DEO Recruitment – পশ্চিমবঙ্গে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ। আকর্ষণীয় বেতন সঙ্গে সরকারি সুবিধা।

রাজ্যের বেকার কর্ম প্রার্থীদের জন্য সম্প্রতি Data Entry Operator Jobs নিয়ে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে (DEO Recruitment). যারা এতদিন ধরে কোন ভালো সরকারি চাকরির (Government JOB) আশায় অপেক্ষা করছিলেন তাদের অবশ্যই জেনে নেওয়া দরকার এই খবরটি। প্রচুর শূন্য পদে বিডিও অফিসে কর্মী নিয়োগ (BDO Office Recruitment) করছে রাজ্য সরকার (Government Of West Bengal). নিয়োগ হওয়ার প্রার্থীদের কাজ দেওয়া হবে মিড ডে মিল (Mid Day Meal) প্রোগ্রামের অধীনে ডেটা এন্ট্রি অপারেটর (DEO Recruitment) পদে।

Advertisement

DEO Recruitment 2024 In West Bengal.

এই চাকরিতে (DEO Recruitment 2024) থাকবে মাসিক মোটা মাইনে সাথে অন্যান্য সুযোগ সুবিধা। সারা পশ্চিমবঙ্গ থেকে নারী পুরুষ নির্বিশেষে যে কোন বেকার চাকরি প্রার্থী এখানে আবেদনের যোগ্য। নিচে এই নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি দেওয়া হল। যদি এই চাকরিতে (Job) আগ্রহী থাকেন তবে দেরি না করে দেখে নিন এক নজরে।

Advertisement

DEO Recruitment Vacancy

রাজ্যের বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator Jobs in Kolkata) বা DEO পদে নিয়োগ করা হবে। চাকরি দেওয়া হবে প্রার্থীর নিজের জেলাতেই। General, OBC, SC, ST সকলের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি (DEO Recruitment) অনুসরণ করুন। আর এই সম্পর্কে সকল কিছু জেনে নিয়ে তবেই আপনারা এই আবেদন করবেন।

DEO Recruitment Apply Qualification

১. প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো বিভাগে ব্যাচেলার ডিগ্রী বা স্নাতক পাস করে থাকতে হবে।
২. অবশ্যই কম্পিউটারের বিষয় জ্ঞান থাকতে হবে।
৩. প্রার্থীদের অন্তত পক্ষে কম্পিউটারের মাধ্যমে মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার কাজে দক্ষ হতে হবে।
৪. যদি কারো আগে থেকে সংশ্লিষ্ট কাজের বিষয়ে কোন রকম অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অগ্রাধিকার পাবেন তারা।

DEO Recruitment Apply Age

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। বয়সের হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী। তবে এক্ষেত্রে SC, ST দের জন্য ৫ এবং OBC দের জন্য ৩ বছর করে বয়সে ছাড় দেয়া হবে। আর এই বয়স মেনেই আপনাকে এই আবেদন করতে হবে।

Advertisement

DEO Recruitment Apply Documents

  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • যে কোনো ধরনের একটি ফটো আইডেন্টিটি প্রুফ।
  • প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার প্রমাণসমূহ।
  • বয়সের প্রমাণপত্র।
  • যদি কোন পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেই বিষয়ে নির্দিষ্ট প্রমাণপত্র।

DEO Recruitment Online Apply Process

১. প্রথমে এই ওয়েবসাইট থেকে অথবা নীচে দেওয়া লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে হবে।
২. তারপর সেই আবেদন পত্রের মধ্যে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে এন্ট্রি করতে হবে।
৩. আবেদন পত্রের ওপর নিজের ছবি লাগিয়ে তার নিচে সিগনেচার করতে হবে।
৪. এরপর উপরোক্ত নথিপত্র গুলির প্রতিটির একটি করে জেরক্স কপি সমেত আবেদন পত্রটিকে একত্রিত করতে হবে।

আরও পড়ুন, একাউন্টে টাকা না থাকলেও 5 মিনিটে 5 লাখ টাকা তোলা যাবে। মোদী সরকারের বড় ঘোষণা।

৫. সব কাগজ গুলির ওপরে একটি করে সেল্ফ অ্যাটেস্টেড করে দিতে হবে।
৬. এরপর সেই সব কাগজপত্রকে একটি খামের মধ্যে ভরে খামটির ওপর উল্লেখ করে দিতে হবে “APPLICATION FOR THE POST OF DEO UNDER.
৭. সবশেষে সেই সিল করা খামটিকে নিম্নলিখিত ঠিকানায় স্পিড পোস্টের (Speed Post) মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের দ্বারা পাঠিয়ে দিতে হবে (DEO Recruitment).

India Post Office Recruitment (পোস্ট অফিসে চাকরি ২০২৪)

DEO Recruitment Apply Process

এখানে তিনটি পদ্ধতিতে বাছাই করে নিয়োগ করা হবে প্রার্থীদের। প্রথমে হবে ৭০ নম্বরের একটি লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করলে দিতে হবে একটি প্রাকটিক্যাল টেস্ট। যাতে থাকবে ১০ নম্বর। তাতে উত্তীর্ণ হলে প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট এর জন্য। এতে থাকবে মোট ২০ নম্বর। সব মিলিয়ে যারা পাশ করবেন তাদেরকেই নিয়োগ তালিকায় (DEO Recruitment) স্থান দেওয়া হবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ। জরুরীভিত্তিতে কয়েক হাজার চাকরি।অনলাইনে আবেদন।

DEO Recruitment Salary And Apply Last Date

নিয়োগের পর প্রতি মাসে ১৩ হাজার টাকা করে বেতন দেওয়া হবে কর্মীদের। পরে দপ্তর কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হবে সেই বেতন বাড়বে কিনা। এখানে আবেদন করতে যারা ইচ্ছুক তাদেরকে আগামী ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে তাদের আবেদন পত্র পাঠাতে হবে। এই তারিখের পর আবেদন নেওয়ার কাজ বন্ধ করে দেওয়া হবে।
Written by Nabadip Saha.

কাজের ফাঁকে প্রতিদিন 1000 টাকা উপরি আয় করুন। কিভাবে করবেন জেনে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment