Jio Recharge – মাত্র 30 টাকায় আনলিমিটেড ইন্টারনেট, Netflix, Amazon Prime, 500 TV চ্যানেল। ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে বাম্পার অফার।

বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ টেলিকম কোম্পানি হল রিলায়েন্স জিও (Reliance Jio Recharge). আমরা বহু মানুষই এই কোম্পানির Jio SIM Card, JIO WiFi, Jio Air Fiber ইত্যাদি ব্যবহার করে থাকি। এই সকল গ্রাহকদের জন্য আজ সুখবর। আর নয় ২০০ টাকা, মাত্র ৩০ টাকা দিয়ে এরপর করতে হবে রিচার্জ। তাহলেই পাবেন আনলিমিটেড কলিং, ডেটা, এমনকি OTT App Subscription. সামনেই আসছে ভ্যালেন্টাইনস ডে (Valentines Day 2024) তথা সরস্বতী পুজো (Saraswati Puja 2024).

Advertisement

Jio Recharge Offer With Unlimited Benefits.

আমরা জানি বিভিন্ন উৎসব উপলক্ষে এই কোম্পানি নানা ধরনের অফার চালু করে। যেমন এই কদিন আগে রিপাবলিক ডে উপলক্ষে ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছিল। সেই রকমই আগামী ১৪ই ফেব্রুয়ারি উপলক্ষে এবার এই সস্তা রিচার্জ (Jio Recharge) এর সুবিধা দিচ্ছে কোম্পানি। যদি নিতে ইচ্ছুক থাকেন তবে এক্ষুনি বিস্তারিত পড়ে জেনে নিন। আমরা বেশিরভাগই জিও কোম্পানির সিম কার্ড ব্যবহার করে থাকি।

Advertisement

কিন্তু জানেন কি সিম কার্ড এর চেয়ে জিওর এয়ার ফাইবারে সুবিধা বেশি? কারণ এটি একদিকে যেমন আপনার ইন্টারনেটের গতি বাড়ায় তেমনি অন্যদিকে Jio Recharge দামও অনেক সস্তা করে। দৈনিক ২০ থেকে ৩০ টাকা নামের মধ্যে আপনি ইন্টারনেটের সমস্ত সুবিধা পাবেন। আনলিমিটেড ডেটা থেকে শুরু করে বিনামূল্যে Amazon Prime, Netflix OTT Subscription ও আরো অনেক কিছু। তবে আর দেরি না করে তাড়াতাড়ি জেনে নেওয়া যাক Jio Recharge সম্পর্কে।

আরও পড়ুন, ১০০০০ টাকা দিচ্ছে কেন্দ্রের এই স্কিমে আবেদন করতে ক্লিক করুন।

JIO Air Fiber

বর্তমান কালে বিশ্বে 5G Network আগমন ঘটেছে। আমাদের দেশেও এই নেটওয়ার্ক অত্যন্ত জনপ্রিয়। কারণ এই নেটওয়ার্কের Ultra High Speed Internet পরিষেবা অত্যন্ত দ্রুততার সঙ্গে অনলাইন কাজ গুলিকে সম্পন্ন করে। এই নেটওয়ার্কের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে নতুন এই জিও এয়ার ফাইবার। মূলত এটি হল একটি ওয়ারলেস ইন্টারনেট পরিষেবা ডিভাইস (Jio Recharge).

এর আগে যে জিও ফাইবার (JIO Fiber) অনেকে ব্যবহার করতেন সে গুলি কেবিল দ্বারা সংযুক্ত করতে হতো। কিন্তু এখানে সম্পূর্ণ ব্যবস্থাটি ওয়ারলেস কমিউনিকেশন পদ্ধতিতে হবে। পাশাপাশি ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার করার কারণে আপনার বাড়ি হোক কিংবা অফিস যে কোন স্থানে আলট্রা হাই স্পিডে ইন্টারনেট পরিষেবা আপনি ব্যবহার করতে পারবেন (Jio Recharge).

Advertisement
JIO Recharge Offer (জিও রিচার্জ প্ল্যান)

599 Rupees Jio Recharge For Air Fiber

জিওর এয়ার ফাইবারে ৫৯৯ টাকা দিয়ে রিচার্জ করা যায়। তাহলে আপনি পেয়ে যান নিম্নলিখিত সুবিধা গুলি, মিনিমাম ৩০ এমবিপিএস স্পিডের সঙ্গে মোট 1000 GB Data, ১৩ টির বেশি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন, আর ৫০০ র বেশি টিভি চ্যানেলের (TV Channel) সুবিধা। এই সমস্ত পরিষেবা আপনার উপলব্ধ থাকবে ৩০ দিন পর্যন্ত। এই Jio Recharge করাতে গেলে আপনাকে আলাদা করে GST চার্জ দিতে হয়।

বাজেটে বড় ঘোষণা। 11 কোটি মানুষ পাবে 1 লাখ টাকা করে। স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে আবেদন করুন।

কিন্তু বার্ষিক প্ল্যানে এই রকম কোন চার্জ নেই। এর সঙ্গে আপনি যদি নতুন কানেকশন নিয়ে থাকেন সেক্ষেত্রে এক থোক টাকা ডিপোজিট করতে হয় কোম্পানিকে। আউটডোর ইনস্টলেশন এর জন্য এই চার্জ ১০০০ টাকা। কিন্তু এই খরচের পরে এই সকল সুবিধা পাওয়া গেলে সকলেরই এই পরিষেবা উপভোগ করতে ইচ্ছে করবে। তাহলে আপনারা কবে Jio Air Fiber এর পরিষেবা নেওয়া শুরু করছেন?
Written by Nabadip Saha.

একাউন্টে 3000 টাকা দিচ্ছে মোদী সরকার। এই কার্ডটি বানালেই পাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment