Business Loan – সরকারি নিয়ম মেনে ব্যবসা করলে টাকা দেবে সরকার। পশ্চিমবঙ্গ থেকে কিভাবে আবেদন করবেন?

আজকাল চাকরির যা বাজার, তাতে বেশিরভাগ ছেলে মেয়েই ব্যবসার (Business Loan) কথা চিন্তা করছে। কিন্তু ব্যবসা করতে তো অনেক মূলধনের দরকার, তাই স্বপ্ন দেখেও অনেকে সেই স্বপ্ন কে সত্যি করতে পারছে না। তাদের পাশে এবার দাঁড়ালো কেন্দ্রীয় সরকার (Central Government). নতুন স্টার্ট আপের (Startup Business) সংখ্যা বাড়িয়ে শিল্পোন্নয়ন ঘটাতে এবং সেই সঙ্গে বেকার ছেলে মেয়েদের কাজের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Advertisement

Get Govt Subsidy Business Loan For Goat Farming Business Idea.

এই উদ্যোগে যারা ছাগল প্রতি পালনের ব্যবসা (Goat Farming Business Idea) শুরু করতে আগ্রহী তাদেরকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (Business Loan) দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সঙ্গে রয়েছে অন্যান্য আরো অনেক সুযোগ সুবিধা। কারা এই ব্যবসার যোগ্য? কিভাবে এই জন্য আবেদন করতে হবে দেখে নিন বিস্তারিত।

Advertisement

Business Loan For Goat Farming 2024

ছাগল প্রতিপালন বা Goat Farming বর্তমানে দারুন লাভ দিয়েছে দেশের অর্থনীতিতে। গাঙ্গেয় সমভূমির বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা রাজ্য গুলি যেমন বিহার, পশ্চিমবঙ্গ ছাগল প্রতিপালনের ব্যবসায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। তাই এই সব রাজ্যে উল্লেখিত স্টার্ট আপকে আরো উন্নত করতে ব্যবসার জন্য টাকা (Business Loan) দিচ্ছে কেন্দ্রীয় সরকার। যার ফলে এখানকার বেকার ছেলে মেয়েদের কাছে এটি সুবর্ণ সুযোগ সরকারের সাহায্য নিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তোলার।

Goat Farming Business Idea Benefits By Government

১. ব্যবসা শুরু করার জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (Business Loan) পাওয়া যাবে।
২. উদ্যোগপতিদের কমপক্ষে ১০০ টি ভেড়া এবং পাঁচটি ছাগল নিয়ে ব্যবসা শুরু করতে হবে।
৩. তাহলে ন্যূনতম ঋণ পাওয়া যাবে।
৪. যদি আপনি ২০০ ভেড়া এবং দশটি ছাগল প্রতিপালন দিয়ে শুরু করেন তবে আপনাকে ১০ লক্ষ টাকা ঋণ দেবে সরকার।

৫. যদি ৩০০ ভেড়া প্রতিপালন করেন তবে আপনাকে ২০ লক্ষ টাকা ঋণ দেবে সরকার।
৬. ৩০০ ছাগল প্রতিপালন করলে ৩০ লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে।
৭. আর যারা ৫০০ টি ছাগল বা ভেড়া প্রতিপালন (Business Idea) করবেন তাদের ৫০ লক্ষ টাকা Business Loan দেওয়া হবে।
৮. সঙ্গে সঠিকভাবে লোন শোধ করে দিলে ৬০ শতাংশ টাকা ভর্তুকি (Govt Subsidy Business Loan) দেবে সরকার।

Advertisement

Eligibility For Start Goat Farming Business Idea

১. যারা গ্রামের বাসিন্দা তারা সকলেই এর সুবিধায় (Business Loan) আসার যোগ্য। যারা শহরে থাকেন এবং এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের আলাদা করে আবেদন জানাতে হবে।
২. আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩. বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
৪. পশু পালনের ক্ষেত্রে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে।
৫. পশুচারণের জন্য নিজের পর্যাপ্ত জমি থাকতে হবে।

Summer Business Idea - গরমকালের নতুন ব্যবসার আইডিয়া

Goat Farming Business Idea Apply Process

১. এই জন্য একটি সাদা কাগজে নিজের হাতে ব্যবসা (Business Loan) শুরু করার জন্য একটি আবেদন লিখে ফেলতে হবে।
২. তার নিচে সই করে সেটিকে জমা করে আসতে হবে নিকটবর্তী ভেটেরিনারি অফিসারের কাছে গিয়ে।
৩. কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যবসার লাইসেন্স এবং প্রমাণ ইত্যাদি সঙ্গে নিয়ে যেতে হবে।

বাড়িতে ছাগল পুষলেই টাকা দিচ্ছে সরকার। পশ্চিমবঙ্গে কিভাবে আবেদন করবেন?

৪. লাগলে সে গুলোকেও জমা করতে হবে।
৫. এরপর জেলা প্রাণী সম্পদ মিশন কমিটির কাছে আপনার আবেদন যাবে।
৬. তাদের তরফ থেকে অনুমতি দেওয়া হলে তবেই আপনার একাউন্টে সরকারি সাহায্য ঢুকবে এবং আপনি ব্যবসা (Business Idea) আরম্ভ করতে পারবেন।
Written by Nabadip Saha.

পশ্চিমবঙ্গে অনলাইনে কিভাবে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment