Loan On Aadhaar Card – আধার কার্ড গ্রাহকদের সুখবর। টাকার দরকার হলেই টাকা দিচ্ছে ব্যাংক। 5 মিনিটে ব্যাংক একাউন্টে ঢুকবে।

আর পোহাতে হবে না ঝক্কি। এবার থেকে ৫ মিনিটেই পাওয়া যাবে যে কোনো ধরনের লোন (Loan On Aadhaar Card). তাও আবার একদম কম সুদে এবং নির্দিষ্ট সময়ের মেয়াদে। লোন পাওয়ার প্রক্রিয়া হয়ে গেল আরো সহজ। যদি আপনার আধার কার্ড (Aadhaar Card Loan) থাকে, ব্যাংক থেকে তবে এখন পাওয়া কোন ব্যাপারই নয়। কেন্দ্রীয় সরকার (Government Of India) মারফত এমনই উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে।

Advertisement

Loan On Aadhaar Card Online Apply Process.

দেশের নির্দিষ্ট ব্যাংক গুলিতে এই সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। আপনার যদি কোন কারণে লোন (Loan On Aadhaar Card) নেওয়ার দরকার পড়ে, তবে তার আগে অবশ্যই জেনে রাখুন রিজার্ভ ব্যাংকের এই নতুন নিয়ম। নাহলে মিস করবেন বড় সুবিধা। এই সম্পর্কে আগে আরও বিস্তারিত জানিয়ে দেওয়া হল।

Advertisement

Loan On Aadhaar Card Benefits

ভারতের নাগরিক হতে গেলে আধার কার্ড থাকা আবশ্যক। নইলে মিলবে না কোনো সরকারি সুবিধা। এতদিন আমরা দেখে এসেছি আধার কার্ড কেবল পরিচয়ের প্রমাণ হিসেবেই ব্যবহৃত হয়। কিন্তু এই নথি যে হঠাৎ প্রয়োজনে আপনাকে টাকাও জোগাতে পারে সে কথা নিশ্চয়ই জানতেন না। তবে জেনে রাখুন আধার কার্ডের মাধ্যমে লোন (Loan On Aadhaar Card) পাওয়া খুব সহজ। অতি দ্রুত এই লোন পাওয়া যায়।

সুদের হার (Loan Interest Rate) একদম কম। আর সবচেয়ে বড় কথা এর জন্য আপনাকে ব্যাংকে গিয়ে ধর্ণা দিতে হবে না। অনলাইনে আবেদনের সুবিধা রয়েছে। নগদ ৫০ হাজার টাকা পর্যন্ত লোন (50K Loan On Aadhaar Card) আপনি এইভাবে নিতে পারেন। আর দেশের কয়েকটা ব্যাংকের তরফেই এই ঋণ (Loan) দেওয়া হয়ে থাকে। সেই ব্যাংক গুলো সম্পর্কে জেনে নিন।

Which Banks Give Loan On Aadhaar Card?

১. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India).
২. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank).
৩. কোটাক মাহিন্দ্রা ব্যাংক (Kotak Mahindra Bank).
৪. অ্যাক্সিস ব্যাংক (Axis Bank).
৫. এইচডিএফসি ব্যাংক (HDFC Bank).
৬. বন্ধন ব্যাংক (Bandhan Bank).

Advertisement

Loan On Aadhaar Card Apply Eligibility

১. Loan On Aadhaar Card নিতে গেলে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৬০ বছরের মধ্যে।
২. ব্যক্তির ব্যাংক একাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক করা থাকতে হবে।
৩. নূন্যতম ১৫০০০ টাকা মাসিক স্থায়ী ইনকাম থাকতে হবে।
৪. ব্যক্তির কোনো বকেয়া ঋন ব্যাংকে থাকা চলবে না।
৫. লোন গ্রহীতার সিবিল স্কোর (CIBIL Score) ৭৫০ বা তার বেশি হতে হবে।

Loan On Aadhaar Card Online Apply Process

১. উপরের যে ব্যাংকে আপনার একাউন্ট আছে প্রথমে তার অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করে নিন।
২. হোম পেজের ওপর ‘Personal Loan’ অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
৩. কয়েকটি সাব ক্যাটাগরি লেখাবে। Home Loan, Car Loan, Education Loan, Business Loan ইত্যাদি। নিজের প্রয়োজন মত একটিতে ক্লিক করুন।

৪. লোনের আবেদনপত্র স্ক্রিনে লোড হবে। আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি ব্যক্তিগত তথ্য উল্লেখ করুন।
৫. লোনের অ্যামাউন্ট ও মেয়াদ নির্বাচন করুন।
৬. নিজের আধার নম্বর, প্যান নম্বর ইত্যাদি এন্টার করুন।
৭. প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন।

CIBIL Score - কম সুদে Bank Loan

৮. Submit বাটন প্রেস করুন। এরপর আপনার ডকুমেন্টস ব্যাংক যাচাই করা হবে।
৯. যদি সমস্ত শর্ত আপনি পূরণ করে থাকেন, তবে ফোনে লোনের Confirmation এসএমএস পাঠানো হবে।
১০. এরপর ৫ মিনিটে লোনের টাকা সরাসরি আপনার ব্যাংক একাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। লোনের সমস্ত প্রমাণগুলি যত্ন করে রেখে দিন।

ভোটের মুখে নগদ 3000 টাকা পাবেন। এই বিশেষ কার্ড থাকলেই হবে।

Loan On Aadhaar Card Apply Documents

১. পাসপোর্ট সাইজের ছবি।
২. আধার কার্ড।
৩. প্যান কার্ড।
৪. মোবাইল নম্বর।
৫. ইনকামের প্রমাণ।
৬. ব্যাংকের পাস বই।
Written by Nabadip Saha.

40 কোটি দেশবাসীকে টাকা দেবে কেন্দ্র সরকার। এইভাবে আবেদন করলেই পাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment