Summer Business Idea – গরমকালের নতুন ব্যবসার আইডিয়া। এখন শুরু করুন, সারা বছর চলবে।

ব্যবসার (Business Idea) ওপর সব সময় মানুষের আগ্রহ বেশি। কারণ এতে কাঁচা পয়সা উপার্জন হওয়ার পথ রয়েছে। অনেকেরই ধারণা যে বেশি পুঁজি ঢাললে হয়তো ব্যবসা বেশি দাঁড়ায়। কিন্তু আমরা আপনাকে বলি ব্যবসা (Business) করতে শুধু পুঁজির দরকার পড়ে না। দরকার মানুষের চাহিদারও। যে জিনিসের মার্কেট ডিমান্ড প্রচুর সেই জিনিসের ব্যবসা করলে লাভও হবে অনেক। এই ধরনের অনেক ব্যবসা রয়েছে, যে গুলি কম পুঁজিতেও করা যায়।

Advertisement

New Business Ideas In 2024 Summer.

আজ আমরা এই রকমই একটি ব্যবসা (Business Idea) নিয়ে আলোচনা করব। বর্তমানে এই জিনিসের চাহিদা বাজারে বিরাট। এই ব্যবসা শুরু করতে খরচ মাত্র ১০ হাজার টাকা। কিন্তু ঠিক মতো করতে পারলে আপনার আয় হবে তিনগুণ। আর একবার ব্যবসা করে দাঁড়িয়ে যেতে পারলে আপনাকে আর সরকারি চাকরি খুঁজতে হবে না!! কি ব্যবসার কথা বলা হচ্ছে? কিভাবে করবেন? দেখুন।

Advertisement

Business Idea In Summer

এখন গরম কাল। রাজ্যে পারদ যেভাবে চড়ছে তাতে তাপমাত্রা আগামী দিনে আরো বাড়বে বলা যায়। তাই আজ আমরা আপনাদের কাছে গরমের সিজনেরই একটি দুর্দান্ত ব্যবসার কথা বলব। সাধারণত গরমকাল বা বর্ষাকালে মশার উপদ্রব বাড়ে চারদিকে। আর মশার হাত থেকে বাঁচার জন্য মশারি খাটিয়ে ঘুমানো আবশ্যক। তাই এই সময়ে মশারির চাহিদা বাজারে ব্যাপক বেড়ে যায়। এখন যদি আপনি মশারির ব্যবসা (Business Idea) শুরু করেন তো তাতে দারুণ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে।

Investment In This Mosquito Curtain Business Idea

মশারির ব্যবসা শুরুতে তেমন কোন খরচই নেই। কারণ এখানে ব্যবসার কাঁচামাল হিসেবে দরকার কেবল কিছু মশারি। যে কোনো হোল সেলার এর সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে কিছু মশারি কিনে নিন। এর জন্য খরচ পড়বে খুব বেশি হলেও ১০০০০ টাকা। আপনি চাইলে সহজ কিস্তিতেও মাসে মাসে টাকা শোধ করতে পারেন। যদি আপনি একটু নিত্যনতুন বা ডিজাইনার মশারি রাখেন তাহলে সে গুলি মানুষ বেশি পছন্দ করবে। কিন্তু এর জন্য আপনাকে একটু বেশি টাকা খরচ করতে হবে।

How Much Profit You Will Generate In This Business Idea

যেহেতু এই ব্যবসায়ে বিনিয়োগ অত্যন্ত কম, তাই যেই টুকু টাকা আপনি উপার্জন করবেন পুরোটা আপনারই লাভ হবে। আসলে মশারির সঠিক দাম কেউ জানে না। তাই আপনি ইচ্ছে করলেই এগুলির দাম অনেক বাড়িয়ে বিক্রি করতে পারেন। ১০০ টাকারও কম দামে অনেক ভালো ভালো মশারি পাওয়া যায়। এগুলি আপনি ২০০, ৩০০ টাকা দামে সহজে বিক্রি করে লাভ উঠাতে পারেন।

Advertisement

এইভাবে আপনি যদি 10 হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করেন, তাহলে এক মাসের মধ্যেই আপনার ৩০০০০ টাকা অর্থাৎ তিনগুণ রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে। আর এই কারণের জন্য আপনারা এই ব্যবসা করার মাধ্যমে ভালো অংকের মুনাফা অর্জন করতে পারবেন। আর আপনারা ভালো করে চিন্তা ভাবনা করার মাধ্যমে এই ব্যবসা শুরু করবেন।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প (Bhabishyat Credit Card)

You Can Earn More Profit On This Business Idea

যেহেতু আপনি নতুন ব্যবসা শুরু করছেন, তাই প্রথমে আপনার আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী এবং স্থানীয় দোকান গুলিতে মাল সাপ্লাই দেওয়ার চেষ্টা করুন অথবা আপনি নিজের একটি ছোট দোকানও খুলতে পারেন। যাই হোক, প্রথমে দাম কম রাখুন। যে কোনো ব্যবসায় (Business Idea) আপনি যদি ভালো প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারেন তবে আপনার কাছ থেকেই সকলে জিনিস নেবে।

এই 5 টি কাজ করলে চাকরি খুঁজতে হবে না পয়সারও অভাব হবে না।

তারপর আস্তে আস্তে দাম বাড়ান। তখন আর মানুষ আপনাকে ছাড়বে না। ব্যবসা শুরুর প্রথমে অল্প অল্প করে মশারি কিনে বিক্রি করুন, দেখুন সেল কেমন হচ্ছে। সেই বুঝে মাল বেশি তুলুন। এইভাবে ব্যবসা (Business Idea) করলে আপনার ক্ষতি কম, লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে কি আপনারা এই ব্যবসা করবেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written By Nabadip Saha.

নববর্ষের আগে কম খরচে বাড়িতে বসে সেরা ব্যবসার আইডিয়া। 7 দিনেই মুনাফা পাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment