Gram Panchayat Recruitment – পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া।

গত ২৭ শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (Gram Panchayat Recruitment) প্রকাশিত হয়েছে। তারপর থেকে নানা রকম খবর ছড়াচ্ছে এই চাকরি নিয়ে। কবে এর আবেদন শুরু হবে? কবে পরীক্ষা? কি কি যোগ্যতা লাগবে? সেই সব নিয়ে প্রশ্ন রয়েছে লাখ লাখ চাকরিপ্রার্থীদের মনে। তাদের জন্যই আজকের প্রতিবেদন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার Gram Panchayat Recruitment 2024 এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে।

Advertisement

West Bengal Gram Panchayat Recruitment 2024.

তবে এক সঙ্গে সবকটি পদের জন্য নয়, এবারে কেবল সেক্রেটারি পদের জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে। এরপর খুব শীঘ্রই একে একে অন্যান্য পদ গুলিরও বিজ্ঞপ্তি বেরোবে ফলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal). আজকে আমরা দেখে নেব গ্রাম পঞ্চায়েত দফতরে সেক্রেটারি পদে চাকরির ব্যাপারে। কি যোগ্যতা লাগছে এই চাকরির জন্য? কত তারিখ পর্যন্ত আবেদন নেওয়া হবে? কিভাবে আবেদন করবেন? সেই সব কিছু।

Advertisement

Gram Panchayat Recruitment Agency & Vacancy Details

পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত মোট 6652 টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে বর্তমানে লোক নেওয়া হচ্ছে সেক্রেটারি পদের জন্য। এখানে মোট কত গুলি ভ্যাকেন্সি (Gram Panchayat Recruitment Vacancy) আছে সে বিষয়ে জানা যায়নি স্পষ্ট করে। এই জন্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়া অব্দি অপেক্ষা করতে হবে।

Gram Panchayat Recruitment Apply Qualification & Age

১. গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদের জন্য আবেদন করতে গেলে প্রথমেই আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. যে কোন সরকারি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
৩. নূন্যতম ছয় মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। যাদের সাবজেক্ট ছিল তাদের ক্ষেত্রে দরকার নেই। এই পদের জন্য আবেদন করতে গেলে সাধারন প্রার্থীদের বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। OBC, SC, ST ইত্যাদিদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

Gram Panchayat Recruitment Online Apply Process

১. গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট ম্যানেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট www.wbprms.in ভিজিট করুন।
২. Register বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৩. রেজিস্ট্রেশনের জন্য নিজের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি বসাতে হবে।
৪. রেজিস্ট্রেশন সম্পন্ন হলে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। এটি দিয়ে নিজের একাউন্টে লগইন করে নিন।

Advertisement

৪. এরপর খুলে যাবে Dashboard যে পদের জন্য আবেদন করতে চান সেটিকে তালিকা থেকে সিলেক্ট করে আবেদনের জন্য এগোতে হবে।
৫. প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করুন। তারপর Next ক্লিক করে পরে পেজে আসুন।
৬. নিজের প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
৭. আবার Next করে পরের পেজে এসে আবেদন মূল্য জমা করুন।
৮. Submit বাটনে ক্লিক করে আবেদন পাঠিয়ে দিন।

SSC CHSL 2024 (এসএসসিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি)

Gram Panchayat Recruitment Process

এই পদের জন্য মোট ১০০ নম্বর এর পরীক্ষা নেওয়া হবে। যার মধ্যে প্রিলিমিনারিতে মোট ৮৫ নম্বর এবং ইন্টারভিউতে বাকি ১৫ নম্বর। প্রিলিমিনারি পরীক্ষা হবে নিম্নলিখিত বিষয়ের উপর, ইংরেজি (২৫ নম্বর), বাংলা ( ২৫ নম্বর), পাটিগণিত (২৫ নম্বর), সাধারণ জ্ঞান (১০ নম্বর)। প্রতি পর্যায়ে থাকবে নির্দিষ্ট কাট অফ নম্বর। যারা দুই ধাপে সেই নম্বর পেয়ে উত্তীর্ণ হবেন, তাদেরকেই নিয়োগপত্র দেবে সরকার।

পোস্ট অফিসে ডাক পিওন পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ। পরীক্ষার সিলেবাস ও কিভাবে আবেদন করবেন?

Gram Panchayat Recruitment Salary & Other Benefits

যারা এই পদে কাজ করবেন তাদেরকে ২২,০০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা বেতন প্রদান করবে সরকার। এছাড়াও থাকছে বার্ষিক বোনাস, DA, TA, HRA, ESI, Gratuity, Pension ইত্যাদি সুবিধা। এই চাকরির জন্য আবেদন কবে শুরু অথবা শেষ হচ্ছে সে বিষয়ে এখনো ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ সরকার। আগ্রহী প্রার্থীদের অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি (Gram Panchayat Recruitment Notification) প্রকাশের পর্যন্ত। তারপরই আবেদনের দিনক্ষণ সব জানা যাবে।
Written by Nabadip Saha.

ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ শুরু পশ্চিমবঙ্গে। শীঘ্রই আবেদন করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment