এবার থেকে রবিবারেও খোলা থাকবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা। সপ্তাহের অন্যান্য কর্মদিবসের মতোই রবিবার দিনও সাপ্তাহিক ছুটির বদলে ব্যাংকের সমস্ত কাজকর্ম নিয়ম মেনেই চলতে থাকবে। যার ফলে উপকৃত হবেন সরকারি কর্মী, চাকরিজীবী ও যাদের রবিবার ছুটি থাকে। কারন অনেকেই কাজ থাকার কারণে ব্যাংকে যেতে পারেন না। কিম্বা ছুটি নিতে হয়। এবার আর সেই সমস্যা থাকবে না। তবে আপাতত সমস্ত শাখা রোববার খোলা থাকছে না।
রোববার ও খোলা থাকবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কতৃপক্ষ জানিয়েছে, টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে নতুন অ্যাকাউন্ট খোলা, টাকা ট্রান্সফার করা, অনলাইন ব্যাংকিং এর যাবতীয় কাজ সহ ব্যাংকিং ক্ষেত্রে যেকোনো ধরনের কাজ যেভাবে সপ্তাহের অন্যান্য দিন করা হয়ে থাকে ঠিক সেই ভাবে রবিবার ছুটির দিনেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় করা যাবে।
রবিবার সাধারণত সরকারি এবং বেসরকারি অফিসের সাপ্তাহিক ছুটি দেওয়া হয়ে থাকে। নিয়ম অনুযায়ী সারা সপ্তাহ কাজের পরে একদিন সমস্ত স্তরের কর্মচারীদের ছুটি দেওয়া হয়। শুধুমাত্র কিছু জরুরি পরিষেবা ছাড়া সমস্ত ক্ষেত্রেই ছুটি থাকে। পুলিশ, দমকল, হাসপাতাল, সংবাদমাধ্যমসহ বেশ কিছু জরুরি পরিষেবা রবিবারেও চলতে থাকে। কিন্তু সেখানে কর্মচারীরা সাপ্তাহিক ছুটি নিতে পারেন তাদের সুবিধামত।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি শাখায় সপ্তাহের অন্যান্য দিনের মতো রবিবারেও স্বাভাবিক নিয়মে কাজ চলবে। কিন্তু তাহলে কি ওই ব্যাংকের কর্মচারীরা সাপ্তাহিক ছুটি পাবেন না? সেক্ষেত্রে এর উত্তর হল, অবশ্যই পাবেন। কিন্তু রবিবারের বদলে সপ্তাহের অন্য দিন অর্থাৎ শুক্রবার তারা সাপ্তাহিক ছুটি নিতে পারবেন। আর এই ছুটি রোস্টার মেনে হবে। অর্থাৎ যে কর্মী শুক্রবার ছুটি নেবে, তার রবিবার আসতে হবে।
আপাতত পরীক্ষামূলকভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মুম্বাই এর গোবান্দি শাখায় রবিবারের বদলে শুক্রবার সাপ্তাহিক ছুটি দেওয়া হবে। সাফল্য পেলে ধীরে ধীরে সমগ্র দেশেই এই ব্যবস্থা চালু হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে প্রচার করে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। গ্রাহকেরা রবিবার দিন ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন।
লটারি জেতার গোপন কৌশল, এক মিনিটে ভাগ্যবদলের ফর্মুলা শিখে নিন।
এবার এটাই দেখার এই পরীক্ষামূলক কর্মসূচী সফল হয় কিনা। প্রসঙ্গত ২০১৫ সালে রাত ৮টা পর্যন্ত সমস্ত শাখা খোলা রাখার প্রক্রিয়া করেছিলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কিন্তু তিনমাসেও ভালো ফলাফল আসেনি। তারপর এই ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। এবার রোববার খোলা রাখার পরিকল্পনা নিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কতৃপক্ষ। আপনার কি মনে হয়, রোববার ব্যাংক খোলা রাখা উচিত? নিচে অবশ্যই কমেন্ট করবেন।
Written by Rajib Ghosh.
ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে জারি হল নতুন নিয়ম, না জানলে বিপদে পড়বেন।
For govt. employees it is a good decision.
Yes indeed. It will help the general customers a lot.
This is a good think for all customers who are busy and engage in weekdays and not to go to the bank in free from office and business work.
Thinking of opening banks on Sunday is a good idea of banks management. If this is success then 7 days banking system may be adopted.
লাভ কিছুই হবেনা স্টেট ব্যাংকের শাখার কর্মচারিরা এমনিতেই জন সাধারণ এর জন্য কাজ কিছু করেনা, খাতা ধারক এর সাথে কখনো ভালো ব্যাবহার করেনা, অতএব চালু থাকা না থাকা একই সমান, যদি কিছু ভুল বলে থাকি এর জন্য ক্ষ্যমাপ্রার্থী
শুধুমাত্র রবিবার খোলা রাখলেই হবে না, গ্রাহকদের প্রতি আন্তরিকও হতে হবে কারণ এটা সর্বজনবিদিত ব্যাংক কর্তৃপক্ষ ও কর্মচারীরা গ্রাহকদের পরিষেবা ও সমস্যা সমাধানে আন্তরিকতা দেখান না।
দ্বিতীয়ত উন্নত দেশগুলোতে যেখানে ব্যাংকের পরিষেবার সময় বাড়ানো হচ্ছে, সেখানে আমাদের দেশে দুটো শনিবার তো ছুটি আছেই আবার চারটে শনিবার ছুটির পরিকল্পনা চলছে বিনিময়ে কাজের সময় বাড়ানো হবে শুনছি এমতাবস্তায় এই পদক্ষেপ খুবই সময়োপযোগী।
Only Bank should be opened 24 hours, 365 days with full responsibility and all other Govt departments should be opened for 4 hours 165 days without any responsibility except Departments under ESMA
Right decision.
Not at all good decision, previous lessons is sufficient. Normal routine is the best policy, please look first atleast sufficient staff should be recruited . I have observed that so many young staffs has given resignation due to over pressure and worried that an error can make ruined from service. The responsibility of staff is very much overburdened, and pension policy must be started because after renowned service at old age economic security is very much required. Pay structure and responsibilities on staff shoulders is must be justified.
Authority kindly look into this matter and action may be taken accordingly.
I am in service, I have to take a leave to do a work in Bank, if Sunday Banks could be opened that will be very Nice and prolific decision for us.
Yes Sunday open not only sbi but also all bank…and please open business transaction time 10-5 p.m.
It is good for employees in other organisations who are unable go to sbi branchs for banking purposes.thesefacilities were available in Canara Bank branch in Kalyani and HDFC branch in Kalyani. But these facilities were stopped on plea of core banking, Kalyani consumers’ p. Forum protested against these decisions. They regrated. Secretary, kalyani c. P. Forum.
রবিবার ও খোলা রাখা উচিত। অনেক কাজই পেন্ডিং পড়ে থাকে একদিনের কাজ সারা বছরে ও সারা হয় না। আপডেট পেন্ডিং থাকে। বই শেষ হয়ে গেলে বই দিতে পারে না কতদিন মানুষ ঘুরবে একটা কাজের জন্য। আগে স্টাফদের কথাবার্তা ম্যানেজারের কথাবার্তার ট্রেনিং নেওয়া জরুরী। মানুষের ভোগান্তির শেষ নেই।
It is a right decision for the present time and situation.
খুব ভালো হবে
কিন্তু ব্যাংকের কর্মচারী গুলোর ব্যবহার খুব খারাপ এগুলো ঠিক করতে হবে