উৎসবের ছুটি তথা মৌসুম কাটতে না কাটতেই আবার টানা ছুটি ঘোষণা সরকারী অফিস আদালত ও স্কুল কলেজে। কোন কোন দিন ছুটি, কি কারনে ছুটি, নবান্নের বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, এক নজরে জেনে নিন।
কোন কোনদিন ছুটি ঘোষণা?
এমনিতেই গত ৮ই নভেম্বর শিখদের প্রথম ধর্মগুরু ও শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মদিন উপলক্ষে সমস্ত রাজ্য সরকারি দপ্তরে ছুটি ছিলো। আর এবার ১২ ও ১৩ ই নভেম্বর সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি। আর ১৪ ই নভেম্বর শিশু দিবস। রাজ্যের স্কুলে এই দিনটি পালনীয় এবং ছুটি। আর তার পরদিন ১৫ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা।
২০১৯ সালে ১৫ ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে নতুন ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই দিনে ছুটি থাকবে সমস্ত রাজ্য সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। তাই একটানা ছুটি হচ্ছে রাজ্যের স্কুল কলেজ ও সরকারী অফিস আদালত।
প্রসঙ্গত আগামী ১৫ ই নভেম্বর বীরসা মুন্ডার জন্মদিন পালন করতে ও সেই উৎসবে যোগদান করতেই ঐদিন ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকবেন বীরসা মুন্ডা অ্যাকাডেমির সভাপতি নয়াগ্রামের তৃণমূল বিধায়ক দুলাল মুর্মু, জেলাশাসক সুনীল আগারওয়াল, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, দুই বিধায়ক দুলাল মুর্মু ও দেবনাথ হাসদা।
রাজ্যের পড়ুয়াদের জন্য সুখবর, ঐক্যশ্রী প্রকল্প এর মাধ্যমে টাকা পাবে রাজ্যের সকল পড়ুয়ারা।
এদিকে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ছুটি বাতিল হয়েছে, পেস্ট কন্ট্রোল ডিপার্ট্মেন্ট ও একাধিক জরুরী বিভাগের কর্মীদের। পরিস্থিতি বেগতিক হলে স্কুল কলেজ ছুটি ঘোষণার পথে হাটতে পারে শিক্ষা দপ্তর। যদিও শীতের প্রকোপ বাড়লে ডেঙ্গি সংক্রমণ কমবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।
বাতিল হবে রাজ্যের ১০ লক্ষ রেশন কার্ড, Ration Card বাঁচাতে চাইলে এই কাজটি এক্ষুনি করুন
অন্যদিকে প্রাথমিক টেট নিয়ে নয়া বিতর্ক সৃষ্টি হয়েছে। সোমবারের মধ্যে আদালতের নির্দেশ না মানলে পরীক্ষা স্থগিত করে দেওয়ার হুশিয়ারি দিয়েছে আদালত। আবার ২০১৪ ও ২০১৭ এর টেট এর মেধাতালিকায় নামহীন রোল নম্বর স্থান পাওয়ায় ভুতুড়ে পরীক্ষার্থী ও সন্দেহজনক বলে মনে করছেন অনেকেই। আপডেট আসছে।
প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সিদ্ধান্ত, পরীক্ষা বাতিল হবে?
প্রতিবেদক, বকলম।
Need latest news
Ami(Dibyendu Halder) ami 2014e traide (Pass) Karachi amar chakrita habe ja lagbe diye dobo amar (Phone number) 9748956109 ebong amar thikana (Garia Sarodapolly) amader barite (Xerox) kauke bolley deakhiye debe