Advertisement
West Bengal Medhashree Scholarship 2023 (মেধাশ্রী স্কলারশিপ ২০২৩)
Advertisement

Medhashree Scholarship:
বহু প্রকল্প বাস্তবায়িত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল শিক্ষা ক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প। বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন স্কলারশিপের বন্দোবস্ত করা হয়েছে। স্টুডেন্টস ক্রেডিট কার্ড (Students Credit Card) দেওয়া হয়েছে। কন্যাশ্রী, ঐক্যশ্রীর মতো শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা করা হয়েছে। আর এবার রাজ্য সরকারের তরফে নতুন একটি প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের বছরে নির্দিষ্ট পরিমাণ টাকা আর্থিক সাহায্য করা হবে।

Advertisement

West Bengal Medhashree Scholarship 2023:

সেই প্রকল্পটির নাম মেধাশ্রী প্রকল্প Medhashree Scholarship 2023.
এই প্রকল্পে অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়ারা আবেদন করতে পারবে। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওবিসি পড়ুয়ারা বছরে মেধাশ্রী প্রকল্পের অধীনে আবেদন করলে ৮০০ টাকা করে বৃত্তি পাবে. সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেধাশ্রী প্রকল্পের (Medhashree Scholarship) বিষয়টি ঘোষণা করেন।

Advertisement

Medhashree Scholarship প্রকল্পে কারা আবেদন করতে পারবে:
১) প্রথমেই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত পড়ুয়ারাই Medhashree Scholarship প্রকল্পের সুবিধা পাবেন।
৩) একমাত্র পশ্চিমবঙ্গের কোনো কেন্দ্রীয় বা রাজ্য বোর্ড স্বীকৃত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ছাত্রছাত্রী হতে হবে।

Advertisement

৪) বার্ষিক পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে।
৫) কোনো পড়ুয়া যদি সরকারের অন্য কোনো স্কিম থেকে প্রিম্যাট্রিক বৃত্তি পেয়ে থাকে, তাহলে সেই পড়ুয়া Medhashree Scholarship প্রকল্প আবেদন করতে পারবে না।
৬) পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওবিসি পড়ুয়ারাই এই প্রকল্পে আবেদনের যোগ্য।

কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে?
একটি ক্লাসে একবারই বার্ষিক ৮০০ টাকা ভাতা পাওয়া যাবে। যদি কোনো পড়ুয়া একটি ক্লাসে ফেল করে পরবর্তী আরো এক বছর সেই ক্লাসে পড়াশোনা করে, তাহলে সে দ্বিতীয় বছর বৃত্তি পাবে না।

টাকা পেতে কি কি লাগবে?
পড়ুয়ার কোর ব্যাংকিং সুবিধা সহ (CBS) বৈধ ব্যাংক একাউন্ট থাকতে হবে।
চালু মোবাইল নম্বর লাগবে।

EK24 News

কি কি ডকুমেন্টস লাগবে?
মেধাশ্রী প্রকল্পে Medhashree Scheme আবেদনের জন্য যেসমস্ত ডকুমেন্ট (Document) লাগবে, সেগুলো হলো,
পরীক্ষার মার্কশীট, ওবিসি সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, কালার ছবি, ব্যাংক একাউন্ট।

Advertisement
Top 6 Government Schemes In India (সরকারী প্রকল্পের সুবিধা কিভাবে পাবেন)

কিভাবে মেধাশ্রী প্রকল্পে আবেদন করা যাবে
How to Apply Medhashree Scholarship 2023
:
১) প্রথমে শিক্ষাশ্রী এবং মেধাশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে।
২) এরপর School Level অপশনে ক্লিক করতে হবে।
৩) এবার সেখানে নির্দিষ্ট জেলা, সাব ডিভিশন, ব্লক বা পুরসভা এবং নির্দিষ্ট স্কুলের নাম সিলেক্ট করতে হবে।
৪) এরপরে ব্যবহারকারীর ইউজার আইডি (User ID) এবং পাসওয়ার্ড (Password) দিতে হবে।
এবার All Application L-ist এ ক্লিক করলে Fresh Application অপশন আসবে। সেখানে ক্লিক করলে একটি ফর্ম আসবে।

download button png image

৫) সেই নির্দিষ্ট ফর্মে আবেদনকারীর নাম, বাবার নাম, ঠিকানা, লিঙ্গ, বর্ণ, স্টুডেন্ট কোড, ওবিসি সার্টিফিকেট নম্বর, আধার নম্বর, ছবি, মোবাইল নম্বর, ব্যাংক একাউন্ট নম্বর সহ সম্পূর্ণ বিবরণ লিখতে হবে।
৬) এরপর ক্যাপচা কোড (Captcha Code) লিখে সাবমিট (Submit) অপশনে ক্লিক করলেই পুরো আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে।

আরও পড়ুন, আমার বাংলা কার্ড চালু করলেন মমতা ব্যানার্জি, কি কি সুবিধা পাবেন জেনে নিন।

মোট কত পড়ুয়া স্কলারশিপ পাবে?
মেধাশ্রী প্রকল্পের অধীনে প্রায় ২ লক্ষ ৬৩ হাজার ওবিসি শ্রেণীভুক্ত পড়ুয়া এই Medhashree Scheme স্কলারশিপ এর সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।
আবেদন সংক্রান্ত আরও আপডেট পেতে EK24 News ফলো করুন।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement