Business Idea – ওষুধের দোকান দিচ্ছে মোদী সরকার। রাস্তার পাশে বাড়ি থাকলে, সরকারি সাহায্যে ওষুধের দোকানের ব্যবসা করুন।

আপনি কি ভারতের একজন নাগরিক? ব্যবসা (Business) করতে চান। কিন্তু কোন ব্যবসা করবেন বুঝতে পারছেন না (Business Idea). অথচ কাছে মূলধন নেই বলে করতে পারছেন না? এই জন্য কেন্দ্রীয় সরকার (Central Government) আগে অনেকবার লোন (Business Loan) দিয়েছে বেকারদের। কিন্তু এবার আর লোন নয়, সরাসরি আপনার ব্যবসাই তৈরি করে দেবে সরকার।

Advertisement

Pradhanmantri JAN Aushadhi Kendra Open Business Idea.

এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অর্থাৎ এখানে ইনভেস্ট করলে আপনাকে আর কোনো দিকে ফিরে দেখতে হবে না। শুধু ব্যবসাটি (Business Idea) মন দিয়ে চালাতে হবে। তবেই লাভ হবে। ভোট আসতে আর বেশি দেরি নেই। কিন্তু তার আগেই নতুন এই প্রকল্পের সুবিধা শুরু করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। কারা কারা এখানে আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন? এই ব্যবসায় কতই বা লাভ? এই সব প্রশ্নের উত্তর জানতে আগ্রহী? তো এবার দেখে নেওয়া যাক।

Advertisement

Pradhan Mantri Jan Aushadhi Kendra Yojana Business Idea

শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতু যাই হোক, অসুখ বিসুখ কখন আসে তা বলা যায় না। আর অসুখ হলে তার জন্য ওষুধের দরকার তো হবেই। তাই ওষুধের চাহিদা বরাবরই বিশ্বের সব জায়গায় বেশি। কেউ যদি একবার ওষুধের ব্যবসা (Business Idea) শুরু করতে পারেন তবে তাতে প্রচন্ড লাভ হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ একথা ঠিকই যে এটি মূলধন নির্ভর‌‌। এখানে মূলধনের প্রয়োজন হয় অনেকটা।

কিন্তু সে ব্যাপারেই এবার আপনাকে সাহায্য করবে কেন্দ্র। আপনি যদি ওষুধের ব্যবসা শুরু করতে চান তবে আপনার জন্য রয়েছে ‘প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র যোজনা’ (PMJAY). এই প্রকল্পের নাম নথিভুক্ত করলে আপনি ওষুধের দোকান তৈরি থেকে শুরু করে ওষুধের স্টক কেনা সব কিছুর জন্যই আর্থিক সুবিধা পাবেন কেন্দ্রের পক্ষ থেকে। প্রাণ চায় যে শুরু করতে ৫০,০০০ টাকা পর্যন্ত সাহায্য করে সরকার (Business Idea).

আপনার এই ওষুধের দোকানটি (Pharmacy Business Idea) সরকার দ্বারা অনুমোদিত হবে। এই সব কেন্দ্র থেকে মানুষজন কম দামে ওষুধ পেয়ে থাকে। আর আপনি পাবেন আকর্ষণীয় কমিশন অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা লাভ উভয়েরই হবে। আর দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের সুচিকিৎসার জন্য ভারত সরকারের (Government Of India) তরফে এই কেন্দ্র খোলা হচ্ছে।

Advertisement

Who Will Apply For Jan Aushadhi Kendra Business Idea

১. আপনাকে ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অবশ্যই ডি ফার্মা ডিগ্রী উত্তীর্ণ হতে হবে।
৩. Pharmasist, Doctor, Trust, Private Hospitals রাজ্য সরকার মনোনীত সংস্থা গুলি এই বিজনেস (Business) শুরু করতে পারবেন।

৪. জন ঔষধি কেন্দ্র (JAN Aushadhi Yojana) গুলি খুলতে হবে সরাসরি সরকারের অধীনে। কোন ব্যক্তি যদি পার্সোনালি বিজনেস করতে চান তিনি তা এখানে করতে পারবেন না।
৫. জন ঔষধি কেন্দ্র খোলার জন্য ১২০ বর্গফুটের একটি জায়গা প্রয়োজন।
৬. এই ব্যবসা শুরুর জন্য আপনাকে প্রাথমিকভাবে একটি 5000 টাকা সিকিউরিটি মানি জমা রাখতে হবে।

How To Apply JAN Aushadhi Kendra Business Idea

১. www.janaushadhi.gov.in ওয়েব সাইটে যান।
২. আবেদনের জন্য ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
৩. সেই ফর্ম নিজের হাতে সঠিকভাবে পূরণ করে ফেলুন। আর তার সঙ্গে জেরক্স করিয়ে রাখুন কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস।

৪. এবার সব কিছু এক সঙ্গে করে একটি খামে ভরে ফার্মা পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যুরো অফিসে গিয়ে জমা করে আসুন।
৫. তাদের তরফ থেকে যদি অনুমোদন মেলে তবেই আপনি ওষুধের ফ্রাঞ্চাইজি (Franchise Business Idea) পেতে পারবেন।

New Business Idea Apply Documents

১. আধার কার্ড (Aadhaar Card).
২. ভোটার কার্ড (Voter ID Card).
৩. প্যান কার্ড (PAN Card).
৪. ডি ফার্মা ডিগ্রী পাসের সার্টিফিকেট ও মার্কশিট।

Ayushman Bharat Card বা আয়ুষ্মান ভারত কার্ড

৫. ফিলাপ করা অ্যাপ্লিকেশন ফর্ম।
৬. আধার লিংকড মোবাইল নম্বর।
৭. ফাস্ট সার্টিফিকেট।
৮. স্থায়ী বাসস্থানের প্রমাণ।

এবার ব্যবসা করতে টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। নতুন পোর্টাল চালু হলো। Business Loan এ আবেদন করলেই টাকা পাবেন।

JAN Aushadhi Business Idea Profit Mergin

১. যদি আপনি ১৫০০০ টাকা পর্যন্ত ওষুধের স্টক একবারে কেনেন তবে তার ওপর সরকার আপনাকে ১৫ শতাংশ ছাড় দেবে।
২. প্রতি ওষুধের দামের উপর ৫০ থেকে ৯০ শতাংশ ছাড় পাওয়া যায়।
৩. প্রতি ওষুধের বিক্রির জন্য ২০ শতাংশ করে কমিশন দেবে কেন্দ্রীয় সরকার।
৪. পাশাপাশি আপনি যত ওষুধ সেল করতে পারবেন ততই আপনার লাভ হবে।
Written by Nabadip Saha.

পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ব্যাংক একাউন্টে টাকা দিচ্ছে সরকার। কিভাবে আবেদন করবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

5 thoughts on “Business Idea – ওষুধের দোকান দিচ্ছে মোদী সরকার। রাস্তার পাশে বাড়ি থাকলে, সরকারি সাহায্যে ওষুধের দোকানের ব্যবসা করুন।”

Leave a Comment