Advertisement
West Bengal SSC teacher recruitment board 2022
Advertisement

West Bengal SSC : কোন পদ্ধতিতে এবার শিক্ষক নিয়োগ ? কী পরিবর্তন ? জেনে নিন একনজরে

গত 7 বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগের (West Bengal SSC Recruitment) বিজ্ঞপ্তি বের হয়নি (teacher recruitment board)। তার ফলে বিপুলসংখ্যক শিক্ষকদের শূন্য পদ তৈরি হয়েছে। তবে এবার রাজ্য সরকার মাধ্যমিক (Madhyamik) এবং উচ্চ মাধ্যমিক (Higher Secondary) স্তরে 20 হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Advertisement

দীর্ঘদিন ধরেই রাজ্যে শিক্ষক নিয়োগ (West Bengal SSC) না হওয়ার কারণে এত বেশিসংখ্যক শূন্যপদ তৈরি হয়েছে। এখনো পর্যন্ত জানা গিয়েছে, নবম-দশম স্তরে 14 হাজার শূন্যপদ তৈরি হয়েছে। পাশাপাশি একাদশ-দ্বাদশ স্তরে 6 হাজারের মতো শূন্যপদ হয়েছে। দুটো স্তর মিলিয়ে মোট 20 হাজার শূন্যপদ তৈরি হয়েছে।

Advertisement

WBSSC Teacher Recruitment Board

খুব শীঘ্রই স্কুল শিক্ষা দপ্তর এর পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হবে। তবে এর আগে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতি এবং অস্বচ্ছতার একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার রাজ্য সরকার (State Government) সেই বিষয়ে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে। West Bengal SSC

Advertisement

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি এবং অস্বচ্ছতার অভিযোগ যাতে আর না হয় তাই নিয়োগ নিয়মে রাজ্য পরিবর্তন আনছে। স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) পক্ষ থেকে সেই নতুন নিয়ম তৈরীর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। West Bengal SSC

এবার দেখে নেওয়া যাক, এক নজরে শিক্ষক নিয়োগের সেই সমস্ত নতুন নিয়মাবলী:
1. স্কুল সার্ভিস কমিশন (SSC) এবার নেট (Net) সেটের(Set) ধাঁচে শিক্ষক নিয়োগ করবে।
2. সমস্ত পরীক্ষা OMR শিটে নেওয়া হবে। প্রিলিমিনারি (Preliminary) পরীক্ষা হবে 100 নম্বরের। সেই পরীক্ষাও OMR শিটে নেওয়া হবে। West Bengal SSC teacher recruitment board

EK24 News

3. কাউন্সেলিং প্রক্রিয়ার ক্ষেত্রে বদল আনা হচ্ছে।
4. চাকরি প্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলেই সাবজেক্টের পরীক্ষা দিতে পারবেন। সেই সাবজেক্ট এর পরীক্ষাও OMR শিটে নেওয়া হবে। সেই পরীক্ষা 100 নম্বরের হবে।
5. এবার অ্যাকাডেমী নম্বর ফিরে আসছে। নিয়োগ প্রক্রিয়ায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরের প্রাপ্ত নম্বর দেখা হবে। West Bengal SSC

Advertisement

6. 2020 সালের যে আইন মেনে স্কুল সার্ভিস কমিশন (SSC) সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করেছিল। এবার সেই আইনের পরিবর্তন করে ইন্টারভিউ ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। 10 নম্বরের ইন্টারভিউ হবে।
7. চাকরিপ্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কিভাবে ক্লাস নিতে হবে, সেটা ছাত্র-ছাত্রীদের ক্লাস রুমে গিয়ে দেখাতে হবে। তার জন্যেও বিশেষ নম্বর বরাদ্দ থাকবে বলে জানা গিয়েছে।

আরো পড়ুন, পোষ্ট অফিসে নতুন করে ১৯৬৩টি শূন্যপদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, জলদি আবেদন করুন।

8. পরিবর্তন আসছে কাউন্সেলিং (Counselling) প্রক্রিয়ায়। শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিভাবে স্কুল বাছাই করবেন চাকরিপ্রার্থীরা এসএসসি এবার তার নিয়মেও বদল আনছে।
কমিশন 10 থেকে 12 দিনের মধ্যে সম্পূর্ণ নিয়োগ সংক্রান্ত আইন চূড়ান্ত করে স্কুল শিক্ষা দপ্তরের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠাবে। এই অনুমোদন হয়ে গেলেই কমিশন সেটা বিজ্ঞপ্তি আকারে জানাবে বলেই জানা গিয়েছে।
Written By Rajib Ghosh

নামী সংবাদ সংস্থায় পার্ট টাইম কর্মী নিয়োগ, অনলাইনে বাড়িতে বসে কাজ, আবেদন করতে ক্লিক করুন

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement