Advertisement
West Bengal Liquor Shop
Advertisement

Liquor Shop – বন্ধ হচ্ছে কলকাতার এই বারগুলো, কড়া হুশিয়ারি পুরসভার।

নেশাপ্রেমীদের জন্য খারাপ খবর। বন্ধ হতে চলেছে হুক্কা বার। রেস্তোরায় গিয়ে যারা এতদিন হুক্কা বারের (Hooka Liquor Shop) মজা উপভোগ করছিলেন তাদের জন্য দুঃসংবাদ। কলকাতায় আর কোনো রেস্তোরাঁ হুক্কা বার চালাতে পারবে না। এই বিষয়ে ইতিমধ্যেই কলকাতা পুরসভার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত রেস্তোরাগুলি হুক্কাবার চালায় তাদের অনুরোধ জানানো হয়েছে হুক্কা বারগুলি বন্ধ করে দিতে।

Advertisement

কলকাতা মিউনিসিপ্যাল থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো রেস্তোরা যেন আর হুক্কা বার না চালায়। যদি অনুরোধে কাজ না হয় তাহলে সেই সমস্ত হুক্কা বারের বিরুদ্ধে পুলিশি অভিযান করা হবে। এই নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কলকাতা পুরসভার আলোচনা হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, হুক্কা বারগুলিতে মাদক (Hooka Liquor Shop) ব্যবহারের অভিযোগ আসছে।

Advertisement

নিষিদ্ধ মাদক ব্যবহারের ফলে তরুন প্রজন্মের মধ্যে আসক্তি দেখা যাচ্ছে। রেস্তোরাগুলিতে হুক্কা বারে এমন কিছু রাসায়নিক ব্যবহার করা হচ্ছে যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক।
হুক্কা বারগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য রেস্তোরাগুলিকে (Hooka Liquor Shop) অনুরোধ জানানোর পাশাপাশি এই বিষয়ে কলকাতা পুরসভার তরফে যত শীঘ্র সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে।

Advertisement

সিভিক ভলেন্টিয়ার দের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ মমতার, ডিটিতে আর এটা পাবেন না।

যে সমস্ত রেস্তোরাঁ হুক্কা বার চালায় তাদের লাইসেন্স আর রিনিউ করা হবে না। তাই সেই সমস্ত রেস্তোরার আর হুক্কা বার চালানোর জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার আগে যে কলকাতা পুরসভার তরফে অনুরোধ করা হয়েছে। যদি সেই অনুরোধ না শুনে কোনো রেস্তোরাঁ হুক্কা বার চালায় তাহলে তার লাইসেন্স (Hooka Liquor Shop) বাতিল করে দেওয়া হবে। পাশাপাশি পুলিশি অভিযান চালানো হবে।

বঙ্গভূমি লটারি জেতার কৌশল জানেন? টাকা কীভাবে পেতে হয় দেখুন।

কলকাতাকে ভবিষ্যতে হুক্কা বার মুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
কলকাতায় আলাদা করে কোনো হুক্কাবার চালানো হয় না। যে সমস্ত রেস্তোরা (Hooka Liquor Shop) রয়েছে তারাই হুক্কাবার চালানোর অনুমতি এতদিন পেয়েছিল। কিন্তু সেই হুক্কাবারগুলিতে নিষিদ্ধ মাদকের রমরমা দেখা যাচ্ছে। তাই এই ধরনের কার্যকলাপ যাতে ভবিষ্যতে আর না হয় তাই রেস্তোরাগুলিতে হুক্কা বার বন্ধের কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Written by Rajib Ghosh.

EK24 News
Advertisement
Advertisement
2 thoughts on “West Bengal Liquor Shop – বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গের সমস্ত বার রেস্টুরেন্ট, নেশা পানি আজ থেকে বন্ধ।”
    1. হুক্কা বার বন্ধ করে কোনো লাভ নাই । পশ্চিমবঙ্গ থেকে আগে মদ বন্ধ করুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement