ROPA তে ভুল, পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরানোর নির্দেশ, মহা বিপাকে সাধারন শিক্ষকেরা।

বেতন ফিরিয়ে দিতে হবে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের। রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, স্কুলের প্রধান শিক্ষকদের যত শীঘ্র সম্ভব অতিরিক্ত বেতন ফিরিয়ে দিতে হবে। ২ মে এক সিদ্ধান্তের উপর ভিত্তি করে এই অতিরিক্ত বেতন ফেরানোর নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisement

বেতন ফিরিয়ে দিতে হবে শীঘ্রই, জরুরি নির্দেশ জারি সরকারের।

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের ওই নির্দেশিকায় Salary ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মাধ্যমিক স্কুলের শিক্ষকরা ২০১৯ সালে রোপা (Revision of Pay and Allowance) চালু হওয়ার আগে নিজেদের Salary র সঙ্গে একটি অতিরিক্ত বেতন পেতেন। যেখানে ৩ শতাংশ অতিরিক্ত ভাতা পাওয়া যেত। উচ্চ মাধ্যমিক স্তরে প্রধান শিক্ষকরা বর্ধিত বেতনের সঙ্গে মাসে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত পেতেন।

Advertisement

এরপর সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন চালু হয়। তার ফলে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের ওই অতিরিক্ত Salary বন্ধ হয়ে যায়। রোপা চালু হওয়ার পর ২০২০ সালের জানুয়ারি মাসে এই পে কমিশন (Pay Commission) চালু হয়েছিল।

কিন্তু বর্তমানে শিক্ষা দপ্তর জানতে পেরেছে বহু স্কুলের প্রধান শিক্ষকরা সরকারি নিয়ম না মেনে অতিরিক্ত Salary এবং ভাতা নিয়েছেন। তাই প্রথমে ২ মে এবং তারপরে ১৩ই অক্টোবর স্কুলের প্রধান শিক্ষকদের ওই অতিরিক্ত Salary ফেরানোর জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।

6 বছর পর ফের নোট বাতিল, টাকা পাল্টানোর হুড়োহুড়ি, কি নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক, RBI.

এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষা কর্মী সমিতির পক্ষ থেকে বলা হয়, স্কুলের প্রধান শিক্ষকদের প্রায় ২৪ ঘন্টা কাজ করতে হয়। তারপরে যদি প্রধান শিক্ষকরা কিছু না পান তাহলে কাজের ক্ষেত্রে আগ্রহ পাবেন কিভাবে? প্রধান শিক্ষকদের অতিরিক্ত Salary দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট নীতি সরকারের গ্রহণ করা উচিত।

Advertisement

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতন Salary ও পেনশন নিয়ে নবান্নের বিজ্ঞপ্তি, না মানলে অর্থ দপ্তরের আইনভঙ্গ

এক্ষেত্রে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি বলেন, স্কুলের প্রধান শিক্ষকদের কখনোই সরকারি নির্দেশ উপেক্ষা করে অতিরিক্ত Salary নেওয়া উচিত নয়। শিক্ষা দপ্তর তাই প্রধান শিক্ষকদের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শীঘ্রই কার্যকর করা উচিত।
Written by Rajib Ghosh.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment