LPG Gas Booking – এবার বিদ্যুৎ বিল ও রান্নার গ্যাস বুকিংয়ের খরচ বাড়তে চলেছে। এই সকল গ্রাহকদের মাথায় হাত।

রান্নার গ্যাসের বুকিং (LPG Gas Booking) ও বিদ্যুৎ বিল ও জলের বিল নিয়ে গুরুত্বপূর্ণ খবর মে মাসের আগেই। চলতি মাসের পহেলা তারিখ থেকেই গ্যাসের দাম (LPG Gas Price) কম করেছে কেন্দ্রীয় সরকার (Central Government). যার ফলে স্বস্তি পেয়েছে দেশের কোটি কোটি মধ্যবিত্ত এলপিজি গ্রাহক। সকলে ভেবেছিল এবার হয়তো গ্যাসের খরচ কমলো। কিন্তু তাদের সেই আশায় জল ঢালল এবার কেন্দ্রীয় সরকার (Liquefied Petroleum Gas).

Advertisement

LPG Gas Booking Costly For IDFC & Yes Bank Credit Card Users.

রান্নার গ্যাস নিয়ে করা হল এমন এক ঘোষণা (LPG Gas Booking) যাতে সমস্ত দেশবাসীর হতাশ হওয়ার মতো অবস্থা। কি বলেছে কেন্দ্র? সূত্রের খবর অনুযায়ী, আবারো বাড়বে গ্যাসের দাম। যেমনটা দেখা যাচ্ছে, ভোট পার হলেই মে মাস থেকে গ্যাসের দাম পুনরায় বৃদ্ধি হবে! তবে এও শোনা যাচ্ছে যে এই দাম সকলের ক্ষেত্রে বাড়বে না (LPG Gas Booking). দেশের বিশেষ কিছু মানুষদেরই মে মাস থেকে দিতে হবে গ্যাসের নতুন মূল্য।

Advertisement

কাদের কথা বলা হচ্ছে এখানে? কেনই বা বাড়ানো হলো তাদের জন্য গ্যাসের দাম? দেখে নিন বিস্তারিত। ২০২৩ এর আগস্ট মাসে সর্ব প্রথম গ্যাসের দাম ২০০ টাকা কমায় কেন্দ্র। তার আগে একটি ঘরোয়া সিলিন্ডার মিলতো ১১০০ টাকা দামে কলকাতায়। ২০০ টাকা কমানোর ফলে গ্যাসের নতুন দাম (LPG Gas Booking) এরপর হয় 900 টাকা। তারপর থেকে স্থিতিশীল ছিল ঘরোয়া গ্যাসের দাম।

যদিও বাণিজ্যিক সিলিন্ডার গুলির দামে মাঝে দাম ঊর্ধ্বমুখী হতে দেখা গেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী, চলতি মাসের ১ তারিখে সমস্ত পেট্রোপণ্যের দাম পুনরায় নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার। তারপর আরো ১০০ টাকা কমানো হয়েছে ঘরোয়া এবং বাণিজ্যিক গ্যাসের দাম (LPG Gas Booking Cost). ফলে উদাহরণস্বরূপ, কলকাতায় এখন একটি ঘরোয়া সিলিন্ডার পাওয়া যায় ৮০০ টাকা দামে।

তীব্র গরমে এগিয়ে এলো গরমের ছুটি। সমস্ত সরকারি স্কুল বন্ধ। প্রাইভেট স্কুল ও বন্ধের অনুরোধ।

যদিও এই দাম কেবল সাধারণের জন্য। উজ্জ্বলা গ্রাহকরা (PM Ujjwala Yojana) প্রতি ক্ষেত্রেই সিলিন্ডার কিছু পান 300 টাকা করে ভর্তুকি। যা আগামী ১ বছর পর্যন্ত কেন্দ্র প্রদান করবে বলে জানিয়েছে তাদের। এখন আসি মূল কথায়, কাদের ক্ষেত্রে কেন্দ্র ঘোষণা করেছে গ্যাসের দাম বাড়ানোর কথা? কেনইবা এমনটা করা হলো? উল্লেখ্য, আমরা অনেকেই এলপিজি সিলিন্ডার বুকিং অনলাইনের (LPG Gas Booking) মাধ্যমে করে থাকি।

Advertisement

অনলাইনে LPG Gas Booking এর ক্ষেত্রে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদেরকে বেশি দাম দিতে হবে পরের মাস থেকে। IDFC First Bank এবং YES Bank মারফত এই নিয়ম জারি করা হয়েছে তাদের গ্রাহকদের জন্য। তবে শুধু LPG Gas Booking এই নয়, যে কোনো ধরনের Utility Bill যেমন Electric Bill, Land Line Bill, Water Bill ইত্যাদির পেমেন্টেও এই একই নিয়ম প্রযোজ্য হবে।

E Ration Card - বাড়িতে বসে রেশন কার্ড ডাউনলোড

সম্প্রতি দুই ব্যাংক একটি নতুন নিয়ম জারি করেছে। যাতে প্রতি রিচার্জ এবং বিল পেমেন্টের ও LPG Gas Booking এর জন্য একটি করে SAR চার্জ কাটা হবে বলে জানানো হয়েছে গ্রাহকদের থেকে। তাই এখন থেকে পেমেন্টের জন্য নির্দিষ্ট অর্থ এবং জিএসটি তো লাগবেই, তার সঙ্গে বাড়তি দিতে হবে এই সার চার্জ। কিন্তু কত করে কাটা হবে SAR চার্জ? আসুন জেনে নিই।

পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ শুরু হচ্ছে। কি কি সুবিধা বাড়ছে?

YES Bank মারফত ঘোষণা করা হয়েছে গ্রাহকদের রিচার্জ অথবা ইউটিলিটি বিল পেমেন্ট এর সীমা যদি ১৫ হাজার টাকা অতিক্রম করে যায় তখনই এর ১ শতাংশ SAR চার্জ দিতে হবে তাদের। অন্যদিকে IDFC First Bank বলেছে, যদি এই সীমা ২০ হাজার টাকার বেশি হয়, তবেই SAR চার্জ কাটবে তারা। আইডিএফসি গ্ৰাহকদেরও মাত্র ১ শতাংশই দিতে হবে এই চার্জ।
Written by Nabadip Saha.

300 টাকা খরচ করলে পাবেন 50000 টাকা। স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুযোগ।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment