manike mage hithe air hostage

Manike Mage Hithe Air Hostess Viral Dance : শ্রীলঙ্কায় খুবই জনপ্রিয় প্রেমের গান মানিকে মাগে হিঠে। সিংহলী ভাষায় ইওহানি ডি সিলভার কণ্ঠে সেই গান এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে ভারতের অলিতে গলিতে অনবরত বেজে চলেছে।তারকা থেকে সাধারণ মানুষ সকলেই সেই গানে পা মিলিয়েছেন। সম্প্রতি এই গানে পা মিলিয়ে চর্চায় উঠে এসেছেন এক বিমানসেবিকাও।ফাঁকা বিমানের মধ্যে বিমানসেবিকার পোশাক এবং তার উপরে চাপানো পিপিই কিট পরেই মানিকে মাগে হিঠে গানে নাচতে শুরু করেন তিনি। তাঁর সেই ছোট্ট ভিডিয়ো মুহূ্র্তে ভাইরাল হয়ে যায় ওই বিমানসেবিকার নাম আয়াত। তিনি ইন্ডিগো বিমানের কর্মী। এ ছাড়াও আরও অনেক পরিচয় রয়েছে তাঁর।
ইনস্টাগ্রামে নিজেকে একজন উদ্যোগী এবং ভিডিয়ো ক্রিয়েটর বলে বর্ণনা করেছেন।ইনস্টাগ্রামে নিজেকে একজন উদ্যোগী এবং ভিডিয়ো ক্রিয়েটর বলে বর্ণনা করেছেন।আয়াত একজন ইউটিউবারও। লাইফ ক্যামেরা আফ্রিন নামে তাঁর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। কখনও বেড়াতে যাওয়ার ভিডিয়ো, কখনও মেক-আপ এর ভিডিয়ো কিংবা কোনও গানে নাচ করে সেই ভিডিয়ো আপলোড করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.