Ayushman Bharat Card – কেন্দ্র সরকারের এই কার্ড থাকলেই 5 লাখ টাকা পাবেন। কিভাবে আবেদন করবেন?

ভোটের আগে আবারো মাস্টারস্ট্রোক মোদী সরকারের। চালু হলো Ayushman Bharat Card প্রকল্প। যে কেউ পেতে পারেন ৫ লক্ষ টাকা। শুধু দেখাতে হবে এক বিশেষ নথি। তারপর কেবল আবেদন করার পালা কাজ শেষ। আপনি যদি যোগ্য হন, তাহলেই ব্যাংক একাউন্টে ঢুকবে নগদ 5 লক্ষ টাকা। কাদের জন্য এই প্রকল্প? সুবিধা পেতে হলে কোন জিনিসটি লাগবে? সে সব বিষয় নিচে জানানো হলো।

Advertisement

PMJAY Ayushman Bharat Card 2024.

প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা বা Ayushman Bharat Card প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা ২০১৮ সালের সেপ্টেম্বরে লঞ্চ করা হয়। PMJAY (Pradhan Mantri Jan Arogya Yojana) বিশ্বজুড়ে সবচেয়ে বড় হেলথ ইনস্যুরেন্স স্কিম (Government Insurance Scheme) গুলির মধ্যে একটি। এই প্রকল্পের অধীনে দেশের যে কোনো হাসপাতালে ভর্তি থেকে শুরু করে ডায়াগনস্টিক টেস্ট, ওষুধ পত্রের খরচা, অপারেশনের খরচা, ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় সাধারণ মানুষকে।

Advertisement

গ্রাম এবং শহর উভয় এলাকাতেই Poverty Level বা গরিবি রেখা এবং পেশার উপর ভিত্তি করে নির্বাচন করা হয় সুবিধাভোগীদের। পরিসংখ্যান বলে, বর্তমানে দেশের ৫০ কোটিরও বেশি মানুষ অর্থাৎ মোট জন সংখ্যার প্রায় ৪০% এই সব সুবিধাভোগীদের তালিকায় আছেন। আর এই Ayushman Bharat Card প্রকল্প মোদী সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প এবং ভবিষ্যতে Ayushman Bharat Card প্রকল্পে গ্রাহকদের সংখ্যা আরও বৃদ্ধি পেতে চলেছে।

Ayushman Bharat Card Apply Process

১. www.pmjay.gov.in পোর্টালে যান।
২. আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর লিখুন।
৩. Get OTP বাটনে ক্লিক করুন।
৪. ফোনে ওটিপি আসার পর OTP লিখুন।

৫. এখন আবেদনপত্রের জন্য এগিয়ে যান এবং সেটি ফিলাপ করুন। এখানে আপনার নিজের নাম, বাবার নাম, নিজের জেলা, রাজ্য ইত্যাদি নির্বাচন করতে হবে।
৪. নিবন্ধন সম্পূর্ণ করতে নথি এবং শংসাপত্র আপলোড করুন।
৫. আবেদন জমা দিন এবং কর্তৃপক্ষের অনুমোদনের জন্য অপেক্ষা করুন।

Advertisement

Ayushman Bharat Card Apply Documents

১. Aadhaar Card.
২. Aadhaar linked Mobile Number.
৩. PAN Card Number.
৪. Ration Card.

৫. Voter ID Card.
৬. SC, ST Certificate.
৭. Income Certificate.
৮. Passport Size Photograph.

PM Awas Yojana (প্রধানমন্ত্রী আবাস যোজনা ২০২৪)

Ayushman Bharat Card Apply Criteria

১. সেই সমস্ত পরিবার যেখানে 16 থেকে 59 বছর বয়সের কোন পুরুষ বা অন্যান্য প্রাপ্ত বয়স্ক সদস্য নেই।
২. পরিবারের বার্ষিক আয় অবশ্যই ২.৫ লাখ টাকার নিচে হতে হবে।
৩. সেই সমস্ত পরিবার যারা তফসিল জাতি এবং জনজাতির অন্তর্ভুক্ত।
৪. মূলরূপে ভারতীয় নাগরিকরা এই আবেদন করার যোগ্য।

স্বাবলম্বী হতে টাকা দিচ্ছে সরকার। ব্যবসার আইডিয়া আপনার টাকা দেবে সরকার। কম সুদে ঋণ ও সহজ কিস্তি।

এছাড়াও যে সব পরিবারে এমন কোন প্রাপ্ত বয়স্ক সদস্য নেই যিনি শারীরিকভাবে সক্ষম, জমি জায়গা হীন পরিবার কায়িক পরিশ্রমের দ্বারা সামান্য অর্থ উপার্জন হয়, বাড়িঘর হীন পরিবার গুলি, এমনকি যারা বর্তমানে আইনতভাবে সশ্রম কারাদণ্ডে রয়েছেন সেই সমস্ত ব্যক্তির পরিবারের সদস্যদেরও এই Ayushman Bharat Card এর সুবিধা পাওয়ার অধিকার থাকে।
Written by Nabadip Saha.

জনধন একাউন্ট থাকলে পাবেন নতুন সুবিধা। ভোট ঘোষণার আগে বড় সিদ্ধান্ত।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment