মহা আনন্দের খবর, ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা, কবে পাবেন, জেনে নিন।
চাকরিজীবীরা ছুটির (Holiday, Vacation) খবর পেলেই আনন্দিত হয়ে ওঠেন। নিয়মিত চাকরির কারণে সরকারি বিভিন্ন দপ্তরে যেতে হয় চাকরিজীবীদের। সকালে গিয়ে সন্ধ্যে আসা, নিত্য দিনের সেই রুটিনে বদল আনার জন্য ছুটির প্রয়োজন হয়। আর তাই বছরের শুরুতেই এই সরকারি ছুটির তালিকা সমস্ত সরকারি চাকরিজীবীরাই একবার চোখ বুলিয়ে নেন।
Special Holiday in West Bengal.
কবে, কোন দিন, কত তারিখে সরকারি ছুটি রয়েছে, তাহলে আগাম জানা থাকলে পরিকল্পনা করে সেই ছুটিকে উপভোগ করতে পারেন তারা। হয়তো কোথাও থেকে একটু ঘুরে আসা বা নিতান্তই বাড়িতে বসে সেই সময় কাটানো, নিশ্চিন্তে ছুটি উপভোগ করতে চান সরকারি চাকরিজীবীরা (Govt.Employees Holiday). তবে সব ছুটি আনন্দে কাটানো বা সুখকর হয়না। আর এমনটি একটি ছুটি নিতে পারেন বিভিন্ন সরকারী কর্মীরা।
আর এবার ফেব্রুয়ারি মাসেই সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে ছুটি সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারি কর্মচারীরা ফেব্রুয়ারি মাসে একটি নতুন ছুটি (Holiday, Vacation) পেতে চলেছেন।
২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন Assembly By-election রয়েছে। অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাগরদিঘির উপনির্বাচনে যে সমস্ত সরকারি কর্মীরা ডিউটিতে যাচ্ছেন, ২৭ তারিখ ভোট গ্রহনের কারনে গভীর রাত হলে, তারা চাইলেই ২৮ ফেব্রুয়ারি ছুটি নিতে পারেন।
রাজ্য সরকারের তরফে এই নতুন ছুটি সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা করা হয়েছে।
যে সমস্ত রাজ্য সরকারি কর্মীরা ভোট কর্মী হিসেবে সাগরদিঘি উপনির্বাচনে ডিউটিতে যোগদান করবেন, ২৮ তারিখ তাদের অফিসে পৌঁছানোর ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হলে তারা ওই দিন বিশেষ ছুটি Special Holiday পেতে পারেন।
অর্থ দপ্তরের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, উপ নির্বাচনের আগের দিন রবিবার হওয়ার কারণে সাগরদিঘি পৌঁছানোর জন্য রাজ্য সরকারের কর্মীদের যে ছুটি দেওয়া হয়ে থাকে, সেটা দেওয়া হয়নি।
আর বাড়ির কাছে বদলী নয়, শিক্ষক বদলির নতুন নিয়ম রাজ্যে, কারা অগ্রাধিকার পাবেন?
২৭ তারিখে উপনির্বাচনের পরেই যদি বিশেষ কারণে কোনো কর্মী ২৮ শে ফেব্রুয়ারি নিজের কর্মক্ষেত্রে না উপস্থিত হতে পারেন, তাহলে ওই কর্মী সেই দিন ছুটি পেতে পারেন।
রাজ্য সরকারের তরফে এই নতুন ছুটি নিয়ে সরকারি কর্মচারীরা অনেকটাই ধন্দে ছিলেন। তারা বুঝে উঠতে পারছিলেন না, এই ছুটি কিভাবে, কারা পেতে পারেন? রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তবে ঐদিন মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা রয়েছে, তাই সকলে ছুটি নিতে পারবেন কিনা, সেটা নিয়েও প্রশ্ন উঠছে।
Written by Rajib Ghosh.
পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা নিয়ে পরবর্তী পদক্ষেপ ঘোষণা, কর্মীদের দোষেই এতদিন DA পাননি, কারন জেনে নিন।