Advertisement
West Bengal School Reopen
Advertisement

West Bengal School Reopen – রাজ্যে ফের স্কুল বন্ধ হওয়ার আশংকা।

সবেমাত্র গরমের ছুটি শেষ হয়ে ৪ দিন হলো স্কুল খুলেছে (West Bengal School Reopen), আর এরই মধ্যে ফের স্কুল বন্ধ হওয়ার আশংকা তৈরী হলো। ইতিমধ্যেই শিক্ষা দপ্তরে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে, আর তার সাথে রয়েছে পর্যবেক্ষণ। কি জানা গেল, রইলো বিস্তারিত।

Advertisement

২০২০ সালের শুরু থেকেই দেশব্যাপি অতিমারীর প্রভাব। শুধুমাত্র ব্যবসায় নয়, ক্ষতির মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থাও। প্রায় দুই বছর বন্ধ রাখা হয়েছিল রাজ্যের স্কুলগুলি। তাই অনলাইনেই শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। সবেমাত্র গরমের ছুটি কাটিয়ে স্কুলে যেতে শুরু করেছে (West Bengal School Reopen) পড়ুয়ারা। আবারো কি বন্ধ হতে চলেছে স্কুল?

Advertisement

প্রসঙ্গত, ক’রোনার প্রভাব যে একেবারেই কমে গেছে তা নয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, পশ্চিমবঙ্গে আবারো বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন প্রায় ১৫০০ এর কাছাকাছি। একদিনের হিসেব করলে সংখ্যাটা নেহাতই কম না। সেই হিসেবে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের।

Advertisement

একের পর এক পরিস্থিতি। যার জেরে আদতে ক্ষতিগ্রস্থ হচ্ছে পড়ুয়াদেরই ভবিষ্যত। প্রথমে অতিমারীর প্রভাবে পড়ুয়ারা যাতে অসুস্থ না হয়েছে পড়ে, তার জন্য বন্ধ রাখা হয়েছিল সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রেখে অনলাইনে ক্লাস করানো হলেও সকল পড়ুয়াই কি সেই সুবিধা নিতে পেরেছেন? তারপর যদিও স্কুল-কলেজ খোলা হল, এরপর নেওয়া হল অফলাইনে পরীক্ষা। (West Bengal School Reopen)

আজ থেকে সারা দেশে কার্যকর হলো নয়টি ক্ষেত্রে বড়সড় নিয়ম, জানুন এখনই।

এরপর আবার গরমের কারনে দুই মাস স্কুল বন্ধ রাখা হয়। ক্লাসে গিয়ে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার শিকার হচ্ছেন শিক্ষকেরা। বড় ক্লাসের পড়ুয়ারা নিজের নাম পর্যন্ত লেখা ভুলে গেছে। ক্লাস ফাইভে যোগ বিয়োগ শেখাতে হচ্ছে। এই পরিস্থিতিতে সংক্রমণ বাড়লে ফের স্কুল বন্ধ করা ছাড়া উপায় থাকবে না, জানিয়েছে শিক্ষা দপ্তর।

EK24 News

এ বছর মাধ্যমিকের উত্তরপত্র দেখতে গিয়েও নানা রকম অভিজ্ঞতা সম্মুখীন হতে হয়েছিল পরীক্ষকদের। এর কারণ হিসেবে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, যেহেতু অনেকদিন স্কুলগুলি বন্ধ রাখা হয়েছিল তাই পড়াশোনার সাথে দীর্ঘদিন সম্পর্ক রাখা হয়নি পড়ুয়াদের। এরপর আবারও দীর্ঘদিন গরমের ছুটির নির্দেশিকা। (West Bengal School Reopen)

Advertisement

যদিও গত সোমবার (২৭ জুন) থেকে চালু হয়েছে স্কুল (West Bengal School Reopen). আবারও সংক্রমনের বাড়বাড়ন্তের জেরে বন্ধ হতে পারে স্কুল, আশঙ্কা বিভিন্ন মহলের। সুত্রের খবর, দৈনিক আক্রান্তের সংখ্যা ২০০০ পেরোলেই ফের স্কুল বন্ধ করতে বাধ্য হবে প্রশাসন। যদিও সরকারী ভাবে এখনই মুখ খুলতে নারাজ শিক্ষা দপ্তরের কর্তারা।

বাংলার শিক্ষকদের ঘোর অপমান, দেখুন কি নির্দেশ এলো।

এ বিষয়ে আপনাদের কোন মতামত থাকলে তা ওয়েবসাইটের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

জুলাই মাসে 14 দিন ব্যাংক বন্ধ, ব্যাংকে যাওয়ার আগে দেখুন ছুটির তালিকা।

Advertisement
Advertisement
118 thoughts on “West Bengal School Reopen – পশ্চিমবঙ্গে ফের বন্ধ হতে চলেছে স্কুল, সীমা বেধে দিলো শিক্ষা দপ্তর।”
  1. এটা পুরোটাই সরকারের পরিকল্পনা। আমরা সকলে চাই আর যেন স্কুল বন্ধ না করা হয়।

    1. পুরোটাই চক্রান্ত। এবার আমাদের পথে নেমে প্রতিবাদ করতে হবে।

    2. Eta ki chyangrami hochhe?? Sob oshikhhitor dol godite bose sudhu vote gunche aar bachha gulor bhobisyot sesh korche. Onek hoyeche. Sadharon manusher sentiment niye chelekhela bondho hok.

  2. স্কুল খোলাই থাকাটা জরুরি কারণ এতো দিন স্কুল বন্ধ থাকাই পড়াশোনার খুব বেশি ক্ষতি হয়েছে…….. যদি একান্তই করনা বাড়ে তাহলে ছাত্রছাত্রীরা মাষ্ক পরে স্কুলে আসবে।

    1. একদম ঠিক এবার যদি স্কুল বন্ধ হয় তাহলে আর ছাত্রছাত্রীদের পড়াশোনা উঠেই যাবে দেশে শিক্ষা ব্যবস্থার কাঠামো দুর্বল হয়ে পরবে

    2. ছাএছাত্রীদের ভবিষ্যত অনিশ্চিত।সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করে এগুতে হবে। নতুবা ছাএছাত্রী ক্ষতিগ্ৰ্স্ত হবে।

  3. অনলাইন টিউশনি র কোম্পানি গুলির চাপে, শিক্ষক নিয়োগে ঘাটতি,মিড ডে মিলের অর্থ বাঁচানো, এবং সরকার প্রোষিত বিদ্যালয় এর সংখ্যা কমানোর উদ্দেশ্য ই স্কুল বন্ধ রাখার পরিকল্পনা।

    1. সবসময়ে সব ব্যাপারে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানকেই টার্গেট করেন কেন?

    2. এই মুহূর্তে স্কুল – কলেজ বন্ধ করা উচিত । যেহেতু এখন করোনা – এর সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী । এখন যদি স্কুল – কলেজ বন্ধ না করা হয় , তাহলে মাত্রা ছাড়িয়ে যাবে এই করোনা সংক্রমণের গ্রাফ । তাই সামনের সপ্তাহ থেকে স্কুল – কলেজ বন্ধ করা হোক । অনেক পড়ুয়া আক্রান্ত হচ্ছে । এখন স্কুল – কলেজ বন্ধ করলেই করোনা – এর মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব ।

      1. Bando kora uchit prachur baccha asusto hoe porche r school a porasuna agiea jacche seta asusto bacchara complete korte parchena. Online class hole kono problems hoto na
        Aro valo kore teacher ra o poraye pare r bachara o valo kore lekha gulo complete korte pare.

    3. মুখে না চাপা দিলে অর্থাৎ মাস্ক না পড়লে আপনারা ফাইন করুন তাহলে অনেকটাই রক্ষা পাবে।

  4. Advertisement
  5. স্কুল যখন গরমের ছুটির জন্য বন্ধ ছিল কই তখন তো করোনার বাড় বাড়ন্ত ছিল না এখন হটাৎ সব বেড়ে যাচ্ছে. যা ইচ্ছা তাই না, এরপরই পুজো, তখন করোনা গ্রাফ নিচে নেমে যাবে তাই তো???????. রাজনীতির এই নোংরামো বন্ধ না করলে জনগণ যেদিন মোক্ষম জবাব দেবে সেদিন আসন ধরে রাখতে পারবে তো?????. সব চিকিৎসক, ভাইরওলোজিস্ট বলছেন করোনার বিধি মেনে চললেই হবে. স্কুল, কলেজ যেমন চলছে চলবে, শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কারণ তারা জন্মের পর থেকে vaccinated. জানি এতো চিৎকার তার কানে কেউ পৌঁছে দেবে না, তবু বলবো শিক্ষাকে বাঁচাও, স্কুল বাঁচাও, সরকারি স্কুল কে বাঁচাও, শিশুদের ভবিষৎ নিয়ে খেলা করার অধিকার তাকে কেউ দেয় নি. আর কোনো বাধা মানবো না স্কুল যেতে আমাদের কেউ বিরত করতে পারবে না, বাম সরকার চেয়েছিলো english তুলে দিলো আজ তৃণমূল চাইছে পুরো পাঠক্রম,সরকারি স্কুল তুলে দিতে, এ হেনো লজ্জা কোথায় লুকাবো. তাই ভালো ভালো ছেলে মেয়েরা আরো পড়াশোনা, চাকরি করতে বিদেশের দ্বারস্থ হচ্ছে, এটা ভেবেছে আমাদের সরকার???????. রাজ্যের 98% জনগণ এই সরকারকে ধিক্কার জানাচ্ছে. মমতা ব্যানার্জী হায়, হায়. আমার ছেলে সরকারি স্কুলে পরে, আমার এতো ক্ষমতা নেই তাকে বেসরকারি স্কুলে পড়ানোর, তাহলে আপনারাই বলুন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আমার ছেলে ও আমরা কি দোষ করেছি এই দেশে জন্মগ্রহণ করে, ও সরকারি স্কুলে ভর্তি হয়ে বলুন????? জবাব চাই আপনাদের কাছে. দয়া 🙏🙏করে স্কুল বন্ধ করবেন না, অনেক ক্ষতি হয়ে গেছে আর ক্ষতি করবেন না, একটু চিকিৎসক, ভাইরলোজিস্ট দের কথা গুলো শুনুন. Please 🙏🙏

    1. একদম সঠিক কথা । দয়া করে আর ছেলে মেয়ে গুলোর সর্বনাশ করবেন না

    2. একদম ঠিক বলেছেন। অশিক্ষিত করে রাখলে তবেই রাজনীতি চলবে আর তা না হলে তো শিক্ষিত ছেলে মেয়েরা ভালো-মন্দ বুঝতে পারবে।

    3. আমরা আজ খুব অসহায়। ভিড় এড়ানোর জন্য একদিন ছাড়া ছাড়া স্কুলে ছাত্র ছাত্রীরা যাক। অলটারনেট ডে তে পঞ্চাশ শতাংশ ছাত্র ছাত্রী যাক। ক্লাসের সময় সীমা বাড়ানো হোক।

    4. করোনা একটা মিডিয়া কে দিয়ে সাজানো গোছানো প্রোপাগান্ডা।এই অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষা কে বেসরকারী করতে চাইছে।

    5. Bus,train a gadagadi vir,no social distance ,no sanitizing. Michil meeting ,dhormiyo somabesh ,pujo prangone thalatheli vir eate covid r voi nei ,joto voi schooler poruara
      jara sobkichu covid r precaution nieo covid barbe ei dharona niye abar school bondher torjor cholche.school bondho korar aage egulo nieo ektu vabna chinta korun.

    6. করোনা বিধি মেনে চলাটাই জরুরী। স্কুল কলেজ সহ সর্বত্র করোনা বিধি মেনে চলার ব্যবস্থা নিলেই যথেষ্ট। স্কুল কলেজ নিয়ে ছিনিমিনি খেলা করা মোটেই কাম্য নয়। শিক্ষা ব্যবস্থা কে আর কোন মতে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবেনা। আমার মনে হয় এ ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ ভাবে সব কিছু চালু রেখেই করোনার মোকাবেলা করতে হবে এবং সরকারের উল্টোপাল্টা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে মুখরিত হতে হবে।

    7. স্কুল যখন গরমের ছুটির জন্য বন্ধ ছিল কই তখন তো করোনার বাড় বাড়ন্ত ছিল না এখন হটাৎ সব বেড়ে যাচ্ছে. যা ইচ্ছা তাই না, এরপরই পুজো, তখন করোনা গ্রাফ নিচে নেমে যাবে তাই তো???????. রাজনীতির এই নোংরামো বন্ধ না করলে জনগণ যেদিন মোক্ষম জবাব দেবে সেদিন আসন ধরে রাখতে পারবে তো?????. সব চিকিৎসক, ভাইরওলোজিস্ট বলছেন করোনার বিধি মেনে চললেই হবে. স্কুল, কলেজ যেমন চলছে চলবে, শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কারণ তারা জন্মের পর থেকে vaccinated. জানি এতো চিৎকার তার কানে কেউ পৌঁছে দেবে না, তবু বলবো শিক্ষাকে বাঁচাও, স্কুল বাঁচাও, সরকারি স্কুল কে বাঁচাও, শিশুদের ভবিষৎ নিয়ে খেলা করার অধিকার তাকে কেউ দেয় নি. আর কোনো বাধা মানবো না স্কুল যেতে আমাদের কেউ বিরত করতে পারবে না, বাম সরকার চেয়েছিলো english তুলে দিলো আজ তৃণমূল চাইছে পুরো পাঠক্রম,সরকারি স্কুল তুলে দিতে, এ হেনো লজ্জা কোথায় লুকাবো. তাই ভালো ভালো ছেলে মেয়েরা আরো পড়াশোনা, চাকরি করতে বিদেশের দ্বারস্থ হচ্ছে, এটা ভেবেছে আমাদের সরকার???????. রাজ্যের 98% জনগণ এই সরকারকে ধিক্কার জানাচ্ছে. মমতা ব্যানার্জী হায়, হায়. আমার ছেলে সরকারি স্কুলে পরে, আমার এতো ক্ষমতা নেই তাকে বেসরকারি স্কুলে পড়ানোর, তাহলে আপনারাই বলুন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আমার ছেলে ও আমরা কি দোষ করেছি এই দেশে জন্মগ্রহণ করে, ও সরকারি স্কুলে ভর্তি হয়ে বলুন????? জবাব চাই আপনাদের কাছে. দয়া 🙏🙏করে স্কুল বন্ধ করবেন না, অনেক ক্ষতি হয়ে গেছে আর ক্ষতি করবেন না, একটু চিকিৎসক, ভাইরলোজিস্ট দের কথা গুলো শুনুন. Please 🙏🙏

    8. করোনা অতিসংক্রমণে বিদ্যালয় বন্ধ ছিল কারণ সেটা করতেই হতো কিন্তু যখন সংক্রমণ কমে গেলো অনেকটাই , জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরলো তখন গরমের ছুটির নাম করে ছুটি না দিয়ে ওই সময় তো বিদ্যালয় খোলা রাখাই যেত ! অথচ সেটা করা হলো না ! আশ্চর্যের বৈকি ۔۔۔۔۔!!!

    9. Ekdom sothik bolechen. Chup kore thaka ke era amader durbolota bhebeche. Ebar sotti protirodh dorkar. Baper jomidari peyeche!

    10. If the pandamic again shows its worst face then we have to shut down the offline mode of school and start online classes.It will be frustrating that is very much sure but a life of a child is much more valuable and we cannot afford to take any risk which endanger their life.

  6. স্কুল তুলে দিন corona পৃথিবী থেকে বিদায় নেবে 🙂💔

    1. Abar school bondho??ek din er notice e school bondho hote pare kintu school khulte pare na..eto din kichu hoy ni.. school khullei sob problem asche..age mask pora badhyota hok…. school bondho korar age r ja ja program cholche saradin dhore seisob bondho hok…onek onek khoti hoyeche r na…🙏

    2. Govt. School gulo sob pvt. Kore dile valo hoy. Karon ai govt school er didimoni r master ra tara carona niye bes chintito.

  7. School bondo Korea online e bassi jor doa u6it abong amon akta education system nea assa u6it ja tea online a sob Korea jay

    1. School bondho na kore rajya e utsob bondho kora uchit…corona eto barche jeneo jayega jayega te eto rath er bhir kiser jonne? Bondho hok ei sob anusthan…chalu thakuk school

    2. Education is the backbone of the society.If you want to kill a nation nuclear bomb is not required, only crush the education system the nation will fall itself. In the name of CORONA/ COVID don’t stop the operation of school colleges.Already lot of damages has been done.To recover from this trauma is still going.
      In the overall interest of the society it is appeal to the Govt. to keep the school / colleges open.

    3. আমার মনে হয় করোনা বেছে বেছে school গুলোকে choose করছে নইলে মেলা, বিয়েবাড়ি, বিভিন্ন অনুষ্ঠান, পুজো, রাজনীতি র meeting – এগুলো হলে করোনা হয় না। আসলে পড়াশোনা করলে কাজ বা চাকরি দিতে হবে কিন্তু তার জন্য টাকা কই? তবে বাকি বিভিন্ন ভান্ডার চালানোর জন্য আমাদের কাছ থেকে নিয়ে আমাদের ই দেওয়া হচ্ছে। ভালো হয় যদি সব school তুলে দেওয়া হয়।। নইলে কত মানুষ রোজগারের অনেকটা অংশ school এর fees, tution fees এ দিচ্ছে আর নিজেরা না খেয়ে দিন কাটাচ্ছে। আর স্বপ্ন না দেখিয়ে বাস্তব টা দেখানোই ভালো। Atleast সবাই জানবে যে তাঁদের future শেষ।

  8. Advertisement
      1. Doya kore ar school college bondho korben na.maximum students der vaccination complete hoe gechhe.Tai jothartho bebostha neoa hok sorkar ar private school er torof theke ebong school chalu rakha hok.Nahole amader sontan der boro khoti hoe jachhe.

      2. Bacha der subidhar jonno jeta valo hobe setai korar dorkar akta praner theke boro r kichu hotei pare na.

      3. School, college, বন্ধ রেখে যান, আর নামিদামী কোচিং সেন্টার এর থেকে কোচিং দিয়ে ভবিষ্যৎ গড়ুন বা বা কি সুন্দর,, এখন কি onlineclass এর জন্য আবার উৎকোচ তত্ব পাচ্ছেন নাকি,,সব বড় বড়ো সেন্টার থেকে,, সবাই vaccine নিয়েছেন,, কম বেশি পড়াশোনা করাতে, করলে কোনটা ঠিক, কোনটা ভুল যাতে ধরতে পারে সেই ভয়,, না বড়োসড়ো ছাত্র আন্দোলন, শিক্ষক আন্দোলন যাতে না হয় তার জন্য এই স্কুল বন্ধের নীতি,, করোনা ভাইরাস সবসময় থাকবে এইটা মাথা যখন আছে তখন এতো গীতিনাট্যের কী খুব দরকার,,, সবকিছু করতে পারছেন আর যার মাধ্যমে আমরা জানতে পারি শুধু সেই খানেই ফাকি,, 🤨হীরকের রাজা ভগবান ☺

        1. আমি মনে করি বেতন দিতে হবে সেই ভয় এ যদি সব স্কুল বন্ধ রাখা হচ্ছে, সেটা অন্য কথা হতো। কিন্তু এত উল্টো। বেতন ভাতা সবই বাড়ছে। এমন কি ফ্রী রেশন ও তারা পায়।
          মিড ডে মিল ও কারণ নয়। ধরে নিতে হয় শিশু দের জীবন হানী ই করোনা নামের জম চোখ রাঙাচ্ছে। সি ভয়ে ভীত।

        2. School bondho ta ki ek matro salution?
          Nijeder akhamata r voyonkar rupta koronar masker arale lukiye rakhte chaichen?
          Parben na.
          Asole oi j
          ‘joto besi pore Toto besi Jane Toto besi bole’.
          Tokhon to r Raja tor kapor kothay prosno koror keu thakbe na.
          Precticaly voy pachen.
          Voy na.
          Jodi atotiko manobikota beche thake sishu gulor future a vebe ses kore deben na.school khulun
          Rendumly Vaccination chalu korun.khali anaunce korle hoy na.bebostha korte hoy.

      4. আমি একজন সাধারণ নাগরিক, কোনো বিশেষ রাজনৈতিক দলের সমর্থক নই। আগে থেকে এটা বললাম কারণ, আমার বক্তব্যের পরে আমার সাথে বিরোধী রাজনৈতিক দলের তকমা লাগানোর চেষ্টা হতে পারে, যেটা আমি হতে দেব না।
        এবার আসি মূল বক্তব্যে। প্রথমতঃ , বর্তমানে করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য, খবর, নথি সব কিছু জানার পিছনে সংবাদমাধ্যম, সংবাদপত্র ইত্যাদির ভূমিকাই সর্বাধিক। আর সেখানে কোথাও সরকার বিরোধী কোনো তথ্য প্রকাশ করলেই সেই সংস্থা পড়বে রাজরোষের কবলে, ফলে তাদের ‘ব্যবসা’ হবে ক্ষতির সম্মুখীন। সুতরাং তুষ্ট করে চলেছে সংবাদ প্রচার।
        দ্বিতীয়ত, সব কিছু পূর্ণ মাত্রায় খুলে গেছে, অথচ বন্ধ করতে হলে শুধু স্কুল টাকেই করা হচ্ছে, রাতে বর্তমান-ভবিষ্যত সব প্রজন্ম শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকতে পারে, অশিক্ষিত থাকলে তো আর ভবিষ্যতে তাদের চাকরি দিতে হবে না, শিক্ষা প্রদানের জন্য তো আর শিক্ষক নিয়োগও করতে হবে না।
        সাধারণ মানুষ একটু জাগুন, শিক্ষা নিয়ে এই নোংরা রাজনীতি বন্ধ করূন। লকডাউন থাকাকালীন কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা আদৌও হয়নি, সবে মূল স্রোতে ফিরতে শুরু করেছে, আর এই নোংরামী বরদাস্ত করবেননা।
        – সাধারণ নাগরিক ও শিক্ষক।

    1. সব শীখখক দের নিজ নিজ এলাকায় দায়িত্ব দিয়ে এলাকা সিল করে ভালোভাবে গাছ তলায় হোক তবুও distance বজায় রেখে পড়ানোর ব্যাবস্থা করা উচিত । কাউকেও বেকার বসিয়ে রাখা যাবে না।

      1. Exactly apnar sathe ami ekdom ekmoth i agree with u absolutely, eta ekta naty game cholchhe, lekhapirata online korar, ei je barchhe komchhe etar kono valid proof era dekhate parben ki??? Sobtai sajano manush ke bujruki dewa hochhe media ke hatiyar kore

      2. আর কত খেলা দেখতে হবে ভগবান নিজে ও হয়তো জানেন না, “হীরক রাজার দেশে” সিনেমায় দেখেছি আর এখন আমরা “প্ল্যাটিনাম রানীর রাজ্যে” বাস করছি মনে হচ্ছে, যেখানে বেকার সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে, সেখানে মেলা-খেলা, মিটিং-ইটিং সব চলবে, বার-রেস্তরাঁ রমরমিয়ে চলবে, আর যত সমস্যা স্কুল চালিয়ে যেতে!!! করোনার প্রকোপ কি কেবল শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানবে ??এইটা আমাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের মাতব্বরদের কোন্ স্বপ্নাদেশের ফল স্বরূপ সেটা খুব জানতে ইচ্ছে করছে। রাজ্যটাকে তো খিল্লির আখরা বানিয়ে ফেলেছেন, আর কত নিচে নামাবেন একটু ভেবে দেখুন, এরপর জনতার দরবারে হাজির থাকতে পারবেন তো ????

    2. The life of a student is the first priority. Before closing sharp alternative system is to be adopted.
      Take the help of Virologist regsrding this matter.

    3. Bus,train a gadagadi vir,no social distance ,no sanitizing. Michil meeting ,dhormiyo somabesh ,pujo prangone thalatheli vir eate covid r voi nei ,joto voi schooler poruara
      jara sobkichu covid r precaution nieo covid barbe ei dharona niye abar school bondher torjor cholche.school bondho korar aage egulo nieo ektu vabna chinta korun.

    4. Sob theke valo hbe West Bengal pora namok jinis tai uthe jaowa,sobar chele meyera barir baire chop vejei katiye dik.

    5. শিক্ষায় সরকারী ব্যাবস্থা নামক কিছুই রাখার উদ্দেশ্যে নেই সরকারের ।

    1. R ধন্য বাদ আপনাকে। আপনার মত প্রতিটি রাজ্যের মানুষ কে সোচ্চার হতে হবে। রাজ্যে জঙ্গলরাজ কায়েম হয়েছে। এই সরকার যা খুশি তাই করছে। এভাবে চলতে থাকলে …

  9. সবই তো খোলা আছে তবে কেন বারবার আঘাত করা হচ্ছে শিক্ষা ব্যবস্থার উপরে। আসল কারনটা কি অন্য কিছু, যেটা অতিমারির নাম দিয়ে চালানো হচ্ছে না কি সবাই শিক্ষািত হয়ে গেলে কারও কারও রাজনৈতিক ভাবে অসুবিধা সৃষ্টি হতে পারে, তাই এই আঘাত। তাই স্কুল কলেজ সব খোলা থাক আর নতুন জেনারেশন মাথা উচু করে বাঁচুক, যেন অশিক্ষিত হয়ে না থাকে।

    1. Age children pore sob kichu covid here gale school bondho kore din.. children na vaccination noy seta vule gale cholbe na……

  10. Advertisement
  11. School chhara to koi onnyo kichhu bondho korte dekha jai na sorkar k. Mela khela sob i to chole coronar somoye, sudhu school i ke no bondho thake? Didi ki chan banglar shikkharthira na sikhuk? Uddeshyo ta ki?

  12. অশিক্ষিত হয়ে বেঁচে থেকে লাভ কি??? বাচছা গুলো স্কুলে যেতে না পেরে বাড়িতে hapiye উঠেছে…. দয়া করে স্কুল টা আর বন্ধ করবেন না….

    1. Sarkaar kichu koruk na koruk age school take bondho kore day.daya kore school take bondho korben na pls,ete kore students ra vison vabe khotir sommukhin hochhe . somosto rokom precotion niye school take chalu rakhun.students guloke thikmoto
      Porashona chalie jete din

  13. Advertisement
  14. এটা তো একটা অতিমারি তাহলে কারোর কিছু করার নেই। আর কি বলবো। শিক্ষাদপ্তর কি করে দেখা যাক।

    1. নানা অজুহাতে স্কুল বন্ধ রেখে সরকার আসলে শিক্ষার বেসরকারীকরনের পরিবেশ তৈরী করছে। এতে সরকারের বিরুদ্ধে জনমত এই সরকারের পতনকে নিশ্চত করবে

  15. এভাবে সবকিছু বন্ধ করে তো বসে থাকা যায় না। এত ভয় পাওয়ার কিছু নেই।
    মনে সাহস রেখে সতর্কতার সঙ্গে সবকিছু করতে হবে।সারা পৃথিবী তো আর সব বন্ধ করে ঘরে বসে নেই! বারবার এরকম করলে আমব্রেলা বানান ভুল বলবে না তো কি বলবে?

  16. Advertisement
  17. Advertisement
  18. এরা যত বেশি পড়ে
    তত বেশি জানে।
    যত বেশি জানে
    তত কম মানে।
    তাই সব স্কুল বন্ধ।

  19. ভোট এলে করোনা কমে য়ায় আর ভোট শেষ হলে করোনা বেড়ছ য়ায় এটিই কী রাজনীতি

  20. Advertisement
  21. প্রাইভেট টিউশনি র কোম্পানির চাপে পড়েই স্কুল বন্ধ করছেন সরকার,

  22. School must be closed, if there is a chance of a covid wave.More than million people were died, and they also didnot recieve a proper funeral.
    Many of the children in India came from the locality, where there is no chance of social distancing.
    Even in the school, in one bench of 3 children, 4 to 5 children seats.
    Now if one of them is infected, the entire class can get infected.
    Covid vaccine dosage for children cannot guarantee them safety from covid
    Many children have low immunity.
    If anything happens, will the government or school return the child life to the parents.
    Being the parent of a single child, I cannot risk him , in sending school, when the covid is at the gates.
    Every school in Bengal must remain close from Monday 04.07.2022.
    I humbly make my appeal to the Education ministry and to the Chief Minister Mamata Banerjee.
    Madam, please do something.
    My son is in an ICSE board school, and from Monday, the school decide to start the first term examination, and we are forced to sent the child, otherwise the school will detained the child.
    Only if you call off.The school will be closed.
    Please make the school closed by Monday.

  23. অতিমারি যদি বারবারনত হয় তাহলে সবাই মিলে এক জোট হয়ে সমস্ত বাধা কে অতিক্রম করতে হবে এবং বিধিনিষেধ গুলি মানতে হবে, এবং যাতে সমস্ত বিদ্যালয় খোলা থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, তার জন্য সরকার কে সহযোগিতা করতে হবে।

  24. Advertisement
  25. যে সব ছাত্র ছাত্রীদের এখনো প্রতিষেধক দেওয়া হয়নি,যারা দেশের ভবিষ্যৎ, তারা স্কুলে গেলে করোনায় আক্রান্ত হবে না এমন আশ্বাস কি স্কুল কর্তৃপক্ষ বা সরকার দিতে পারবে? অভিবাবকরা কি সন্তানদের জীবনকে নাকি শিক্ষাকে
    প্রাধান্য দেবেন?

  26. কয়েকদিন পর পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে করনার , অজুহাত দিলে তো আর কিছুই বলার নেই। বিদ্যালয় খুললেই তো করনার বাড়ে 🤧। ভালোই ব্যবসা তৈরি হচ্ছে ।।😂😂

  27. গরমের ছুটি ‌কারনে‌ বেশ কয়েক দিন। স্কুল ‌ বন্ধ ছিল‌।‌এখন যদি‌ আবার স্কুল বন্ধ করা হয় তাহলে শিক্ষা ব্যবস্থা খুব দূরবল হয়ে পরবে । যা ছেলে মেয়ে দের এই বয়সে শিখতে হতো কিন্তু সেটা এখন শিখতে না‌পলে পরে তাদের ভবিষ্যৎ কালে ব্যপক ক্ষতি হতে পারে
    ধন্যবাদ‌

  28. Advertisement
  29. Everday sch hour komiyeo sch khola Rakha uchit, nahole students ra barno bhule jaabe

  30. Advertisement
  31. স্কুল বন্ধ রাখা দরকার। শিক্ষা খাতে সমূহ ব্যয় এমন কি মাইনের খরচ দিয়ে করোনা সারানোর দিকে নজর দিলে ভালো। তবে শিক্ষার্থীদের ব্যবস্থা টাই ভন্ড। মাইনে বন্ধ করেলেই হবে।।।

  32. School College and University should immediately be closed. First is life then everything. যারা মানবে না, তাদের registration cancel করে দেওয়া হোক।

  33. দয়া করে আর স্কুল বন্ধ করবেন না। পড়াশোনার সাথে সাথে বাচ্চাদের চরম শারীরিক ও মানসিক ক্ষতি হচ্ছে।

  34. Advertisement
  35. Hey bhagban… student der ar kato sarbonas korben ???????????????????????????????????? minimum lojja o ki nei ??? goromer chuti jiboneo 2 month hote pare ?? corona r juju dekhiye aber ???

  36. করোনা তো সরকারের ইচ্ছায় কমছে ও বাড়ছে। এতদিন করোনা ছিলো না হঠাৎ করোনা এসে গেলো। যদি সব বন্ধ রাখতেই হবে তো ভ্যাকসিন বুস্টার এসবের কি প্রয়োজন ছিল? সব নোংরা রাজনীতি। আর এবারে যে করোনা কাগজে দেখলাম তার ঘায়েল ক্ষমতা খুবই কম। যারা মারা গেছেন বয়স্ক ও কো মরবিড। যাদের হচ্ছে তাদের টীকা দেওয়া নেই। এমতাবস্থায় স্কুল বন্ধ রাখার কী justification? গরমের ছুটি এগিয়ে আনা যেদিন হলো তারপর দিন থেকে গরম কমে গেলো। দুটো দিন দেখে নেবার অপেক্ষা করতে পারে না আমাদের সরকার। কোন কারণ ছাড়াই দু সপ্তাহ গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হলো। সরকারী দপ্তর ও স্কুলে ছুটির এই বাড়বাড়ন্ত দেখে মনে হয় এই সরকার অকর্মণ্য জাতি তৈরী করতে বদ্ধপরিকর। যেমন কেন্দ্র তেমন রাজ্য দুই জায়গাতেই জাতির পক্ষে ক্ষতিকর শাসন চলছে।।

  37. আর কত খেলা দেখতে হবে ভগবান নিজে ও হয়তো জানেন না, “হীরক রাজার দেশে” সিনেমায় দেখেছি আর এখন আমরা “প্ল্যাটিনাম রানীর রাজ্যে” বাস করছি মনে হচ্ছে, যেখানে বেকার সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে, সেখানে মেলা-খেলা, মিটিং-ইটিং সব চলবে, বার-রেস্তরাঁ রমরমিয়ে চলবে, আর যত সমস্যা স্কুল চালিয়ে যেতে!!! করোনার প্রকোপ কি কেবল শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানবে ??এইটা আমাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের মাতব্বরদের কোন্ স্বপ্নাদেশের ফল স্বরূপ সেটা খুব জানতে ইচ্ছে করছে। রাজ্যটাকে তো খিল্লির আখরা বানিয়ে ফেলেছেন, আর কত নিচে নামাবেন একটু ভেবে দেখুন, এরপর জনতার দরবারে হাজির থাকতে পারবেন তো ????

  38. Advertisement
  39. আমার দুই ছেলে । ছোট ছেলে স্কুলে পড়ে।বড় ছেলের খুব জড় ।কলেজের ৬সেমের পরীক্ষা দেবে কীকরে ? ভিসির কাছে কি কোনো উওর আছে ? সিএম এই পরীক্ষার বিষয়টা নলেজে রেখে সমাধান করুন।সকল ছাএছাত্রীর ভবিষতের দিকে সময় বার করে নজর দেওয়া উচিৎ দিদিমনির।এটাই আমার অনুরোধ।নমস্কার ।

    1. Nirlojjo behaya osikhhito.. era porashonar ki bojhe? Nongra rajneeti aar ballot gona chara ei sarkar kichui bojhe na. Era abar banglar monishider niye boro boro kotha bole! Kuor byang sob!

  40. The effect of corona virus infection has lost its previous severity. It will be injustice to suspend school particularly for those who are already vaccinated. They have already suffered a lot. Government should consult appropriate health experts before taking such a harmful step.

  41. “গুপী গাইন বাঘা বাইন” চলছে।
    দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান

  42. Advertisement
  43. safety should be first . my daughter is studying in class 111 . May I know when will the vaccine for this age group 8 – 12 years will be in effect. on the contrary no father can play rummy with health of his child. we believe the daily infection rate will come down

  44. করোনা বিধি মেনে চলাটাই জরুরী। স্কুল কলেজ সহ সর্বত্র করোনা বিধি মেনে চলার ব্যবস্থা নিলেই যথেষ্ট। স্কুল কলেজ নিয়ে ছিনিমিনি খেলা করা মোটেই কাম্য নয়। শিক্ষা ব্যবস্থা কে আর কোন মতে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবেনা। আমার মনে হয় এ ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ ভাবে সব কিছু চালু রেখেই করোনার মোকাবেলা করতে হবে এবং সরকারের উল্টোপাল্টা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে মুখরিত হতে হবে।

  45. School kholai amader mote uchit karon abar jodi school bondho hoye jay tahole amra porasona charte baddho hobo. Goto 2 year school bondho thaka sotteo abar jodi bondho hoy tahole amader sotti kichu korar nei. Please I request to Education department to reopen the school

  46. Advertisement
  47. কোন মতেই স্কুল বন্ধ করা উচিত নয়।ভ্যাকসিন দিন।2 বছরে সব ভুলেছে।পশ্চিম বঙ্গের বাচ্চা গুলোর ভবিষ্যৎ খারাপ করবেন না।দয়া করে।

  48. এই যে এত জায়গায় পিসি ভাইপো আর তার চামচা গুলো এত সভা করে বেড়াচ্ছিল তখন কি করোনা white wash হয়ে গিয়েছিল? দূর দূরান্ত থেকে গ্রামের মানুষদেরকে যে নিয়ে আসা হয়েছিলো তাদেরকে কি covid protokol এ মুড়ে দেওয়া হয়েছিলো? নাকি ভোটের প্রচার বা রাজনৈতিক সমাবেশে করোনা ছড়ায় না?
    মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি আমার বক্তব্য:
    শিক্ষা(জাতির মেরুদণ্ড)-র সর্বনাশ করার কথা মাথায় যেন না আনে নাহলে এটাও জেনে থাকুক যে তার মেরুদণ্ড ভাঙতে কেউ একজন অন্তত আছে।
    বি. দ্র.- আমি এখানে আপনি/আজ্ঞে সম্বোধন করে বলিনি, কারণ অতটা সম্মান পাওয়ার যোগ্যতা নেই। আমি যথাযোগ্য সম্মান দিয়েই কথা বলি।

  49. Corona badle school close kara uchit r online padano uchit karan santan sab baba maar kache amulya r or jadi kichu haye tahale baba maar jiban sesh tai santaner jiban sabar pratham

  50. Advertisement
  51. স্কুল বন্ধের কোনো প্রয়োজন নাই। এখন শিক্ষাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে আমাদের শিশুর শিক্ষার ব‍্যাপারে ভাবার অধিকার আমাদেরই নাই। এমনকি প্রাইভেট স্কুল গুলোকেও প্রশাসন দিয়ে জোর করে ছুটি দিতে বাধ‍্য করচ্ছে। তার উপর একটা ক্লাসে শিশু যদি ঠিক মত নাও শিখতে পারে বাবা-মা চাইলেও তাকে একই ক্লাসে রাখতে পারবে না, এমনকি এবছর থেকে প্রাইভেট প্রাইমারি স্কুল গুলোকেও একই নিয়ম গ্রাস করেছে। সেখানে বাবা-মার কোন কথাই নাকি চলবে। আবার SI office -এ গেলে বলে বলে এ office, public এর জন‍্য না। পশ্চিমবঙ্গে শিক্ষাকে হত‍্যা করা হচ্ছে। ভেবে দেখুন তো, যাদের ভ‍্যাকসিন দেওয়া হল(HS শিক্ষার্থীরা) পরিক্ষা দিল Home Center-এ আর যাদের ভ‍্যাকসিন হল না(MP শিক্ষার্থীরা) পরিক্ষা দিতে গেল Out Station -এ! কারণ কি?
    আমরা কেউ চাই না (1)’সবাই পাশ’ আর (2) ‘ স্কুল বন্ধ’ শিক্ষা ব‍্যবস্থা। চাই, আমাদের সন্তান সুশিক্ষা পাক, শুধু P লেখা কাগজের টুকরো না।

  52. আচ্ছা যদি স্কুল বন্ধ করে দেওয়া হয় এই করোনা অতিমারির জন্য, তাহলে কি সামনে 21শে জুলাই এর TMC ব্রিগেড কি DIGITAL PLATFORM এ হবে….?? মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই??

  53. Bachha gulor jivan niye rajniti Khela cholche,, amra baba ma amader bachha niye eto chinta nai ,, amra musk sanitizer diye school a pathate chai,, sarkar er eto samossya kiser,, please school r bandho korben na,, bachha gulor vabishat niye ei khela bandho karun

  54. Advertisement
  55. শিক্ষা মন্ত্রীর কাছে আবেদন, স্কুল ছুটি যদি করতেই হয় তবে বাকি পরীক্ষা গুলো সম্পন্ন করে তার পর। তাড়াতাড়ি পরীক্ষা শেষ করুন স্যার।

  56. School bondho kora ekdom thik hobe na.coronar 4th wave to fatal noy. Offline school khubi darkar.

  57. Ami class 12 er student…..next year amr hs…date declared hoye geche already….madhyamik ta deoa amader 2020 er batch er pokkhe somvob hyni….ebar ki hs tao dite deoa hobe na !? Amar ektai prosno rajjo jure michil cholche, boro boro mela hocche, cinema hall khola, shopping mall khola…etc..mainly sb rokom gathering korar jaiga khola ache….sei sob bondho korte gele govt. Er fatche r school jokhon e khulche Corona bere jacche? …ami ekta student hoye vasa ta ektu kharap korechi tar jnno sorry kintu biswas korun birokto dhore geche ei natok gulo dekhe dekhe….ebar jodi school bondho hoy Corona ki bhabe barabe seta amra student ra dekhabo….eke toh chakri jote tar opor exam dite parchi na ….career ta sesh kore dicche amader puro….🙏doya kore student gulo r career er kotha ta ektu bhabun….onek sopno onek icca joriye ache amader career er sathe…pls sir…🙏🙏

  58. Advertisement
  59. স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে corona virus এর জন্য , ভালো কথা । পড়ুয়াদের শিক্ষা ব্যাবস্থা দুর্বল করে তাদের আজীবন মূর্খ করে রাখার জন্য।
    তাহলে যখন ভোট আসে তখন কোথায় যায় corona virous ??????????
    যুক্তিবাদী নেতা গুলো তখন কোথায় থাকে ??????
    কোথায় যায় তখন সমস্ত সিস্টেম, কোথায় থাকে সামাজিক দূরত্ব ??????
    যদি সরকারি শিক্ষা ব্যাবস্থা বন্ধ হয় তাহলে election বন্ধ করা হোক। ভোট প্রচার বন্ধ হোক, শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয় সমগ্র ভারতে করা হোক ভোট বয়কট । রাজনীতির এই নোংরা খেলা বন্ধ করা হোক অবিলম্বে।

  60. Amar monehoy school ta k bondho rakha ta uchit na r er pichone ami ontoto kono karon khuje pacchi na. Emni teii bacchader porashona khub khotogroshto hoyche tai er moddhe school bondho rakha ta ekta paglami jeta sorkar korte chaiche. Dorkar porle mask pore students ra asuk school e kintu school bondho keno hobe? Tahole ki amra eeita k political issue bolte pari jeikhane student der future niye chele khela hocche sudhu matro nijeder saddho siddhi er jonne.

  61. School khulle Corona bare. Vote ele Corona kome. Liquor shop e Corona nei. Pujo ele Corona nei. Corona amader minister der icchate aase o jai. Ebar doyakore dirty politics bondho kore unnayansil kaje mondin noile public er pith deoale thekle Newton er third law apply hobe. Takhon palabar jaiga paben na.

  62. Advertisement
  63. সবই সঠিকভাবে চলছে শুধুমাত্র স্কুল কলেজ খুললেই করোনা বেড়ে যাচ্ছে…. আজব রাজ‍্য বটে….!

  64. অবশ্যই দ্রুত বন্ধ করা রাখা উচিত, কারন বেশি বেড়ে গেলে ,কমতে অনেক টা সময় নেয়,তাই প্রথমেই দ্রুত বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, আর সুস্থ ভাবে না থাকলে শিশুরা পড়বে কি করে,?আগে তো সুস্থ থাকতে হবে, তবেই না পড়াশুনা বা অন্য সব কিছু।

  65. Advertisement
  66. School এ বাচ্চাদের Vaccine দেওয়ার ব্যাবস্থা করা হোক সরকারি উদ্যোগে

  67. Amar meye class 12 e pore.Next year cbsc 12 exam.Tao bolchhi bachhader aage jibon tarpor lekhapora.Ato din online hoyechh ar kichhudin hole ki amon khoti. Akta bachhar kharap kichhu hole tokhon kintu govt.kei amra dayi korbo.So pkease anekta patience dekhiyechhi.Ar na noy koyekdin.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement