রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই আবহে গোটা রাজ্যে সাজো সাজো রব। অতিমারীর ছুটির কারনে সম্ভব না হলেও এবছর পূর্ণ সিলেবাসে এবং বাইরের স্কুলে, অর্থাৎ অতিমারীর আগে যে নিয়ম ছিলো সেই নিয়মেই পরীক্ষা হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরীক্ষার জন্য বিভিন্ন স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। কোন কোন স্কুলের ক্লাস বন্ধ থাকবে জেনে নিন।
কোন কোন স্কুল ছুটি থাকবে?
গত ১৩ই মার্চ শিক্ষা দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সমস্ত প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে ফিজিক্যালি উচ্চ মাধ্যমিক স্কুলের সাথে যুক্ত এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে, তাদের ১৪ই মার্চ থেকে ২৭শে মার্চ ২০২৩ পর্যন্ত (শুধুমাত্র ১৫ মার্চ ব্যাতিত) সমস্ত ক্লাস বন্ধ থাকবে।
অর্থাৎ সহজ কথায়, যেসমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে একাদশ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে, সেই সমস্ত স্কুলের নিয়মিত ক্লাস টানা ১১ দিন বন্ধ থাকবে। তবে যেসমস্ত স্কুলে শুধুমাত্র একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা পড়েছে, সেসমস্ত স্কুলে অর্ধ দিবস ক্লাস করার কথা বলা হয়েছে, বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে।
শিক্ষকদের ছুটি?
এই প্রশ্নটি গত ২০১৯ সালের গরমের ছুটি বর্ধিত করার পর থেকে উঠে আসছে। ক্লাস সাসপেন্ড হলে শিক্ষকদের ছুটি কিনা। সরকারী বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কিছু বলা না হলেও, এক্ষেত্রে শুধুমাত্র পঠন পাঠন বন্ধ থাকবে। শিক্ষকদের হাজিরা খাতায় সই করতে হবে।
আরও পড়ুন, স্কুল পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা, পেতে পারেন 2 লাখ টাকা, কিভাবে?