Ration Card Loan – এবার রেশন কার্ড গ্রাহকদের মাসে 1000 টাকা ভাতা ও বিনা সুদে 1 লাখ টাকা লোন দেওয়ার ঘোষণা। কারা ও কিভাবে পাবেন জেনে নিন।

শিহরে রাজ্যে লোকসভা নির্বাচন। আর এই মুহূর্তে রেশন কার্ড (Ration Card Loan) গ্রাহকদের জন্য সামনে এলো রাজ্য সরকারের এক দারুন প্রকল্প। এই প্রকল্প নতুন নয় কিন্তু বর্তমানে এর মাধ্যমে বিশাল সুবিধা লাভ করেছেন রাজ্যের অনেক মানুষ। আপনিও কি চান? তাহলে অবশ্যই পেতে পারেন এই সুবিধা। তবে এর জন্য দরকার কেবল রেশন কার্ড। যে কোনো ক্যাটেগরীর হোক না কেন, আপনার যদি একটি Ration Card থাকে তাহলেই সোনায় সোহাগা।

Advertisement

Instant Ration Card Loan Apply Process.

পেয়ে যাবেন নগদ ১ হাজার টাকা। এমনকি ১ লাখ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণের সুবিধাও। তবে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই বিশেষ প্রকল্প সম্পর্কে। সম্প্রতি ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Odisha CM Naveen Patnaik) গত সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে রাজ্যের সকল রেশন কার্ড গ্রাহকদের (Ration Card Loan) জন্য মোট ২৬ টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে। যার ফলে আমূল বদলে যেতে চলেছে এরপর থেকে সেই সমস্ত মানুষের জীবনধারা।

Advertisement

আমাদের দেশে রেশন কার্ড (Ration Card Loan) সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের সবচেয়ে প্রয়োজনীয় নথিপত্র হয়ে উঠেছে। এটি যেমন একদিকে সরকারি নথিপত্র আর ওপর দিকে এই কার্ডের মাধ্যমে সকলে বিনামূল্যে খাদ্য সামগ্রী (Free Ration Items) পেয়ে থাকেন। আর করোনার সময় থেকে এই Ration Card গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। ওড়িশা রাজ্যের খাদ্য সরবরাহ ও গ্রাহক কল্যাণ মন্ত্রী এদিন অতনু সব্যসাচী নায়ক জানিয়েছেন এই সম্পর্কে।

Instant Ration Card Loan From Government Information

১. প্রত্যেক রেশন কার্ডধারী পরিবারকে প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা দেবে সরকার।
২.যাদের কোনো মাসিক রোজগার নেই এই টাকা তাদের অনেক কাজে আসবে। এই জন্য ৯৫৯.০৫ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানান মন্ত্রী।
৩.রাজ্য বাজেট থেকে মোট ১,২৩৭.৭৪ কোটি টাকা এর একটি তহবিল গঠন করা হয়েছে। খুব শীঘ্রই এই অর্থ সরবরাহ করা হবে মানুষের মধ্যে।
৪. বাজারের দাম বৃদ্ধির কারণে গণবণ্টন ব্যবস্থার সুবিধাভোগী পরিবার গুলি ভোগের জন্য বিভিন্ন আইটেম আনতে অসুবিধার মুখোমুখি হয় (Ration Card Loan).

৫. সেই জন্যে সরকার এক সিদ্ধান্ত নিয়েছে।
৬. যার মাধ্যমে রেশন কার্ড ধারী পরিবার গুলিকে প্রতিদিন ব্যবহারের জন্য ২০ কেজি এবং ১০ কেজি মাল বহনের ক্ষমতা সম্পন্ন পাটের ব্যাগ প্রদান করবে সরকার।
৭. খাদ্যমন্ত্রী জানান যে এজন্য ২৭৮.৬৯ কোটি টাকার খরচা হবে রাজ্যের বাজেট থেকে।
৮. এছাড়াও রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হচ্ছে ‘স্বয়ং’ প্রকল্প।

Advertisement

Ration Card Loan Scheme

জানাও তাই মোট 2 লক্ষ যুবক যুবতীকে ১ লাখ টাকা করে নিয়ে ঋণ (Ration Card Loan) দেবে সরকার (Government Of Odisha). যে ঋন সম্পূর্ণ বিনা সুদে পাবেন তারা। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হল যারা নিজের ব্যবসা শুরু করতে চাইছেন বা বর্তমান ব্যবসাকে আরো দাঁড় করাতে চাইছেন, তাদেরকে আর্থিক সাপোর্ট দেওয়া। ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত বয়সের ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন। মোট দুবছর পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে।

Personal Loan VS Credit Card (পার্সোনাল লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটি ভালো)

এই সময়কালের মধ্যে রাজ্য তহবিল থেকে মোট 672 কোটি টাকা খরচ হবে বলে জানান মন্ত্রী। Ration Card Loan পাওয়ার জন্য কোন প্রসেসিং চার্জ লাগবে না। ঋণ পরিশোধের মেয়াদ থাকবে চার বছর। যার মধ্যে নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩-৬ ছয় মাসের একটি স্থগিত পিরিয়ড রাখা হবে সুবিধার জন্য। মন্ত্রিসভার বৈঠকে সেদিন রাজ্যের মৎস্যজীবী কল্যাণ যোজনার কথাও তোলা হয় (Ration Card Loan In Odisha).

দেশের 40 কোটি জনগণকে টাকা দেবে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গের মানুষ এইভাবে আবেদন করুন।

রাজ্যের মৎস্যের উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবন যাপন দুটিকেই উন্নত করার জন্য এই প্রকল্পে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে মোট ১১ হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং ১ লক্ষেরও বেশি মৎস্যজীবী পরোক্ষভাবে জীবিকা নির্বাহের সুযোগ পাবেন। প্রকল্প (Ration Card Loan) চালিয়ে যেতে রাজ্যের বাজেট থেকে মোট খরচ হবে ৪৪৮ কোটি টাকা।
Written by Nabadip Saha.

একাউন্টে টাকা না থাকলেও 5 লক্ষ টাকা পাবেন। আবেদন করলেই পাওয়া যাবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment