Advertisement
পার্ট টাইম চাকরী (Jio Work From Home Jobs)
Advertisement

দুর্দান্ত সুযোগ! হাতছাড়া করবেন না, ঘরে বসেই Jio Work From Home Jobs এর মাধ্যমে মাসে ৩৫০০০ টাকা আয় করুন। কিভাবে জয়েন করবেন জেনে নিন।
দেশ জুড়ে বেকারত্ব বাড়ছে। কাজের অভাব সর্বত্র। উচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পরেও একটি ন্যূনতম মাইনের কাজ মিলছে না। যারা কাজ করতেন তাদেরও বহু ক্ষেত্রে কাজ চলে গিয়েছে।

Advertisement

অনেকেই হয়তো নিয়মিত বেতন পাচ্ছেন না। চরম সমস্যার মধ্যে দিন যাপন করছেন। বর্তমানে দেশের চিত্র এটাই। আর এই পরিস্থিতিতে নিয়ম করে কোনো অফিসে যাওয়ার দরকার নেই। বাড়িতে বসেই প্রতি মাসে ৩৫ হাজার টাকা আয় করার সুযোগ এনে দিচ্ছে দেশের বৃহত্তম জনপ্রিয় টেলিকম কোম্পানি Jio.

Advertisement

বাড়িতে বসেই মোটা টাকা আয়ের সুযোগ দিচ্ছে Jio. Jio Work From Home Jobs 2023 এতে আবেদন করলেই প্রতি মাসে ৩৫ হাজার টাকা উপার্জন করার সুযোগ থাকছে।
Jio Work From Home Jobs vacancy 2023 এ কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা লাগবে, কত বেতন, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?

Advertisement

Jio Work From Home Jobs:

আনুষঙ্গিক প্রয়োজনীয় বিবরণ সম্বন্ধে জেনে নেওয়া যাক:
পদের নাম:
দেশের জনপ্রিয় টেলিকম কোম্পানি জিওর Customer Associate পদে Freelancer নিয়োগ করা হচ্ছে।
কাজের পদ্ধতি:
Jio Work From Home Job Vacancy 2023 এ আবেদন করলে বাড়িতে বসেই অনলাইনে স্মার্টফোনের মাধ্যমে এই কাজ করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা:
Jio Work From Home Jobs Vacancy 2023 এ আবেদন করতে হলে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
এছাড়া স্মার্টফোন ব্যবহার জানতে হবে। মূল কাজ স্মার্টফোনের মাধ্যমেই হবে। যে রাজ্যে বাস করেন সেই রাজ্যের ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।

EK24 News

মোট শূন্য পদ:
Jio Work From Home Jobs Vacancy 2023 এ মোট ৭৭৮৯ টি শূন্য পদ রয়েছে।
আবেদনের বয়স সীমা:
Jio এর Official Website এ Freelancer পদে আবেদনের জন্য কোনো নির্দিষ্ট বয়সের উল্লেখ নেই। তবে ১৮ বছর বয়স বা তার ঊর্ধ্বে হলে আবেদন করতে পারবেন।

Advertisement

আবেদনের শেষ তারিখ:
Jio Work From Home Jobs Vacancy 2023 এ আবেদনের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। ২০২১ সালে ফ্রিল্যান্সার নিয়োগ শুরু হয়েছে। বর্তমানে ২০২৩ সালেও চলবে বলে জানা যাচ্ছে। এমনকি ২০২৪ এও এই ফ্রিল্যান্সার নিয়োগ চলতে পারে।

JIO র রিচার্জ প্ল্যানে যুক্ত হল আরও কিছু সস্তা রিচার্জ প্ল্যান।

কিভাবে আবেদন করা যাবে:
প্রথমেই careers.jio.com এ যান।
প্রথমবার হলে নিজস্ব বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে লগইন করুন।
এরপরে নিজস্ব তথ্য দিন এবং Next- এ ক্লিক করুন।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার তথ্য পূরণ করুন এবং Next এ ক্লিক করুন।

আগে কোনো জায়গায় কাজ করে থাকলে পূর্বের অভিজ্ঞতা এবং বেতন জানিয়ে ক্লিক করুন।
এরপর জব সেকশনে গিয়ে ফ্রিল্যান্সারে ক্লিক করুন।
যে রাজ্য থেকে কাজ করবেন সেখানকার বিজ্ঞপ্তিতে গিয়ে ক্লিক করুন।
এরপরেই আবেদন পত্র পুরোপুরি আপলোড করে দিন।

Advertisement

একটির বেশি ব্যাংক একাউন্ট থাকলেই চরম বিপদ, RBI এর নতুন নিয়ম জেনে নিন।

বেতন:
Jio Careers Work from Home Job 2023 এ নির্দিষ্ট কোনো মাসিক বেতন নেই। একজন যতখানি সময়ে এই কাজের জন্য দিতে পারবেন সেই অনুপাতে উপার্জন করতে পারবেন। তবে কেউ যদি দিনে ৮ ঘন্টা সময় কাজ করলে মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করতে পারবেন।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
35 thoughts on “Jio Work From Home Jobs – বাড়িতে বসে জিও কাস্টোমারদের ফোন রিসিভ করে মাসে 30000 টাকা আয় করুন।”
    1. আমি জিও এর পাট টাইম বাড়ি তে বসে কাজ করতে চাই, ফিল্যান্সার কাজ করবো কি করে আবেদন করবো যদি একটু বলেন, আমার কাজ টা খুব শীঘ্রই দরকার, ঝও

    2. আমি এই কাজটি বাড়িতে বসে করতে চাই দিনে 8 ঘণ্টা করব

  1. Advertisement
  2. Advertisement
  3. Advertisement
  4. Advertisement
  5. Advertisement
  6. Advertisement
  7. Advertisement
  8. Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement