Advertisement
Primary TET 2022 (প্রাইমারী টেট)
Advertisement

আজ রবিবার বেলা বারোটা থেকে অনুষ্ঠিত হলো প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা Primary TET 2022. চার বছর পর অবশেষে টেট পরীক্ষা নেওয়া হচ্ছে। খানিক আশার আলো দেখেছিলেন টেট পরীক্ষার্থীরা। কিন্তু এরই মধ্যে বিস্ফোরক দাবি করে বসলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে Primary TET এর প্রশ্ন, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর! সত্যতা কতটা?

গতকাল শনিবার চুঁচুড়ার ঘড়ি মোড়ে সভা করতে এসে শুভেন্দু স্পষ্ট জানান, ‘যদি সুস্থ পরিবেশ রেল যেমন পরীক্ষা নেয় তাহলে সেই পরীক্ষার বিরোধিতা আমরা করি না। আমাদের আশঙ্কা রয়েছে, বহু জায়গা থেকে ফোন আসছে যে Primary TET প্রশ্ন বলে দেওয়া হবে। দিতে হবে ১০ লক্ষ টাকা। ৫ লাখ টাকা দিলে প্রশ্ন আজই Primary TET প্রশ্ন বলে দেওয়া হবে। সেই প্রশ্নের উত্তর কাল লিখতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার পরে আরও ৫ লক্ষ টাকা নেওয়া হবে।’ কিন্তু আদৌ কি প্রশ্ন ফাঁস হয়েছিলো? কি জানা গেল?

Advertisement

টেট দুর্নীতিতে জড়িত রাজ্যের শাসক দলের বহু নেতামন্ত্রী। মামলাও চলছে হাইকোর্টে। জেল খাটছেন অনেক হেভিওয়েট নেতা। তারই মাঝে শুভেন্দু অধিকারীর এমন মন্তব্য জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরী করতে পারে। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এটা একেবারে চরম দায়িত্বজ্ঞানহীন কথা।

Advertisement

সুষ্ঠুভাবে একটা পরীক্ষা হতে চলেছে। যারা Primary TET পরীক্ষা দেবেন তারা পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন। এরকম অবস্থায় এমন ছেলেখেলা! যদি নির্দিষ্ট কোনও তথ্যপ্রমাণ থাকে তাহলে বলুন। কিন্তু তা না করে হাওয়ায় একটা কথা ভাসিয়ে দিয়ে জনমানসে বিভ্রান্তি তৈরি করা কোনও দায়িত্বশীল মানুষের কাজ হতে পারে না।’

প্রসঙ্গত উল্লেখ্য, Primary TET পরীক্ষাতে বিঘ্ন ঘটনো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। শনিবার দিন এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘পর্ষদ ও প্রশাসনের কাছে সুনির্দিষ্ট খবর আছে, কেউ কেউ এই Primary TET পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে চাইছেন। নির্দিধায় বলছি, প্রশাসন সতর্ক রয়েছে। তার সঙ্গে বিষয়টি নিয়ে পর্ষদও অবগত রয়েছে ও সতর্ক রয়েছে।

EK24 News

যদি দেখি কোনও পরীক্ষার্থী পরীক্ষাবিধি পালন না করে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করছেন অথবা বাইরের কোনও লোক বিঘ্ন ঘটনোর চেষ্টা করছেন তাহলে প্রশাসনের কাছে কঠোরতম শাস্তির সুপারিশ করব।’
এদিকে আজ প্রশ্ন ভুল, প্রশ্ন বিভ্রাট, আডমিট কার্ড বিভ্রাট সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। আর এর জন্য নাকি মামলা ও হতে পারে। যদিও এটা জানা যাবে কয়েকদিন পর।

Advertisement

কে জিতবে ফুটবল বিশ্বকাপ, পারফরম্যান্স দেখে নির্ভুল হিসাব দিলো ফিফা।

পর্ষদ সভাপতির ওই মন্তব্যের ঠিক পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর অভিযোগটি আনেন। বলা বাহুল্য, এর ফলে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের Primary TET পরীক্ষার্থীদের মধ্যে। এই বছরের টেট পরীক্ষা বিঘ্নমুক্ত ভাবে অনুষ্ঠিত হলো। কিন্তু নানা অভিযোগে ফের মামলার গেরোয় আটকে যাবে না তো? প্রশ্ন উঠতে শুরু করেছে, স্যোশাল মিডিয়ায়।

TET পরীক্ষায় হতে পারে মামলা! অ্যাডমিটে ঠিকানা ভুল সহ একাধিক অভিযোগ, বিস্তারিত দেখুন।

এছাড়া একটি ভগ্নাংশের অংকে ২২/৭ এর দশমিক রুপ প্রকাশ নিয়ে দুই বার একই অপশন দেওয়া হয়েছে। এটা কি প্রশ্ন ভুল? সেটাও জানার রয়েছে সকলের। এই উত্তর আপনার জানা থাকলে নিচে কমেন্ট করুন। আপডেট আসছে। সঙ্গে থাকুন।
Written by Antara Banerjee.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement