Advertisement
West Bengal Liquor Price List
Advertisement

সুরাপ্রেমিকদের পাশে সরকার! সস্তায় (Liquor Price) দোকানে পৌঁছে যাচ্ছে বিলিতি মদ

বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমার কোনো লক্ষণ নেই। কিন্তু মদের দাম (Liquor Price) কমানো নিয়ে সরকারের বড় পদক্ষেপ। এবার মাত্র ১০০ টাকায় মিলবে অরিজিনাল বিলিতি মদ। শুধু তারাই নয়, মদ ব্যবসায়ীদের কাছেও এটা একটা সুখবর।

Advertisement

2021 সালের নভেম্বর মাসে রাজ্যে এক ধাক্কায় বিলিতি মদের (Liquor) দাম অনেকটাই কমে গিয়েছিল। তারপর এবার মাত্র 100 টাকায় 375 মিলিলিটার এর বিলিতি মদের বোতল পাবেন সূরারসিকরা। রাজ্যে নতুন বিলিতি মদ বিক্রির জন্য পাঠানো শুরু হয়েছে।

Advertisement

আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, চোলাই মদে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তাই সূরা প্রেমিকদের সেখান থেকে দূরে রাখার জন্যই দেশি মদের দাম কমানো হয়েছিল। এবার সেই অভ্যাস বদলানোর জন্য নতুন ব্যবস্থা আনা হয়েছে। সস্তায় বিলিতি মদ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। Liquor Price

Advertisement

দেশি প্রস্তুতকারীরাই এই নতুন মদ তৈরী করবেন। আগে কয়েকটি বিলিতি মদ প্রস্তুতকারী সংস্থা 50% অ্যালকোহলের মাত্রার মদ (Wine) বানাত। তাদের সংখ্যা কমে যাওয়ায় বিলিতি মদ তৈরির দায়িত্ব এবার দেশি প্রস্তুতকারীদের দেওয়া হয়েছে। Liquor Price

LPG সিলিন্ডার নিয়ে নতুন পদক্ষেপ কেন্দ্রের, তবে কি দাম কমছে? 

নতুন ধরনের এই মদ ইতিমধ্যেই সমস্ত দোকানে পাঠানো শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। মদের গুণগত মানের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। জানা যাচ্ছে, সস্তার রাম বা হুইস্কির ক্ষেত্রে ঝাঁজ অনেকটাই কম। একই রকম দামে ভদকাও বাজারে নিয়ে আসা হচ্ছে। নতুন ধরনের এই রাম এবং হুইস্কিতে 50 ডিগ্রি অ্যালকোহলের মাত্রা থাকছে। Liquor Price

EK24 News

এই বিষয়ে মদ ব্যবসায়ীরা বলছেন, আগে দিশি মদের 600 মিলি লিটার বোতলের দাম ছিল 120 টাকা। সেখানে 100 টাকায় 375 মিলি লিটার মদ অনেকেই পেতে চাইবেন। কলকাতাসহ জেলার বিভিন্ন দোকানে এই মদ পাঠিয়ে দেওয়া শুরু হয়েছে। মদ ব্যবসায়ীদের কথায়, এই বিষয়ে কতখানি সাড়া পাওয়া যাবে নিশ্চিত না হলেও নতুন ধরনের এই মদ বিক্রির ক্ষেত্রে চাহিদা ভালই হবে বলে মনে করা হচ্ছে।
Written by Rajib Ghosh

Advertisement

 জীবনে মাত্র ১২০ টাকার লটারি কিনেই কোটিপতি, কোন নিয়ম মেনে লটারি কিনতেন দেখুন।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement