E Ration Card – বাড়িতে বসে রেশন কার্ড ডাউনলোড ও ভুল সংশোধন করুন মাত্র 5 মিনিটে। কিভাবে করবেন জেনে নিন।

আপনি যদি পশ্চিমবঙ্গের নাগরিক হন এবং আপনার নামে রেশন কার্ড (E Ration Card) নথিভুক্ত থাকে, তবে এই খবরটি অবশ্যই জেনে নেওয়া জরুরী। দরিদ্র মানুষের জন্য রেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষের অন্ন সংস্থান যোগায় এই রেশন। কিন্তু এখনো এমন অনেক মানুষ রয়েছে যারা এই সুবিধা থেকে বঞ্চিত। রেশন কার্ডের (Ration Card) জন্য নাম নথিভুক্ত করিয়েছেন কিন্তু কার্ড এখনো আসেনি।

Advertisement

E Ration Card Download By Using Mobile Phone.

আবার কার্ড আসলেও তাতে কোন ভুল ভ্রান্তি রয়েছে, ফলে সমস্যা হচ্ছে রেশন পেতে। এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়তে হয় সে সব মানুষকে। তাদের জন্যই এবার বিশেষ সুবিধা (E Ration Card) আনল সরকার। এরপর থেকে কাছে রেশন কার্ড না থাকলেও যে কেউ পাবেন রেশন সামগ্রী (Ration Items List). কাদের জন্য এই সুবিধা? কিভাবে পাবেন? বিস্তারিত দেখে নিন।

Advertisement

What Is E Ration Card?

বর্তমান যুগে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ নথি গুলির ডিজিটাল সংস্করণ রয়েছে। যার ফলে এই নথি গুলিকে আপনি যখন তখন যেখানে সেখানে ব্যবহার করতে পারেন। এই জন্য সেই গুলি সরাসরি কাছে না থাকলেও চলবে। এই রকম ভাবেই নিজের রেশন কার্ড টিকেও আপনি ডিজিটাল করতে পারেন। এটি আসল রেশন কার্ডের মতোই কাজ করবে।

এর মাধ্যমে আপনি রেশন তুলতে পারবেন। এমনকি যে কোন সরকারিভাবে সরকারি কাজে প্রমাণ হিসেবেও দিতে পারবেন। রেশন কার্ডের জন্য আবেদন করলে ই রেশন কার্ড (Online E Ration Card) পাওয়া যায় অনলাইনে। আর যাদের কাছে এখনো পর্যন্ত সরকারের তরফে ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) নেই তারা এই E Ration Card এর মাধ্যমে রেশন সামগ্রী (Ration Items) পেতে পারবেন।

E Ration Card Benefits

১. একটি ডিজিটাল রেশন কার্ড শারীরিক রেশন কার্ডের মতোই সমান গুরুত্ব সম্পন্ন।
২. দেশের যেকোন প্রান্তে নিজের ডিজিটাল রেশন কার্ড গ্রাহ্য করা হয়।
৩. আসল রেশন কার্ড না থাকলেও ই রেশন কার্ডের প্রিন্ট দেখিয়ে আপনি রেশন তুলতে পারবেন।
৪. ই রেশন কার্ড যেকোনো সরকারি বা বেসরকারি কাজে বৈধ নথি হিসেবেও গ্রহণ করা হয়।

Advertisement

৫. যদি কোন কারনে আসল রেশন কার্ড হারিয়ে যায় বা তা ব্যবহার করতে না পারেন তাহলেও E Ration Card আপনাকে সুবিধা দেবে।
৬. ডিজিটাল রেশন কার্ড অনলাইন থেকে যে কোনো সময়ে ডাউনলোড করা যায়। তাই একবার ফোন থেকে ডিলিট হয়ে গেলে আবারও সহজেই তা ফিরে পাওয়া যায়।
৭. ই রেশন কার্ড যে কোনো সময় অনলাইনে QR Code দ্বারা ভেরিফাই করা সম্ভব।

Who Will Get E Ration Card?

সেই সমস্ত ব্যক্তি যারা রেশন কার্ডের জন্য আবেদন করেছেন, তারা সকলেই ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এই জন্য কোন বিশেষ যোগ্যতা লাগবে না। মানুষের সুবিধার্থে শারীরিক রেশন কার্ড পাওয়ার অনেক আগেই সরকার অনলাইনে ডিজিটাল রেশন কার্ড আপলোড করে দেয়। এবারে আপনারা কিভাবে এই কার্ড পাবেন সেই সম্পর্কে জেনে নিন।

Civic Volunteer (সিভিক ভলেন্টিয়ার নিয়োগ)

How To Download E Ration Card

১. পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.food.wb.gov.in তে যান।
২. স্ক্রল করে ওয়েবসাইটের নিচের দিকে আসুন। একটি অপশন দেখতে পাবেন ‘E-Ration Card’ বলে।
৩. এই অপশনে ক্লিক করলে নতুন পেজ ওপেন হবে। যেখানে দেখতে পাবেন Click to Download e Ration Card.

রান্নার গ্যাসের দাম বেড়েছে! সিলিন্ডার প্রতি টাকা ট্যাক্স নেয় রাজ্য ও কেন্দ্র সরকার?

৪. এই বাটনে ক্লিক করলে আরও একটি পেজ খুলবে। এখানে Enter Ration Card Number লেখা বক্সে নিজের রেশন কার্ডের নম্বর বসাতে হবে।
৫. এরপর Enter Captcha এর পাশের বক্সে নির্দিষ্ট ক্যাপচা কোড এন্ট্রি করে Search বাটন ক্লিক করতে হবে।
৬. স্ক্রিনে আপনার রেশন কার্ড দেখাবে। Download বাটনে ক্লিক করে এটিকে ডাউনলোড করে নিন।Written by Nabadip Saha.

50 হাজার টাকা পাবেন আধার কার্ড থাকলে। আপনি কিসের অপেক্ষা করছেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment