Post Office Recruitment – মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রুপ সি কর্মী নিয়োগ। বেতন ও আবেদন প্রক্রিয়া দেখে নিন।

আপনি কি একজন বেকার কর্মপ্রার্থী? মাধ্যমিক পাশে কোনো সরকারি চাকরি খুঁজছেন (Post Office Recruitment)? তবে আজ চলে এসেছে আপনার জন্য এক সুবর্ণ সুযোগ। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ (India Post Office) ঘোষণা করেছে একাধিক শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করার কথা। যেকোনো মাধ্যমিক পাশ (Madhyamik Pass) বেকার নারী অথবা পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন এখানে।

Advertisement

Post Office Recruitment 2024.

তাই এত ভালো সুযোগ হাতছাড়া করা কোন ভাবে উচিত কাজ হবে না। এখনই বিস্তারিত ভাবে জেনে নিন শেষ পর্যন্ত খবরটি পড়ে। আর আমাদের দেশে এখন চাকরি পাওয়া খুবই মুশকিল কাজের মধ্যে একটি। সেই জন্য আগের থেকে এই সম্পর্কে সকল তথ্য বিস্তারিত জেনে নেওয়ার মাধ্যমে আপনারা এই কাজের জন্য খুবই সহজে এবং সকলের থেকে এগিয়ে গিয়ে আবেদন করতে পারবেন।

Advertisement

Post Office Recruitment Age, Qualification & Application Fees

এক্ষেত্রে আবেদন জানাতে গেলে প্রার্থীদের বয়স সীমা হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৫৬ বছর বয়সের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় আছে। এই চাকরিতে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ করে থাকতে হবে।

সঙ্গে অন্যান্য যোগ্যতা থাকতে হবে যা বিজ্ঞপ্তিতে (Post Office Recruitment Notification) উল্লেখ করা হয়েছে। আবেদন মূল্য সাধারণ শ্রেনীর প্রার্থীদের জন্য হল ১০০ টাকা। সংরক্ষিত আসনের প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন বিনামূল্যে। আর এবারে এই সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য সম্পর্কে আমরা জেনে নিতে পারব।

Post Office Recruitment Apply Process

১. অফিসিয়াল নোটিফিকেশন থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে হবে।
২. তারপর প্রয়োজনীয় তথ্য দিন নির্ভুলভাবে আবেদনপত্র হাতে পূরণ করুন।
৩. প্রয়োজনীয় ডকুমেন্টস গুলিকে এক কপি করে জেরক্স করে নিন।
৪. সে গুলিকে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন। এক কপি ফটো আঠা দিয়ে যুক্ত করুন।

Advertisement

৫. প্রতিটি জেরক্স এর উপর সিগনেচার করতে ভুলবেন না।
৬. আবেদনপত্রে অবশ্যই একটি বৈধ মোবাইল নাম্বার দিন।
৭. সবশেষে অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি মুখবন্ধ খামে ভরে অফিসিয়াল ঠিকানায় পাঠিয়ে দিন।
৮. খামের উপর উল্লেখ করে দেবেন যে পদের জন্য আবেদন (Post Office Recruitment) করছেন তার নাম।

Post Office Recruitment Apply Documents

১. এক কপি রঙিন এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি ও সাথে নিজের সিগনেচার।
২. ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
৩. সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় নথিপত্র সমূহ।
৪. আবেদনকারী প্রার্থীদেরকে অবশ্যই একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।
৫. জাতি গত শংসাপত্র।
৬. বয়সের সংসা পত্র।

Civic Volunteer (সিভিক ভলেন্টিয়ারদের প্রমোশন)

Post Office Recruitment Apply Process & Salary

এক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের জন্য ডাক বিভাগ কোনো হল লিখিত বা অনলাইন পরীক্ষা নেবেনা। কেবল একটি ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যারা সেই ইন্টারভিউতে উত্তীর্ণ হতে পারবেন তারাই নিয়োগপত্র (Post Office Recruitment) পাবেন হাতে। কেন্দ্রীয় সরকারের পে লেভেল ২ অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে কর্মীদের। পরে বেতন বাড়বে কিনা বা অন্য আর কি সুবিধা থাকবে সে বিষয়ে সংস্থা সিদ্ধান্ত নেবে।

পশ্চিমবঙ্গবাসীর একাউন্টে 40 হাজার টাকা করে ঢুকছে। কারা এই টাকা পাবেন?

Post Office Recruitment Apply Last Date

এখানে আবেদন প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবেদনকারীদের নির্দেশ দেওয়া হয়েছে ৪৫ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে। এই চাকরির ব্যাপারে পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া হয়েছে ডাক বিভাগের ওয়েবসাইটে। আপনারা যারা এই চাকরির জন্য আগ্রহী তারা www.indiapost.gov.in ওয়েবসাইট ভিজিট করে সবকিছু জেনে নিতে পারেন।
Written by Nabadip Saha.

15000 টাকা ঢুকবে ব্যাংক একাউন্টে বিনা পরিশ্রমে। দরকার হলে আবেদন করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment