আবার নতুন ছুটি (Holiday List 2022).
উৎসবের মরশুম কে আরও উপভোগ্য করতে আবার নতুন ছুটি (Holiday List 2022) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মহালয়ার দিন রোববার পড়ায় একটি ছুটি নষ্ট হলো ভেবে মন খারাপ হতেই উপরুন্ত আরও দুটি ছুটি ঘোষণা করলেন। এতদিন এই ছুটি সেক্সনাল হলিডে থাকলেও এবার সবাই এই ছুটি পাবেন।
এদিন রাজ্যের পুজো কমিটির মিটিং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুজো কর্মসূচির কথাও ঘোষণা করেন। তিনি জানিয়েছেন পুজোর জন্য ৩০ সেপ্টেম্বর পঞ্চমী থেকে ৩১ অক্টোবরের মধ্যে ১৫ দিন রাজ্য সরকারের সমস্ত অফিস বন্ধ (Holiday List 2022) থাকবে। এছাড়াও ছুটি নিয়ে আরও ঘোষণা হয়।
প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠানে পুজোর ছুটি (Holiday List 20220 বেশি থাকলেও এবার সরকারী অফিসেও সেই ছুটি বাড়লো। এই সময়টা এমনিতেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছুটি থাকে। মুখ্যমন্ত্রী জানান ৩০ সেপ্টেম্বর অর্থাৎ মহাপঞ্চমীর দিন থেকে দশমী কাটিয়ে লক্ষ্মী পর্যন্ত টানা ১১ দিন ছুটি থাকবে রাজ্য সরকারের অফিস। তবে এই রাজ্যে দুর্গাপুজোর উৎসব শুরু হয়ে যাচ্ছে ১লা সেপ্টেম্বর থেকেই আর সেদিনও হাফ ছুটি দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের স্কুল ছাত্র ছাত্রীদের জন্য নতুন স্কলারশীপ, আবেদন করলেই মিলবে.
দুর্গাপুজোর ছুটির তালিকাঃ
৩০ সেপ্টেম্বর পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত টানা ১১ দিন ছুটি (Holiday List 2022) থাকবে।
৯ অক্টোবর লক্ষ্মীপুজো উপলক্ষ্যে ছুটি থাকবে ।
২৪ অক্টোবর কালীপুজো।
২৫ অক্টোবর দিওয়ালির ছুটি।
দুই দিন পরে ২৭ অক্টোবর ভাইফোটার ছুটি ।
৩০ ও ৩১ অক্টোবর ছট পুজো উপলক্ষ্যে ছুটি।
এই ছুটি শুধু সরকারী অফিসেই নয়, সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিসগুলি যাতে হাফছুটি দেয় তারও আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ছট পুজোর ছুটি (Holiday List 2022) সেকশনাল হলিডে ছিলো। এবার সেই ছুটি সবাই পাবেন।
এমনিতে দুর্গাপুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীরা পেয়ে থাকেন বোনাসও। তবে এবার সরকারি ছুটির তালিকায় পুজো উপলক্ষ্যে ছুটির মেয়াদ আরো বাড়ানো হল। এ নিয়ে সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মেয়াদ কতদিন বাড়লো? তা জানতে হলে অবশ্যই পড়তে হবে এই প্রতিবেদনটি। (Holiday List 2022).