LPG Gas Cylinder – 500 টাকায় রান্নার গ্যাস এবং ফ্রি বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করলো সরকার।

ভোটের আগে রাজ্যবাসীদের জন্য দারুন ঘোষণা সরকারের (LPG Gas Cylinder). খুশিতে মন ভরে গেল সকলের। ধনী গরিব সকলের জন্যই রয়েছে সুখবর। রান্নার গ্যাসের দাম (Liquefied Petroleum Gas) আরো কমে গেল আগের চেয়ে। এরপর থেকে ৫০০ টাকায় একটি সিলিন্ডার পাবে সমস্ত মানুষ। ইতিমধ্যেই পহেলা এপ্রিল থেকে ১০০ টাকা কমেছে রান্নার গ্যাসের দাম (LPG Gas Price). এবার রাজ্য সরকার তার ওপর আরো দাম কমালো।

Advertisement

Get LPG Gas Cylinder & Electricity Bill Say Government.

তবে এখানেই সুখবর শেষ নয়, রাজ্যবাসীকে আরো একটি চমক দেওয়া হয়েছে। এর পর থেকে কাউকে আর দিতে হবে না বিদ্যুৎ খরচ (Electric Bill). যে যত খুশি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। ভোটের আগেই এই দুটি কর্মসূচিকে কাজে পরিণত করা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য (LPG Gas Cylinder). যার সুবিধা পাবেন কোটি কোটি রাজ্যবাসী। লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শুরু হয়ে গিয়েছে।

Advertisement

গদি কাড়ার লড়াইয়ে চরম প্রতিযোগিতা চলছে রাজনৈতিক দল গুলির মধ্যে। আর এই পরিস্থিতিতে ভোটারদের আকৃষ্ট করতে ক্রমাগত বড় বড় ঘোষণা করে চলেছে একের পর এক দল। কেন্দ্র সরকার ইতিমধ্যেই গ্যাসের দাম (LPG Gas Cylinder) অনেক কমিয়েছে, উজ্জ্বলা গ্রাহকদের (Ujjwala Yojana) আগামী এক বছর ৩০০ টাকা ভর্তুকি (LPG Gas Subsidy) দেওয়া হবে বলে জানানো হয়েছে, সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ (DA Hike) বাড়ানো হয়েছে।

এই দিকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা (Lakshmir Bhandar Money) বাড়িয়ে ১০০০ ও ১২০০ করেছে, রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৪ শতাংশ বাড়িয়েছে এবং আগামী এক বছরের মধ্যে ১০ টি গ্যাস সিলিন্ডার ফ্রি (Free LPG Gas Cylinder) দেবে বলেও জানিয়েছে। বর্তমানে রাজ্য সরকার আরো কয়েকটি জনমুখী উদ্যোগ নিয়েছে। যার মধ্যে প্রথমেই বলা হয়েছে 500 টাকায় গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) দেওয়ার কথা।

সঙ্গে জানানো হয়েছে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা। এছাড়াও সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত এবং গরিবদের জন্য ১০ লক্ষ টাকা বীমা প্রদানের ঘোষণাও করা হয়েছে ইতিমধ্যেই। বেকার ছেলে মেয়েদের সরকারি চাকরিতে খুব নিয়োগ করার কথাও জানানো হয়েছে। ২ লক্ষ ভ্যাকেন্সি পূরণ করার কথা বলা হয়েছিল আগে। যার মধ্যে ২৫ হাজার ভোটের আগেই পূরণ করে নিয়োগপত্র (LPG Gas Cylinder) দেওয়া হয়েছে।

Advertisement
SSC Recruitment Case (শিক্ষক নিয়োগ মামলা)

কোথায় ৫০০ টাকায় গ্যাস দেওয়া হবে?

কিন্তু এই সব কিছু সুবিধা আমাদের রাজ্যের সরকার চালু করেনি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ভোটের আগে তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। এর মধ্যেই এই ঘোষণা গুলি করা হয়েছে। মোট ৬ টি নির্বাচন কর্মসূচি ইশতেহারে ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ২ টিকে ভোটের আগেই চালু করা হয়েছে। ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) দেওয়া।

পশ্চিমবঙ্গে PSC এর মাধ্যমে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ।

সাদা রেশন কার্ড হোল্ডারদের ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে (Free Electric) দেওয়ার প্রকল্প গুলি গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ থেকেই শুরু করা হয়েছে রাজ্যে। আরো একবার রাজ্যে ক্ষমতায় এলে বাকি গুলির কাজও তারা খুব শীঘ্রই আরম্ভ করবেন (LPG Gas Cylinder). এই সকল প্রতিশ্রুতি সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Nabadip Saha.

পোস্ট অফিসের এই স্কিমে দ্বিগুণ লাভ পাবেন। সঙ্গে ভারত সরকারের গ্যারান্টি।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment