Advertisement
বকেয়া ডিএ (Arrear DA Meeting)
Advertisement

বকেয়া ডিএ নিয়ে যৌথ মঞ্চের সাথে বৈঠকের ফলাফল কী? জানালেন ভাস্কর ঘোইয়

রাজ্য সরকারী কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়টি নিয়ে সরকারকে একটি সমঝোতা বৈঠক করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বেঁধে দেওয়া হয় সময়ও। 17 এপ্রিলের মধ্যে বৈঠকের আয়োজন করে কি সিদ্ধান্ত হয়, আদালত কে জানানোর নির্দেশ দেওয়া হয়। আর দীর্ঘ টালবাহানার পর অবশেষে হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মীদের সাথে একটি বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফে।

Advertisement

গত 20 এপ্রিল, নবান্ন থেকে সংগ্রামী যৌথ মঞ্চের কর্তা ভাস্কর ঘোষ ও সমস্ত রাজ্য সরকারি সংগঠন কে আজ সরকারের তরফে, নবান্নের ১৩ তলায় একটি বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। বিকেল সাড়ে ৪ টের সময় ওই বৈঠক শুরু হয়েছিল এবং পুরো এক ঘন্টার আলোচনায় কি সিদ্ধান্ত হয়েছে, সেটা জেনে নিন।
স্বাভাবিকভাবেই নবান্নের তরফে ওই বৈঠকে কী বলা হয়েছে, তা জানার জন্য নবান্নের বাইরে সাংবাদিকদের ভিড় ছিল দেখার মত। বৈঠক শেষে, নবান্ন থেকে বেরিয়ে ভাস্কর ঘোষ সংবাদমাধ্যমে আপডেট দেন বৈঠকের ফলাফল নিয়ে।

Advertisement

ভাস্কর বাবু পরিষ্কার ভাবে জানিয়ে দেন, আজকের বকেয়া ডিএ নিয়ে নবান্নে যে বৈঠক ডাকা হয়েছিল, তা সম্পূর্ণ ভাবে ব্যর্থ। হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকারের ডাকা বৈঠকের নিটফল একেবারে ‘জিরো’। তিনি বলেন, ‘বকেয়া ডিএ নিয়ে আজকের বৈঠকের নিটফল “জিরো”। আমরা বুঝলাম যে এই রাজ্যে মালকিন যেটা বলেন, ভৃত্যরা সেটাই শোনেন! সরকার তার সিদ্ধান্তে অবিচল, বৈঠক হোক আর মামলার রায়, কর্মীদের অধিকার তারা দেবেন না।’

Advertisement

সরকারি কর্মীদের আন্দোলনের শীর্ষ নেতৃত্ব সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আরও বলেন, ‘আজকের বৈঠকে রাজ্য সরকারের শীর্ষ আমলারা দাবি করেছেন যে, বিভিন্ন খাতে কেন্দ্র সরকারের বঞ্চনার স্বীকার হচ্ছে রাজ্য। কেন্দ্র সরকার টাকা দিচ্ছেনা, বলেই রাজ্য সরকার বকেয়া ডিএ দিতে পারছে না। রাজ্যের আর্থিক পরিস্থিতি ঠিক হলেই রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেবে।’ অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের ডিএ চাওয়া যে অধিকার বা নৈতিক কিম্বা সত্যি সত্যি পাওনা রয়েছে, তা এক প্রকার স্বীকার করে নিল নবান্ন।

wbsedcl power cut complaint helpline number (কারেন্ট নেই)

যদিও, ‘রাজ্যের কাছে টাকা নেই’ এর উত্তরে ভাস্কর বাবু সকল প্রকার প্রমাণ এবং তথ্য বৈঠকে পেশ করে দেখিয়ে দেন যে রাজ্যের কাছে ডিএ দেবার মত যথেষ্ট তহবিল আছে। তবে প্রমাণ দেখার পর সরকারি আধিকারিকরা মুখে কুলুপ আঁটেন বলেই জানালেন ভাস্কর ঘোষ। আজকের নিষ্ফল বৈঠকের পর আগামী 6 মে একটি পদযাত্রার আয়োজন করবে যৌথ মঞ্চ। তবে এই পদযাত্রা কোথায় শুরু এবং কোথায় শেষ হবে, তা নিয়ে আজ কিছু বলেননি ভাস্কর ঘোষ। তবে মিছিল যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছবে, তা একপ্রকার নিশ্চিত।
Written by Parna Banerjee.

EK24 News

পঞ্চায়েত ভোটের আগেই মমতার মাস্টারস্ট্রোক, রাজ্য সরকারি কর্মী ও অস্থায়ী কর্মীদের সুখবর।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement