WBPSC Recruitment 2024 – পশ্চিমবঙ্গে PSC এর মাধ্যমে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ।

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? ভালো বেতনে কোন সহজ চাকরি (WBPSC Recruitment 2024) খুঁজছেন? তবে আজ এই প্রতিবেদনটি আপনারই জন্য। যে সে চাকরি নয়, একেবারে রাজ্য সরকারের অধীনে চাকরি হবে। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে পাবলিক সার্ভিস কমিশন। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রচুর পদে রাজ্য জুড়ে ছেলে মেয়েকে নিয়োগ করা হচ্ছে সরকারি দপ্তরের একাধিক শূন্য পদে কাজের জন্য (Public Service Commission).

Advertisement

WBPSC Recruitment 2024.

রয়েছে সুপারভাইজার সহ আরো নানা ধরনের শূন্য পদ। নারী পুরুষ নির্বিশেষে যে কোনো চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন। এই জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন করবেন? কিভাবে নিয়োগ হবে? সেই সব বিষয়ে জানতে শেষ পর্যন্ত পড়তে থাকুন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি (WBPSC Recruitment 2024) করেছে। রাজ্য সরকার অধীনস্থ মৎস্য দপ্তরে এই প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে।

Advertisement

WBPSC Recruitment 2024 Apply Age

এই চাকরির জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যে। ১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বয়স সীমা হিসাব করতে হবে। তবে SC, ST দের জন্য বয়সে ৫ বছর, ওবিসি (ক্যাটাগরি এ এবং বি) দের জন্য বয়সে ৩ বছর এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সে ৬ বছরের ছাড় আছে।

WBPSC Recruitment 2024 Online Apply Process

১. প্রথমে এই ওয়েবসাইটে যান।
২. Apply Online ট্যাবে ক্লিক করুন।
৩. নির্দিষ্ট চাকরির বিজ্ঞপ্তিটি খুঁজে বের করে পাশের Apply বাটনে ক্লিক করুন।
৪. এরপর স্ক্রিনে আবেদন পত্র আসবে। সঠিকভাবে তা পূরণ করুন। Next এ ক্লিক করে পরের পেজে আসুন।
৫. প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে একে একে আপলোড করে দিন। আবার Next করুন।
৬. নির্দিষ্ট আবেদন মুল্য অনলাইনে জমা করে Submit বাটনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া শেষ।

WBPSC Recruitment 2024 Apply Documents

১. আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড।
২. পাসপোর্ট ছবি
৩. বয়সের প্রমাণ।
৪. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
৫. জাতিগত শংসাপত্র।
৬. কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকলে তার প্রমাণ।

Advertisement

WBPSC Recruitment 2024 Recruitment Process

প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে নেওয়া হবে প্রথমে একটি সহজ স্ক্রীনিং টেস্ট। তারপর হবে ইন্টারভিউ। দুই পর্যায় মিলিয়ে যারা পাস করবেন তাদেরকে দেওয়া হবে চাকরি। স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউ এর সমস্ত বিবরণ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

WBPSC Recruitment 2024 Salary & Apply Last Date

নিয়োগ পাওয়া প্রার্থীদের ষষ্ঠ বেতন কমিশনের পে লেভেল ১০ অনুযায়ী বেতন প্রদান করা হবে। প্রথমে 32,100 টাকা থেকে বেতন দেওয়া শুরু হবে। পরে বাড়তে বাড়তে তা 82,900 টাকা পর্যন্ত হবে। এছাড়াও বেতনের সঙ্গে থাকবে আরো অন্যান্য সুবিধায় যেমন বার্ষিক বোনাস, ডিএ, টিএ, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ইত্যাদি। এই চাকরির জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে গত ২২ এপ্রিল ২০২৪ থেকে। আবেদন চলবে মে মাসের ১৩ তারিখ পর্যন্ত।

District Court Recruitment - পশ্চিমবঙ্গের জেলা আদালতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

WBPSC Recruitment 2024 Vacancy Post

১. ফিশারী এক্সটেনশন অফিসার।
২. এসিস্ট্যান্ট ফিশারি অফিসার।
৩. অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার
৪. ফিসারি সুপারভাইজার।
৫. অ্যাসে এসিস্ট্যান্ট, মোট ৮১ টি শূন্য পদের জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া করা হবে।

পশ্চিমবঙ্গে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড কবে দেবে?

WBPSC Recruitment 2024 Apply Qualification

যে কোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিশারী সাইন্সে ন্যূনতম ৩ বছরের স্নাতক ডিগ্রি উত্তীর্ণ হলেই এখানে আবেদন জানানো যাবে। অ্যাকুয়াকালচার, ফিশারিজ, জলজ সম্পদ এবং ফিশিং হারবার ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকতে হবে। আর এই সকল যোগ্যতা ও শর্ত পূরণ করলে তবেই আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারবেন।
Written by Nabadip Saha.

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। 10 নম্বর দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment