Donation – পশ্চিমবঙ্গবাসীর একাউন্টে 40 হাজার টাকা করে ঢুকছে। কারা এই টাকা পাবেন?

চলতি মাসেই লোকসভা ভোট। এই আবহে রাজ্যবাসীর পাশে দাঁড়িয়ে বিরাট উপকার (Donation) করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi). কেন্দ্রের তরফ থেকে এই রাজ্যের অনেক মানুষের একাউন্টে ঢুকলো ৪০ হাজার টাকা অনুদান। এই টাকা পেয়ে বিরাট সুবিধা হলো অনেক গরীব দুঃখী মানুষের। সূত্রের খবর বলছে, অনিবার্য কারণবশত গত মাসের শেষের দিকে কেন্দ্রের কাছে অনুদান চেয়ে পাঠিয়েছিল রাজ্য।

Advertisement

Central Government Provide Donation For Deadly Strom.

আর কিছুদিনের মধ্যেই সেই টাকা রাজ্যের হাতে দিয়ে কেন্দ্র প্রমাণ করে দিল যে তারা বাংলা বিরোধী নয়!! বরং বাংলার উপকার করাই তাদের লক্ষ্য। কি কারনে এই অনুদান (Donation)? কাদের একাউন্টে ঢুকলো? আপনিও কি পেলেন? গত মাসেই এক বিধ্বংসী মিনি টর্নেডো আছড়ে পড়ে উত্তরবঙ্গের উপর। অন্যান্য শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগের মতোই এর দ্বারাও ক্ষতিগ্রস্ত হয় উত্তরবঙ্গের অনেক এলাকা।

Advertisement

বিশেষ করে জলপাইগুড়ির (Jalpaiguri) বিস্তীর্ণ অঞ্চলে এর প্রভাব পড়ে অত্যন্ত খারাপভাবে। অনেক মানুষ প্রাণ হারান। অনেকে নানাভাবে আহত হন। তাদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। প্রচুর মানুষ নিজেদের ঘরবাড়ি হারিয়ে পথে বসেন। ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলা শেষ হবার পর এলাকা পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী। আর তারপরই ঘূর্ণিঝড়ে (Strom) দুর্গতদের সাহায্যের জন্য কেন্দ্রের কাছে অনুদান (Donation) চেয়ে পাঠায় রাজ্য।

প্রথমদিকে এই নিয়ে চলেছিল দীর্ঘ চাপানউতোর। কেন্দ্রের তরফ থেকে টাকা না মেলায় ক্ষুব্ধ হন ক্ষতিগ্রস্তরা। এমনকি রাজ্যও নানাভাবে কটাক্ষ করতে থাকে কেন্দ্রকে। অবশেষে সেই সব ঝামেলা কাটিয়ে অনুদানের (Donation) কিছু টাকা প্রাথমিকভাবে রাজ্যকে পাঠায় কেন্দ্র। প্রথম দফায় ২০ হাজার টাকা ঢোকে ঘূর্ণিঝড়ে সেই সব দুর্গতদের ব্যাংক একাউন্টে। এরপর তারা বুকে বল পান।

অনেকেই সেই টাকা পেয়ে শুরু করেন নতুন ঘর তৈরীর কাজ। সর্বশেষ আপডেট অনুযায়ী, এই সোমবার দ্বিতীয় দফার টাকাটিও ক্ষতিগ্রস্তদের একাউন্টে ট্রান্সফার করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সকলে ৪০০০০ টাকা করে পেয়েছেন এই কিস্তি মারফত। এর সঙ্গে কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে যে টাকা টুকু এখনো বাকি রয়ে গিয়েছে, সেটিও আগামী কিছুদিনের মধ্যেই মিটিয়ে (Donation) দেওয়া হবে।

Advertisement
E Ration Card - বাড়িতে বসে রেশন কার্ড ডাউনলোড

এই ঘটনার পর অনেকটা খুশি হয়েছেন রাজ্যবাসী। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি জানান, “দুবার মিলিয়ে ৬০ হাজার টাকা পেলাম। এই টাকাটা পাওয়ায় আমরা মোটামুটি একটা ঘর বানিয়ে আপাতত থাকতে পারব। আমার পুরো বাড়িটাই তছনছ হয়ে গিয়েছে। একটা সাজানো বাড়ি ভেঙে গেলে কী হয়, বোঝেনই তো। আজ একাউন্টে টাকা (Donation) ঢোকার খবর পেয়ে কিছুটা আশ্বস্ত লাগছে।

রান্নার গ্যাসের দাম বেড়েছে! সিলিন্ডার প্রতি টাকা ট্যাক্স নেয় রাজ্য ও কেন্দ্র সরকার?

এই ঘটনার পর মুখ বন্ধ হয়ে যায় রাজ্যের বিরোধী দলের। রাজ্যের মানুষ অনেকটা ভরসা পায় কেন্দ্রের প্রতি। প্রমান হয় কেন্দ্র বাংলার বিরুদ্ধে নেই! বাংলার মানুষ সাহায্য চাইলে মুখ ফিরিয়ে নেবে না তারা। স্বাভাবিকভাবে ভোটের (Donation) আগে এই ঘটনা যে কেন্দ্রের তরফে বিজয়ের সবুজ সংকেত দিচ্ছে সে কথা আর বুঝতে বাকি থাকে না। আর এই ঝড় বিধ্বস্ত মানুষদের জন্যই এই টাকা দেওয়া হচ্ছে।
Written by Nabadip Saha.

10 হাজার টাকা পাবে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা। মাধ্যমিক পাশ করলেই দেবে সরকার।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment