Bank Holidays 2023 West Bengal.
প্রকাশিত হলো ২০২৩ সালের ব্যাংকের ছুটির তালিকা বা Bank Holidays 2023. ব্যাংক কর্মীদের তো বটেই, সাধারন মানুষের ও এই ছুটির খুবই প্রয়োজনীয়। তাই এক নজরে দেখে নিনি, কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে।
সামনেই নতুন বছর। আর নতুন বছর মানেই একবার নতুন ক্যালেন্ডারে চোখ বুলিয়ে নেওয়া। কত দিন ছুটি রয়েছে, কবে কবে ছুটি হয়েছে, প্রায় সবাই সেই তালিকা একবার দেখতে চান। তবে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাংকের ছুটির তালিকাটা দেখা। কারণ সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ করতে হয় ব্যাংকের মাধ্যমে।
২০২৩ সালে কবে কত দিনের জন্য ব্যাংক ছুটি রয়েছে একবার তালিকাটা দেখে নিন:
Bank Holidays 2023
১২ ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন
২৩ শে জানুয়ারি, নেতাজির জন্মদিন
২৬ জানুয়ারি, সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস
ফেব্রুয়ারি মাসে কোনো ছুটি নেই ব্যাংকে।
এরপর ৮ মার্চ, দোলযাত্রা
৭ এপ্রিল, গুড ফ্রাইডে
২১ এপ্রিল, ঈদ-উল-ফিতর (চাঁদ দেখার উপর নির্ভরশীল)
১ মে, মে দিবস বা শ্রম দিবস
৫ মে, বুদ্ধ পূর্ণিমা
৯ মে, রবীন্দ্র জয়ন্তী
জুন মাসে ঈদ উল জোহা উপলক্ষে ব্যাংক ছুটি (Bank Holidays 2023) থাকবে, এই দিনটি চাঁদ দেখার উপর নির্ভরশীল।
২৯ জুলাই, মহরম
১৫ আগস্ট, স্বাধীনতা দিবস।
সেপ্টেম্বর মাসে ব্যাংক কর্মীরা কোনো ছুটি পাচ্ছেন না।
২ অক্টোবর, গান্ধী জয়ন্তী
১৪ অক্টোবর, মহালয়া
২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর, সপ্তমী থেকে দশমী, দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক ছুটি (Bank Holidays 2023) থাকবে।
২৮ অক্টোবর, লক্ষ্মীপূজো
১২ নভেম্বর, কালীপুজো
২৫ ডিসেম্বর, বড়দিন
2023 সাল থেকে রেশন কার্ড থাকলেই বিনামূল্যে পাবেন সমস্ত মুদি মাল।
তবে এই বছর অনেকগুলো ছুটি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে পড়ায় ব্যাংক কর্মীরা সেই ছুটি থেকে বঞ্চিত হবেন। যেমন সরস্বতী পূজা এবং প্রজাতন্ত্র দিবস একই দিনে পড়েছে। মহালয়া এবং অক্টোবরের দ্বিতীয় শনিবার একই দিনে পড়েছে। ঈদ-উল- ফিতর এবং এপ্রিল মাসের চতুর্থ দিন একই দিনে পড়েছে। লক্ষ্মীপূজো এবং অক্টোবর মাসের চতুর্থ শনিবার একই দিনে পড়েছে।
Fixed Deposit – 555 দিনের জন্য এই ফাটাফাটি স্কিমে টাকা রাখলে পাবেন সর্বোচ্চ সুদ।
এদিকে প্রত্যেক শনি ও রবিবার ব্যাংক বন্ধ (Bank Holidays 2023) রাখার কথা আলোচনা হচ্ছে। এই নিয়ম আগামী ১ এপ্রিল থেকে চালু হতে পারে। সরকারী ঘোষণা মাত্রই আপনাদের আপডেট দেওয়া হবে। ব্যাংকিং পরিষেবা ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের EK24 News ফলো করুন।
Written by Rajib Ghosh.