পশ্চিমবঙ্গের স্কুলে নতুন ছুটির তালিকা প্রকাশ, 35 টি অতিরিক্ত ছুটি ঘোষণা।

চলতি বছরে ছুটির তালিকা – Holiday List West Bengal

আগামী মাসগুলিতে রাজ্যের স্কুলগুলি কোন কোন দিন ছুটি থাকছে? ছুটির তালিকা (Holiday List 2023) প্রকাশ করল পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ।
প্রতি বছর স্কুল ছুটির তালিকা প্রকাশ করা হয়। প্রতিটি সেশন শুরু হওয়ার আগেই এই তালিকা প্রকাশ করে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ। চলতি বছরেও সেই তালিকা প্রকাশ করল পর্ষদ। আগামী মাস গুলিতে মোট ৬০ টি ছুটি পাচ্ছেন পড়ুয়ারা। তার মধ্যে সবথেকে বেশি ছুটি থাকবে পুজোর সময়।

Advertisement

এছাড়া গরমের ছুটিও কতদিন থাকবে তা-ও জানানো হয়েছে। বিশেষত এপ্রিল মাসের শুরু থেকেই গরমের পরিমান এতটাই বেড়ে গিয়েছিলো। রাজ্যের অনেক জেলাতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছেছিলো, যে নির্দিষ্ট সময়ের আগেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটির কথা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। আগামী মাসগুলিতে কোন কোন দিন ছুটি থাকছে? ছুটির তালিকা নিচে জানানো হল।

Advertisement

আগামী মাসে গরমের জন্য থাকছে ১০ দিন ছুটি, যদিও গরমের ছুটি ইতিমধ্যেই ৭ দিন ঘোষণা হয়েছে, এবং আগামী ২রা মে থেকে আবার ছুটি ঘোষণা হয়েছে। এখানেই প্রায় ৩৫দিনের গরমের ছুটি পাওয়া যাচ্ছে। পুজোর জন্য ২৬ দিন ছুটি। মোট ৬০ + ৩৫ দিন ছুটি থাকছে। তবে রাজ্যের বিভিন্ন জেলার স্কুলগুলির ভৌগলিক বৈশিষ্ট্য অনুসারে এই ছুটির পরিবর্তন করা হতে পারে।
এবার মাস অনুসারে ছুটির তালিকা দেখে নেওয়া যাক।

মে, ২০২৩-
১ মে (সোমবার)- আন্তর্জাতিক শ্রম দিবস,
৫ মে (শুক্রবার )- বুদ্ধ পূর্ণিমা,
৯ মে (মঙ্গলবার)- রবীন্দ্রনাথের জন্মদিন,
১৪ মে (রবিবার)-মাদার্স ডে,

Advertisement

জুন ২০২৩-
১৮ জুন (রবিবার)
২০ জুন (মঙ্গলবার)- রথযাত্রা,
২৯ জুন (বৃহস্পতিবার ইদ, জুলাই, ২০২৩-
৩ জুলাই (সোমবার)- গুরু পূর্ণিমা (সেকশনাল)
২৯ জুলাই (শনিবার)- মহরম,

Advertisement

আগস্ট, ২০২৩-
৬ আগস্ট (রবিবার)
১৫ আগস্ট (মঙ্গলবার)- স্বাধীনতা দিবস,
২৯ আগস্ট (মঙ্গলবার – ওনাম (সেকশনাল)
৩০ আগস্ট (বুধবার)- রাখি (রক্ষা বন্ধন),

Advertisement

ব্যাংক একাউন্ট থেকে 436 টাকা কাটবে, ব্যালান্স না থাকলে টাকা জমা করুন, জরুরী নির্দেশ।

সেপ্টেম্বর, ২০২৩-
৬ সেপ্টেম্বর (বুধবার)- জন্মাষ্টমী,
২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)- ইদ,

অক্টোবর, ২০২৩-
(১৮ই অক্টোবর থেকে ১৬ই নভেম্বর পর্যন্ত)
২ অক্টোবর (সোমবার)- গান্ধী জয়ন্তী, ১৫ অক্টোবর (রবিবার)- নবরাত্রির প্রথম দিন,
২০ অক্টোবর (শুক্রবার)- দুর্গাপূজার প্ৰথম দিন,
২১ অক্টোবর (শনিবার)- মহাসপ্তমী,
২২ অক্টোবর (রবিবার)- মহাঅষ্টমী,
২৩ অক্টোবর (সোমবার)- মহানবমী,
২৪ অক্টোবর (মঙ্গলবার)- দশমী,
২৮ অক্টোবর
৩১ অক্টোবর

Advertisement

43000 প্রাথমিক শিক্ষকদের নথি CBI দপ্তরে, 15000 চাকরি যাওয়ার সম্ভাবনা।

নভেম্বর, ২০২৩-
১ নভেম্বর (বুধবার)
১২ নভেম্বর (রবিবার)- চতুর্দর্শী,
১২ নভেম্বর (রবিবার)- দীপাবলি,
১৩ নভেম্বর
১৫ নভেম্বর (বুধবার)- ভাইফোটা,
১৯ নভেম্বর (রবিবার)- ছট পৃজা,
২৭ নভেম্বর (সোমবার)- গুরু নানক জয়ন্তী,

ডিসেম্বর, ২০২৩-
২৫ ডিসেম্বর (সোমবার)- বড়দিন,
৩১ ডিসেম্বর (রবিবার)- নিউ ইয়ারের আগের দিন।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Advertisement
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment