শুনানি হলো না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানী। রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছিল সোমবার ২৮ নভেম্বর ডিভিশন বেঞ্চে সেই ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার দিন এই মামলার শুনানি হয়নি। যার ফলে স্বভাবতই আপাতত স্বস্তিতে রাজ্য সরকার। আরও কিছুটা সময় পাওয়া গেল। অন্যদিকে সুবিচারের অপেক্ষায় দিন গুনছেন রাজ্য সরকারী কর্মীরা।
পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কি নির্দেশ সুপ্রিম কোর্টের?
Dearness Allowance মামলায় রাজ্য কর্মচারী সংগঠনের পক্ষের আইনজীবী ফিরদৌস শামীম জানান, সময়ের অভাবে সুপ্রিম কোর্টে বিচারপতিদের ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি হয়নি। তবে খুব শীঘ্রই রাজ্যের সরকারী কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার পাবেন। বকেয়া DA সরকারকে দিতে হবে। একইসঙ্গে তিনি জানান, আগামী সোমবার ৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে বলা হয়েছে, ডিএ মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট এগিয়েছে, আরো কিছুটা অতিরিক্ত সময় বাড়িয়ে নেওয়ার জন্য। তবে সরকারি কর্মীরা হতাশ হবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারকে বকেয়া DA দিতে হবে। আর এর পর আর কোথাও যাওয়ার যায়গা থাকবে না।
কলকাতা হাইকোর্ট ডিএ মামলায় রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া DA তিন মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়। রাজ্য সরকার সেই নির্দেশের ভিতর অস্পষ্টতা রয়েছে বলে জানায়। পরবর্তীতে হাইকোর্টে আবেদন করলেও আগের নির্দেশ বহাল রাখে আদালত। তারপরেই সরকারের পক্ষ থেকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়।
এবার সেই DA মামলার ফয়সালা হবে সুপ্রিম কোর্টে। অভিজ্ঞ মহলের মতে, সোমবার ২৮ নভেম্বর রাজ্য সরকারের তরফে স্পেশাল লিভ পিটিশনের শুনানি হওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্টে শুনানি হয়নি। তবে এতে কোনো পক্ষেরই লাভ বা ক্ষতি কোনো কিছুই হবে না। সময়ের অভাবেই শুনানি হয়নি। পরবর্তীতে আগামী ৫ ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। এর মধ্যেই আবার আগামী ৩০ নভেম্বর কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলার শুনানি হতে পারে।
এদিকে আগামী জানুয়ারিতে বকেয়া ১৮% DA মিটিয়ে দিতে চলেছে কেন্দ্র সরকার। উৎসবের মাসে কেন্দ্রীয় হারে DA বাড়িয়েছে ৯ টি রাজ্য। কিন্তু পশ্চিমবঙ্গে দেড় বছর কোনও DA বাড়েনি। আর এর পরেই রাজ্যের অর্থমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের মতো কোনও সরকার DA দেয় না। রাজ্য সরকার কর্মীদের উপর যথেষ্ট সংবেদনশীল। যার জেরে বেজায় খেপেছেন কর্মীরা। ফলে কর্ম বিরতী বা গনছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএ মামলার পাশাপাশি এবার গণতান্ত্রিক পদ্ধতিতেও লড়াই হবে।
Written by Rajib Ghosh.
পশ্চিমবঙ্গে ডিএ ঘোষণা হলেও বাদ যাবেন শিক্ষকেরা, নবান্নের অর্ডারে আদালতে নতুন গুঞ্জন শুরু
রাজ্য সরকার কোথায় যাবে ?
ডিএ তোমায় দিতেই হবে—
নাহলে এবার ?
লাগাতার কর্মবিরতি হবে,
সরকারি কাজ লাটে উঠবে।।