Railway Recruitment – ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ। শূন্যপদ, বেতন ও কিভাবে আবেদন করবেন?

আপনি কি একজন বেকার চাকরিপ্রার্থী? শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম বা মাধ্যমিক পাস? আশা করছেন কোন ভালো সরকারি চাকরি, রেলের চাকরি বা Railway Recruitment পাওয়ার? চিন্তা করবেন না, আজ এই সুযোগ রয়েছে আপনার কাছে। ভারতীয় রেল বিভাগ এই রকমই এক কাজের বিজ্ঞপ্তি জারি করেছে সম্প্রতি। যদি আপনি পশ্চিমবঙ্গের নাগরিক হন এবং যোগ্যতা থাকে মাধ্যমিক পাশ, তাহলেই আবেদন করতে পারবেন এই কাজের জন্য।

Advertisement

Indian Railway Recruitment 2024.

নারী পুরুষ নির্বিশেষে সকলে এখানে আবেদনের যোগ্য। মাসের শেষে মোটা বেতন এবং সঙ্গে ইনসেনটিভ হওয়ার সুযোগ রয়েছে যদি আপনি ভালো করে এখানে কাজ করতে পারেন। তাই এই সুযোগ কোনভাবেই হাত ছাড়া করবেন না। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে জেনে নিন নিয়োগের (Railway Recruitment) বিষয়ে বিস্তারিত। IRCTC বা ইন্ডিয়ান রেলওয়ে ইস্টার্ন ডিভিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

Railway Recruitment Vacancy Post

প্রধানত যে শূন্য পদ পূরণের জন্য এবারে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার নাম হলো টিকিট বুকিং এজেন্ট বা সহজ কথায় টিকিটিং ক্লার্ক। শূন্য পদের সংখ্যা এবং অন্যান্য খুঁটিনাটি বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন। আর কম যোগ্যতায় আপনারা একটা ভালো কাজের সন্ধান পেয়ে যাবেন। তাহলে এই Railway Recruitment বা ভারতীয় রেলয়েতে কাজের সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Railway Recruitment Job Apply Qualification & Age

১. পশ্চিমবঙ্গের একজন নাগরিক হতে হবে।
২. যে কোনো সরকারই বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
৩. চাকরি প্রার্থীর কোন আইনি অপরাধমূলক কাজে নাম জড়িত থাকা চলবে না।
৪. যারা রেলের অধীনে পূর্বে কাজ করেছেন বা বর্তমানে করছেন তারা এখানে আবেদনের যোগ্য নয়। ন্যূনতম ১৮ বছরের ঊর্ধ্বে বয়স হলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। বয়স সীমা হিসেবে তারিখ ১ জানুয়ারি ২০২৪। বয়স সংক্রান্ত অন্যান্য বিবরণ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

How To Apply On This Railway Recruitment

১. প্রথমেই ইস্টার্ন রেলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
২. সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি টি ডাউনলোড করে তার মধ্যে থাকা আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে হবে।
৩. এবার সেটিকে নিজের হাতে সঠিকভাবে পূরণ করতে হবে।
৪. আবেদন ফর্ম ফিলাপ হয়ে গেলে নির্দিষ্ট স্থানে ছবি লাগিয়ে তার নিচে সিগনেচার করতে হবে।
৫. অন্যান্য ডকুমেন্ট গুলির এক কপি করে জেরক্স করে সে গুলোর ওপর নিজেকে একটি করে সিগনেচার করতে হবে করতে হবে।
৬. সব কিছু এক সঙ্গে করে একটি খামে ভরে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানাটি বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

Advertisement
SSC CHSL 2024 (এসএসসিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি)

Railway Recruitment Apply Documents

১. পাসপোর্ট সাইজের ছবি।
২. আধার কার্ড, ভোটার কার্ড।
৩. মাধ্যমিক পাশের সার্টিফিকেট মার্কশিট।
৪. স্থায়ী ঠিকানার প্রমাণ।
৫. বয়সের প্রমাণ।

পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া।

Railway Recruitment Salary & Benefits

এখানে কোন স্থায়ী বেতন নেই। আপনার কাজের উপর নির্ভর করে কমিশন ভিত্তিক বেতন পাবেন। আপনি যদি মাসে ১-২০০০০ টাকার টিকিট সেল করতে পারেন তবে তার মোট ২৫ শতাংশ কমিশন থাকছে। যদি ২০০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত পারেন তবে এর ওপর আরো ১৫ শতাংশ পাবেন। এক লক্ষ টাকার ওপরে টিকিট সেল করতে পারলে আরো 4 শতাংশ এক্সট্রা কমিশন পাবেন।
Written by Nabadip Saha.

17 হাজার টাকা বেতনে জেলা আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment