Advertisement
বকেয়া ডিএ (Dearness Allowance)
Advertisement

বকেয়া ডিএ এর (Dearness Allowance) দাবিতে রাজপথে নেমে আন্দোলন শুরু করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। আন্দোলনকারীদের মূল দাবি, রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটাতেই হবে। আর সেই দাবিতে আইনি পথে আদালতে যেমন লড়াই চলছে, ঠিক সেই ভাবে হাত গুটিয়ে বসে না থেকে তারা এবার নেমে পড়েছেন ময়দানে।

Advertisement

ইতিমধ্যেই কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করেছে সরকারি কর্মচারীদের সংগঠন। আর তারপরে শহীদ মিনার চত্বরে অবস্থান-বিক্ষোভে বসেছে সরকারি কর্মচারী সংগঠনের একাংশ।

Advertisement

কেন্দ্রীয় সরকার এবং দেশের অন্যান্য রাজ্যে সরকারি কর্মীরা নিয়মিত Dearness Allowance পাচ্ছেন। সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা নিয়ম অনুযায়ী DA পাচ্ছেন না। এই অভিযোগ সরকারি কর্মচারী সংগঠনের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার পরিপ্রেক্ষিতে SLP দাখিল করা হয়েছে। সেই মামলার শুনানি হবে আগামী ১৫ই মার্চ শীর্ষ আদালতে। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা ৩ শতাংশ হারে বকেয়া ডিএ (Dearness Allowance) পেয়ে থাকেন।

Advertisement

বকেয়া ডিএ কবে?

এবার সুপ্রিমকোর্টে শুনানির আগেই রাজপথে নেমে আন্দোলন শুরু করলেন সরকারি কর্মচারীদের সংগঠন। আর এই প্রসঙ্গেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন। ফিরহাদ হাকিম বলেছেন, শহীদ মিনারে কোনো রাজ্য সরকারি কর্মচারীরা অবস্থানে বসেননি। ওখানে যারা সিপিএমের সমর্থক, কর্মী, তারা অবস্থান করছেন। সরকারি কর্মচারীদের কেউ অবস্থান বিক্ষোভ করছেন না। সিপিএমের লোকেরাই অবস্থান বিক্ষোভে বসে এই পরিস্থিতি সৃষ্টি করছে।

মেয়ের বিয়ের জন্য লাখ লাখ টাকা পাবেন এই স্কীমে, কিভাবে আবেদন করবেন?

অবস্থানে বিক্ষোভরত নিজেকে সরকারি কর্মচারী বলে দাবি করে এক ব‍্যক্তি জানান, রাজ্যের মন্ত্রীর কাছে কোনো প্রমাণ আছে, যে এখানে কোনো সরকারি কর্মচারী অবস্থানে বসেননি?
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এটাও জানিয়েছেন, সরকার ঠিক মতো চলছে। কোনো অসুবিধা নেই। সময়মতো ঠিক কাজ সরকার করবে।

EK24 News

অর্থাৎ রাজ্য সরকার ডিএ দেওয়া ব্যাপারে ওয়াকিবহাল, যখন সময় হবে তখন ডিএ ঘোষণা হবে। প্রসঙ্গত গত মাসে সাংবাদিকদের করা বক্তব্যে রাজ্যের অর্থ মন্ত্রীও জানিয়েছিলেন, রাজ্য সরকার ডিএ দেওয়ার ব্যাপারে সংবেদনশীল, রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ, আদালতে মামলাটি বিচারাধীন, যখন সময় হবে সমস্ত বকেয়া ডিএ দেওয়া হবে।

Advertisement

এবার সত্যি সত্যি কমছে রান্নার গ্যাসের দাম, সাধারনের হেঁসেলে ফিরলো স্বস্তি।

বকেয়া DA এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলনে সামিল হয়েছেন। আর এবার কলকাতার রাজপথে অবস্থান-বিক্ষোভ ও গনছুটির কর্মসূচী নেওয়া হলো। ভবিষ্যতে এই আন্দোলন আরও তীব্র হবে বলে জানিয়েছেন তারা।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement