Dearness Allowance – পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের আরো 4% DA বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ। কত টাকা বাড়ছে, কবে থেকে চালু?

ফেব্রুয়ারি থেকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বা Dearness Allowance বেড়েছে রাজ্য সরকারি কর্মীদের। মে মাস থেকে আরো ৪ শতাংশ তা বাড়বে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সাম্প্রতিক তিনি জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মীদের DA মে মাসে ৪ শতাংশ নয় বরং এক ধাক্কায় ১০% বাড়বে। কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যেই এর জন্য অনুদান পাঠানো হয়ে গেছে। মোট ১০০০০ কোটি টাকা এসেছে রাজ্যে।

Advertisement

WB Government Employees Dearness Allowance Hike.

মার্চের শেষ দিক থেকে এপ্রিল ও মে মাস পর্যন্ত ভোট চলবে রাজ্যে। তাই এ মাসের মধ্যেই প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারীর জন্য বর্ধিত বেতন বরাদ্দ করে দেবে রাজ্য (Dearness Allowance). আর ভোটের ঝামেলা চুকলেই মে মাস থেকে সকলেই একাউন্টে লাভ করবেন সেই বেতন। বর্তমানে পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi). আসন্ন লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) কারণে এক গুচ্ছ কর্মসূচি নিয়েই তার আগমন।

Advertisement

গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (WB CM Mamata Banerjee). সঙ্গে তিনি একটি বৈঠক সেরেছেন। আর এই বৈঠকেই বিষয়টিকে স্পষ্ট করে জানা গেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পান। পঞ্চম বেতন কমিশনের (5Th Pay Commission) হিসাব অনুযায়ী, ১৫১ শতাংশ Dearness Allowance বর্তমানে দেওয়া হয় রাজ্যের কর্মীদের।

সেদিন বৈঠকের শেষে রাজ্য অর্থ দপ্তরের (WB Finance Department) তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে তাকে আরও ১০ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়। যা বাড়তে পারে এ বছরের মে মাসেই। ফলে এবার DA এর পরিমাণ হবে ১৬১ শতাংশ। তবে শুধু রাজ্য সরকারের কর্মরত কর্মীরাই নন, অবসর প্রাপ্ত কর্মচারী এবং পেনশনভোগীদের (Pensioneers) লাভ করবেন এই বেতন বৃদ্ধির (Salary Hike) সুবিধা।

রাজ্যের কর্মচারীদের সঙ্গে সঙ্গে অবসর প্রাপ্ত ব্যাক্তিরাও এতদিন পেনশন পেতেন পঞ্চম বেতন কমিশনের হিসাব ধরেই। তাদেরও ডিএ এর পরিমাণ ছিল 151 শতাংশ। তাই যদি বেতন কমিশন সংশোধন করে ডি এ বৃদ্ধি করা হয় তাহলে দুপক্ষই পাবে একই হারে বেতন অর্থাৎ ১০% Dearness Allowance যদি আরো বাড়ে তাহলে সকলেরই ডিএ এর পরিমাণ হবে ১৬১ শতাংশ। সুতরাং একাউন্টে ঢুকবে মোটা টাকা।

Advertisement

বস্তুত Dearness Allowance নিয়ে চাপানউতোর রাজ্যে থামার নয়। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী আগে রাজ্য সরকারি কর্মীরা পেতেন 6 শতাংশ ডিএ। ফেব্রুয়ারিতে ৪ শতাংশ বাড়ায় তা হয়েছে এখন ১০%। বাজেটের সিদ্ধান্ত অনুযায়ী যদি মে মাস থেকে ৪ শতাংশ বাড়ে, তখন তা হবে ১৪ শতাংশ। এর ওপর আবার যদি ১০ শতাংশ একবারে বেড়ে যায় তখন তা গিয়ে দাঁড়াবে 24 শতাংশে। কিন্তু Dearness Allowance এর এই বৃদ্ধিতে সন্তুষ্ট নন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা।

RBI Penalty On State Bank Of India (ভারতীয় স্টেট ব্যাংক)

আসলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা (Central Government Employees) বর্তমানে ৪৬ শতাংশ Dearness Allowance পায়। এই বছর আরো ৪ শতাংশ বেড়ে এটা ৫০ এ গিয়ে দাঁড়াবে বলে সম্ভাবনা রয়েছে আগামী ভোটের আগে। তাই তাদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Government Employees) বেতনের ফারাক অনেকটাই, এই কথা বলা যায়।

4% DA বৃদ্ধির ফলে গ্রেড অনুযায়ী পশ্চিমবঙ্গে রাজ্য সরকারী কর্মীদের কত বাড়ছে বেতন? হিসাব দেখে নিন।

আর ঝামেলা তো আসলে শুরু হয়েছিল কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি (Dearness Allowance Hike) নিয়েই। তাই যতদিন তাদের বেতন কেন্দ্রীয় স্কেলে না দেওয়া হবে ক্ষোভ থামাবেন না রাজ্যের সরকারি কর্মীরা। আর আগামীদিনে এই নিয়ে আরও অনেক ধরণের কর্মসূচী নেওয়া হবে। দেখার অপেক্ষা যে আগামী লোকসভা নির্বাচনের আগে ফের কোন বড় ঘোষণা করা হয় কিনা।
Written by Nabadip Saha.
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

দেশ জুড়ে কেন্দ্রের নতুন প্রকল্প, প্রতিমাসে 5000 টাকা সারাজীবন একাউন্টে ঢুকবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment