Business Idea – বসন্তকালের সেরা ব্যবসার আইডিয়া। এই ব্যবসা করে সারা বছর প্রতিমাসে 50000 টাকা আয় করুন।

আজকাল চাকরির বাজার যা পড়েছে তাতে বেসরকারি বা সরকারি যে কোনো চাকরি মেলাই বড় দায়। তাই Business Idea বা ব্যবসার নতুন নতুন আইডিয়া সম্পর্কে অনেকেই এখন খোঁজ খবর করছেন। এছাড়াও চাকরি না করে চান কোন ব্যবসা শুরু করতে। কিন্তু ব্যবসা (Business) তো আর করবো বললেই হলো না। ব্যবসার নিয়ম কানুন সব জেনে যদি ব্যবসা করা যায় তবেই তাতে লাভ হওয়ার সম্ভাবনা থাকে।

Advertisement

Pure Ghee Making New Business Ideas 2024.

যেমন আপনি যদি এমন একটা জিনিসের ব্যবসা শুরু করেন যার কোন চাহিদা বর্তমানে বাজারে নেই, সে ক্ষেত্রে আপনি যত বিনিয়োগই করুন না কেন সেই ব্যবসা জীবনে উন্নতি লাভ করবে না। আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি দুর্দান্ত ব্যবসার উপায় যেটির চাহিদা বাজারে প্রচুর, পরিশ্রম কম কিন্তু এই ব্যবসা একবার শুরু করলে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য আর কোন চিন্তা আপনাদের করতে হবে না। নিজের ঘরে বসেই করতে পারবেন এই ব্যবসাটি (Business Idea In Home). তো চলুন দেখে নেওয়া যাক।

Advertisement

Ghee Making Business Idea

আমরা সকলেই জানি যে দুগ্ধজাত দ্রব্য যেমন ঘি, মাখন, চিজ, পনির ইত্যাদি গুলোর চাহিদা বাজারে প্রচুর। বাড়ি থেকে শুরু করে বড় বড় শিল্পেও এই গুলিকে কাজে লাগানো হয়। তাই আপনি যদি এই রকম কিছু ব্যবসা (New Business) শুরু করেন তবে তাতে ১০০ শতাংশ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আজ আমরা এখানে আলোচনা করব ঘি প্রস্তুতির ব্যবসা নিয়ে। আপনি নিজের বাড়িতেই ঘি তৈরী করতে পারেন।

আর তারপর বিভিন্ন জায়গায় সেই গুলিকে সেল করে সহজেই টাকা রোজগার করতে পারেন। যদি খাঁটি দেশি ঘি আপনি সাপ্লাই দিতে পারেন তবে মানুষ আপনার কাছেই ঘি কিনতে আসবে এবং আপনার ব্যবসায় প্রচুর লাভ হবে (Business Idea). আর এই ব্যবসা শুরু করার আগে এই সকল তথ্য সম্পর্কে আপনারা আরও বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবেই কোন সিদ্ধান্ত নেবেন।

How To Impliment This Business Idea

বাজারে যত রকমের বিজনেস রয়েছে তার মধ্যে খাবারের বিজনেস (Business Idea) শুরু করা সবচেয়ে সহজ এবং সস্তা। ঘি তৈরির ব্যবসাটিও একইভাবে করা যাবে। এখানে কোনো উন্নতি যন্ত্রপাতি, কোনো আলাদা, ঘর জমি কিছুই দরকার নেই। কেবল যা দরকার তা হল একটি বৈদিক ভিলোনা মেশিন। এই মেশিন দিয়েই বর্তমানে একমাত্র ঘি প্রস্তুত করা হয়। এই মেশিনটি বাজারে মাত্র ২০ হাজার টাকা দামেই আপনি পেয়ে যাবেন। এরপর দরকার ঘি তৈরি করার জন্য দুধ। আর ঘি প্রস্তুত হয়ে গেলে তার প্যাকিংয়ের জন্য পাত্র বা প্যাকেট।

Advertisement

How To Earn Money From Ghee Making Business Idea

যেহেতু আপনি নতুন ব্যবসা শুরু করছেন, তাই প্রথমে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এবং স্থানীয় দোকান গুলিতে মাল সাপ্লাই দেওয়ার চেষ্টা করুন। এক্ষেত্রে প্রথমে প্রোডাক্টের দাম কম রাখুন। আপনি যদি ভালো ঘি তৈরি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন তবে আপনার কাছ থেকে সকলে এসে ঘি নেবে। তখন দাম বাড়িয়ে দিলেও মানুষ আপনাকে ছাড়বে না।

তাতে লাভই (Profitable Business Idea) হবে আপনার। এক সঙ্গে বেশি বেশি প্রোডাক্ট প্রস্তুত করবেন না। অল্প অল্প করে মাল তৈরি করে বিক্রি করুন দেখুন সেল কেমন হচ্ছে। সেই বুঝে উৎপাদন বাড়ান। এইভাবে ব্যবসা করলে আপনার ক্ষতি কম লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর ঘি এমন এক খাদ্যদ্রব্য যা অনেকেই ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য অনেকেই খাবে এবং এর চাহিদা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।

How To Become Rich - কোটিপতি হওয়ার উপায়।

Who Will Do This Business As Per Business Idea

এই ব্যবসাটি যে কেউ শুরু করতে পারে। যে কোনো বেকার ছেলে অথবা মেয়ে, স্কুল পড়ুয়া, গৃহবধূ, অবসরপ্রাপ্ত ব্যক্তি সকলেই। যারা কাজ করেন তারাও পার্ট টাইমে ঘরে বসে এর ব্যবসাটি (Part Time Business Idea) করতে পারবেন। তবে মহিলারা যদি এই ব্যবসা করেন তবে বেশি লাভ পাবেন। কারন বরাবরই মহিলাদের হাতের তৈরি ঘি এবং দুগ্ধ জাতীয় দ্রব্যের চাহিদা বেশি।

ওষুধের দোকান দিচ্ছে মোদী সরকার। রাস্তার পাশে বাড়ি থাকলে, সরকারি সাহায্যে ওষুধের দোকানের ব্যবসা করুন।

How Much Money You Will Earn In This Business Idea

আপনি যদি একবার ব্যবসায়ী দাঁড়িয়ে যেতে পারেন তবে প্রত্যেক মাসে সহজেই ৫০ থেকে ৬০০০০ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন এই ব্যবসা থেকে। তবে অবশ্যই এর মধ্যে থাকছে প্রোডাক্ট তৈরির খরচও। আর আপনারা অল্প বিনিয়োগ করেই ভবিষ্যতে ভালো পরিমাণে টাকা উপার্জন করে নিতে পারবেন। এই নতুন ব্যবসার আইডিয়া মেনে কি আপনারা ভবিষ্যতে শুরু করবেন?
Written by Nabadip Saha.

10 গুন মুনাফা নিশ্চিত। বাড়িতে বসে ব্যবসার আইডিয়া। ইচ্ছে থাকলেই উপায় হয়।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment