West Bengal Madrasa Service Commission WBMSC Result – সুখবর, মাদ্রাসা শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে বড় ঘোষণা মন্ত্রীর

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে জট অব্যাহত থাকলেও মাদ্রাসা সার্ভিস কমিশনের ফল প্রকাশ (West Bengal Madrasa Service Commission WBMSC Result) নিয়ে পুজোর মধ্যেই সুখবর শোনালেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক মন্ত্রী গােলাম রব্বানি। চলতি বছরের আগস্ট মাসে লিখিত পরীক্ষার ফল বের করা হয়। এরপর ইন্টারভিউয়ের প্রক্রিয়াও শেষ হয়েছে। এবার চূড়ান্ত ফল বের হবার পালা। মাদ্রাসার প্রধানশিক্ষক, সুপারিনটেনডেন্ট, কর্মশিক্ষা, শারীরশিক্ষা বিষয়ে চুড়ান্ত ফল পুজোর ছুটির পর প্রকাশ করার কথা ঘোষণা করলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক মন্ত্রী গােলাম রব্বানি। কবে বেরোবে রেজাল্ট রইলো বিস্তারিত বিবরণ।

Advertisement

প্রসঙ্গত ২০২০ সালের আগস্ট মাসে উক্ত পদে নিয়ােগের বিজ্ঞপ্তি দেয় কমিশন (West Bengal Madrasa Service Commission WBMSC Result) এরপর হয় লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর সেপ্টেম্বর মাসে ইন্টারভিউ হয়। এক বছর অতিক্রান্ত হলেও নিয়ােগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পারায় ক্ষুব্ধ চাকরী প্রার্থীরা। চাকরী প্রার্থী ও বিভিন্ন মহলের বক্তব্য, কমিশনের আইনি কোনও জটিলতা না থাকা সত্ত্বেও ফল প্রকাশে কেন বিলম্ব করা হচ্ছে, তার কোনও সদর্থক জবাব দিতে পারেনি মাদ্রাসা সার্ভিস কমিশন। অবশেষে ফল প্রকাশের গতি ত্বরান্বিত করতে এগিয়ে এলেন খোদ রাজ্যের মন্ত্রী।

Advertisement

এদিকে দীর্ঘদিন মামলা চলার ফলে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে নিয়ােগ প্রক্রিয়া থমকে থাকে ২০১৩ সাল থেকে। এবং সুপ্রিম কোর্টের মামলার ফাইনাল জাজমেন্ট আসে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষে। এর পর কমিশন ৬ নম্বর এসএলএসটির (SLST) কর্মশিক্ষায় ৮১টি ও শারীরশিক্ষায় ১০৯টি (SLST Work Education and Physical Education) শূন্যপদের জন্য ২০২১ সালে ১৭ জানুয়ারি লিখিত পরীক্ষা গ্রহন করে মাদ্রাসা সার্ভিস কমিশন। উক্ত লিখিত পরীক্ষার বিচারে কর্মশিক্ষায় ১২৮ জন ও শারীরশিক্ষা বিষয়ে ১৮০ জন ইন্টারভিউ এ ডাক পান। (West Bengal Madrasa Service Commission WBMSC Result)

আরো পড়ুন প্রাইমারী টেট এর রেজাল্ট নিয়ে তোলপাড়

Advertisement

অন্যদিকে প্রধানশিক্ষক ও সুপারিনটেনডেন্ট পদে ২২১টি শূন্যপদের জন্য মােট ৩৪০ জন ইন্টারভিউ অংশগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে মামলা চলার ফলে ৭ বছর প্রধানশিক্ষক নিয়ােগ প্রক্রিয়া বন্ধ আছে। এতে রাজ্যে প্রায় ৭২টি সিনিয়র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট পদ এবং ২৯৫ মাদ্রাসার প্রধানশিক্ষক পদ শূন্য। পুজোর পরেই শূন্যপদগুলোতে নিয়োগ হবে বলে এদিন জানিয়েছেন সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক মন্ত্রী গােলাম রব্বানি। (West Bengal Madrasa Service Commission WBMSC Result)

Advertisement

আবার এই কথায় মন গলাতে পারছেন না খোদ চাকরী প্রার্থীরা। তাদের কথায় তিন মাস আগে পুজোর আগে প্রাথমিক টেট ২০১৭ (Primary TET 2017 Result) এর ফল প্রকাশ হবে জানিয়েছিলেন পর্ষদ সভাপতি ও রাজ্যের বিধায়ক। কিন্তু কথা রাখলেন না। তাই পুজোর পরেও আদৌ রেজাল্ট বেরোবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আপনার কি মনে হয় পুজোর পর রেজাল্ট প্রকাশ হবে? কমেন্টে জানাবেন।

Advertisement

এছাড়া অবশ্যই পড়ুন কবে বেরোবে টেট এর নতুন বিজ্ঞপ্তি শূন্যপদ কত?

গুগল প্লে স্টোরে আমাদের নিউজ অ্যাপ্লিকেশন ইন্সটল করুন ক্লিক করুন

Advertisement
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment