Madhymik Result 2023 – প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট 2023, প্রথম দশে কারা? রেজাল্ট দেখতে ক্লিক করুন।

কিভাবে চেক করবেন Madhymik Result 2023, মাধ্যমিক রেজাল্ট 2023?

দীর্ঘ প্রতীক্ষার অবসান Madhymik Result 2023 প্রকাশিত হলো। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৭৫ দিনের মাথায় মাধ্যমিক রেজাল্ট 2023 প্রকাশিত হলো। তবে ফলাফল প্রকাশের নিয়মে একটু পরিবর্তন আনা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, আজ সকাল ১০ টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করেন।

Advertisement

আজ দুপুর ১২টা থেকে এসএমএস এবং অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট 2023 জানতে পারবেন পরীক্ষার্থীরা। অর্থাৎ অন্যান্য বারের তুলনায় এবছর পরীক্ষার্থীদের রেজাল্ট জানতে হলে আরো বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। পাশাপাশি পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটে কী কোনো বদল আনা হচ্ছে? জানতে প্রতিবেদনটি বিশদে পড়ুন। গত ২৩ ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছিল WBBSE পরীক্ষা। ৪ মার্চ শেষ হয়েছে পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লাখ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্ষদের তরফে একাধিক নিরাপত্তা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

Advertisement

পরীক্ষাকেন্দ্রে ন্যূনতম তিনটি সিসিটিভি বসানো থেকে শুরু করে বিশেষ অ্যাপের ব্যবস্থা করেছিল পর্ষদ। পরীক্ষার দিনগুলির নিয়মিত আপডেট ওই অ্যাপের মাধ্যমেই নিতো পর্ষদ। এই কার্য ভালোভাবে পরিচালনা করার জন্য প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের পর্ষদের পক্ষ থেকে প্রশিক্ষণও দেওয়া হয়েছিল।
চলতি বছরেও প্রথম ১০ এর তালিকায় স্থান পাওয়া পড়ুয়াদের নাম ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি। সঙ্গে গ্রেড এবং বিষয়ভিত্তিক নম্বরও জানানো হবে।

উল্লেখ্য, মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটে কী বদল আনা হচ্ছে?
পর্ষদ সূত্রে খবর, ভুয়ো মার্কশিট বা সার্টিফিকেটের অভিযোগ যাতে না আসে, সেই কারণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এবারের মাধ্যমিক সার্টিফিকেট এর ক্ষেত্রেও QR কোড ব্যবহার করা হয়েছে। আজকেই পড়ুয়ারা নিজ নিজ বিদ্যালয় থেকে মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন। তার আগে বেলা ১২ টা থেকে অনলাইনে রেজাল্ট চেক করবেন পরীক্ষার্থীরা। Madhymik Result 2023 এর জন্য অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।

Madhymik Result 2023

অফিশিয়াল ওয়েবসাইট লিংক-
১) http://wbbse.org
২) http://wbresults.nic.in
৩) http://www.wbbse.wb.gov.in

Advertisement

এবারেরমাধ্যমিক রেজাল্ট 2023

এবারের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৮.১৫% যা গত বছর ছিলো ৮৮.৬০%.
এবারের পরীক্ষায় ২২% ছাত্রী বেশি। CWSN বা PH পরীক্ষার্থীর পাশের হার ৮৮%.
এবারের পরীক্ষায় মেধা তালিকায় ১৬টি জেলা থেকে ১১৮ জন প্রথম দশে রয়েছে।
এবং প্রথম দশে সবচেয়ে বেশি মালদার পরীক্ষার্থী। মালদা থেকে ২১ জন প্রথম দশে রয়েছে। তবে প্রথম দশে কলকাতার কেউ নেই।

প্রথম স্থানে ১ জন, দ্বিতীয় স্থানে দ্বিতীয় ২ জন, তৃতীয় ৬ জন।
মাধ্যমিকে প্রথম হয়েছে, দেবদত্ত মাঝী (৬৯৭), পূর্ব বর্ধমান জেলার।
মাধ্যমিকে দ্বিতীয় সুভম পাল, বর্ধমান জেলার এবং রিফাত হাসান সরকার, মালদা (৬৯১).
তৃতীয় অর্ক মণ্ডল উত্তর ২৪ পরগনা, সৌমদ্বীপ মল্লিক উত্তর ২৪ পরগনা, সরবার ইমতিয়াজ, মাহির হাসান, স্বরাজ পাল, অর্ঘদীপ সাহা চার জনই মালদার রামকৃষ্ণ মিশন মালদার ছাত্র।

এই লিংক ওপেন করে মাধ্যমিকের রেজাল্ট দেখার লিংকে ক্লিক করতে হবে। login করার জন্য প্রয়োজনীয় তথ্য (পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে। সেখানে পরীক্ষায় পাওয়া প্রাপ্ত নম্বরের উল্লেখ থাকবে। শেষে ফলাফল প্রিন্ট আউট করে নিতে হবে।
রেজাল্ট সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment