দীর্ঘ 3 বছর পর অবশেষে পশ্চিমবঙ্গে ডিএ ঘোষণা (Dearness Allowance) হলো। ডিএ মামলা এবং ডিএ আন্দোলন অনশনের মধ্যে বড় খবর। কত % বৃদ্ধি হলো, কবে থেকে চালু, কত টাকা বাড়বে বেতন, জেনে নিন। তবে সরকারি কর্মীরা এই ডিএ বৃদ্ধি (DA Hike) নিয়ে কি বললেন, কিম্বা কি প্রতিক্রিয়া জেনে নেওয়া যাক।
পেশ হলো রাজ্য বাজেট State Budget রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় পেশ করছেন বাজেট। বিভিন্ন ক্ষেত্রে সামাজিক প্রকল্প নিয়ে এই বাজেটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাজ্য সরকারি কর্মচারীদের DA নিয়ে ঘোষণা করা হয়েছে।
পশ্চিমবঙ্গে ডিএ ঘোষণাঃ
আন্দোলন চলছে রাজ্য সরকারি কর্মচারীদের। একের পর এক লাগাতার কর্মসূচি ঘোষণা করেছেন। দীর্ঘদিন ধরে বকেয়া DA পাওয়ার লক্ষ্যে রাস্তায় নেমে আন্দোলন করছেন তারা। এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় অর্থমন্ত্রী রাজ্য বাজেট পেশ করার সময় জানিয়ে দেন, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ ঘোষণা করা হলো।
ডিএ ঘোষণা নিয়ে রাজ্য সরকারী কর্মীদের প্রতিক্রিয়া
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আর্থিক সংকট থাকা সত্ত্বেও রাজ্যের সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের 6th Pay Commission আওতায় ৩ শতাংশ DA বাড়ানো হয়েছে। তারা সেই বেতন কমিশনের নিয়ম অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন।
রাজ্য সরকার অবশেষে ৩ শতাংশ ডিএ ঘোষণা করায় রাজ্য সরকারি কর্মচারীরা অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঘোষণার পরে জানিয়ে দিলেন, ভিক্ষাবৃত্তি গ্রহণ করছি না। কর্ম বিরতি চলবে। সন্ধ্যার মধ্যে পরবর্তী কর্মসূচির তারিখ ঘোষণা করা হবে।
এদিনের বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সর্বশ্রেণীর মানুষের জন্য যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ফলে যথেষ্ট উপকৃত হবেন রাজ্যবাসী। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের সুবিধা দিয়ে যাচ্ছে।
এমাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাংক, বিভ্রান্তি এড়াতে দেখে নিন বিস্তারিত।
সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে আন্দোলন করছেন। শহীদ মিনার চত্বরে অবস্থান ধারণা চলছে। আর এর মধ্যেই রাজ্য সরকারের ৩ শতাংশ DAর ঘোষণা হয়ে গেল। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা সেই ডিএ গ্রহণ করতে রাজি হলেন না। পরিবর্তে তারা আন্দোলন কর্মসূচির দিনক্ষণ জানিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিতে চলেছেন।
স্বাস্থ্য সাথী কার্ডের নতুন লিস্ট, কে কে পেলেন, আর কি কি সুবিধা পাবেন?
কত টাকা বাড়বে বেতনঃ
৩% ডিএ বৃদ্ধির ফলে বেসিক বা মূল বেতন এর ৩% হারে বেতন বাড়বে, অর্থাৎ কারো বেসিক ৩০০০০ টাকা হলে তার মাসিক বেতন ৯০০ টাকার মতো বাড়বে। যদিও কর্মীদের দাবী, কেন্দ্রের তুলয়ায় ৩৬% বকেয়া, তাই ৩% তারা ছুড়ে ফেলে দেবেন।
Written by Rajib Ghosh.