গরমের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও ছুটিতে, তবে রয়েছে একটি নির্দেশ, সেটা কি?
গরমের ছুটি ঘোষণা হয়ে গেল সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে। রবিবার এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আজ সোমবার ১৭ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই গরমের কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্য জুড়ে তাপপ্রবাহ চলছে। ৪০ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করছে তাপমাত্রা। ফলে ঘরের ভিতরে বসে থেকেও স্বস্তি নেই। দিন শুরু হওয়ার সাথে সাথে যত বেলা গড়াচ্ছে ততই যেন গরম তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে সবথেকে বেশি কষ্ট ছোট ছোট পড়ুয়া এবং বৃদ্ধদের। কারণ তাদের নিয়ম করে স্কুলে যাওয়ার কারণে গরমের মধ্যে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
আর তাই গরমের ছুটি এগিয়ে আনার জন্য এর আগেই সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল। সাধারণত নিয়মানুযায়ী ২৪ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু অতদিন দেরি করা আর সম্ভব নয়। কারণ যেভাবে হাওয়া অফিস জানাচ্ছে, আরো বেশ কিছুদিন এই তাপপ্রবাহ চলবে। ফলে এক্ষুনি সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গরমের ছুটি ঘোষণা করে দেওয়া দরকার। আর সেই দিকে নজর দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আগামী সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল কলেজে ছুটি থাকবে।
আকাশে মেঘ জমা শুরু, বৃষ্টি কবে হবে? আবহাওয়া দফতরের বিরাট আপডেট।
এই ব্যাপারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও ছুটি রাখার জন্য তিনি আবেদন জানান। সাধারণ মানুষের জন্য কিছু করতে হবে বলে জানিয়েছেন মমতা। তীব্র গরমের জন্য নাজেহাল অবস্থা। এতোটুকু বৃষ্টির দেখা নেই। রীতিমতো রাজ্যজুড়ে লু বইছে। আরো বেশ কয়েকদিন একই রকম অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেশ কয়েকদিন তাপপ্রবাহ চলতে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গরম একই রকম থাকবে।
তবে দার্জিলিং এবং কালিম্পং এই দুই পাহাড়ি এলাকার স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। রাজ্যের বাকি অংশের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে বিকাশ ভবন ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৭ ই এপ্রিল সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে।
দুই টাকার এই পুরাতন কয়েন বিক্রি করে কামান লক্ষাধিক টাকা, জানুন কীভাবে?
পড়ুয়াদের সঙ্গে শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীরাও ছুটিতে থাকবেন। তবে স্কুল খোলার সঙ্গে সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব নিয়ে অতিরিক্ত ক্লাস করতে হবে। তাড়াতাড়ি ছুটি দেওয়ার কারণে পড়াশুনার ক্ষেত্রে যে অভাব তৈরি হবে তা পূরণ করার জন্য স্কুল খোলার সঙ্গে সঙ্গেই অতিরিক্ত ক্লাস করে সেই অভাব পূরণ করতে হবে। এই বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও এই ছুটির ব্যাপারে নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষদের কাছেও রাজ্য সরকারের তরফে নির্দেশ পৌঁছে গিয়েছে।
এছাড়া মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের সামার প্রজেক্ট দেওয়া হয়েছে, সেগুলো করতে হবে। শিক্ষক শিক্ষিকা চাইলে অনলাইন ক্লাস করাতে পারেন। এছাড়া যেসমস্ত স্কুলে প্রথম পার্বিক মূল্যায়ন সম্পন্ন হয়েছে, সেই রেজাল্ট স্কুল খুললেই প্রকাশ করতে হবে।
Written by Rajib Ghosh.