nabadip Saha.

মনের মত কাজ করার সুবর্ণ সুযোগ। মোটা টাকা রোজগার করবেন বাড়িতে বসে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment