Advertisement
আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি কবে হবে (West Bengal Heat Wave Weather Report Today)
Advertisement

আগামী 15 দিন কেমন থাকবে রাজ্যের Weather Report Today বা আবহাওয়া? কী জানাল আবহাওয়া দফতর?

Weather Report Today:
আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন। তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই ছুটি কার্যকর হবে এই সপ্তাহের শুক্রবার পর্যন্ত, অর্থাৎ 17 এপ্রিল থেকে 21 এপ্রিল অবধি ছুটি দেওয়া হয়েছে রাজ্যে। কিন্তু এই সময়ের মধ্যে গরমের দাপট কি একটু হলেও কমবে? বৃষ্টির কি কোনো সম্ভবনা আছে? কেমন থাকবে এই সপ্তাহে রাজ্যের আবহাওয়া (Weather Report Today)? চলুন জেনে নেওয়া যাক।

Advertisement
বৃষ্টি কবে হবে, Heat Wave Weather Report Today Rain in West Bengal

রাজ্যের আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ 20 এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গ ছাড়া বাকি সমস্ত জেলা যেমন – উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে তাপপ্রবাহ চলবে। সাথে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বইবে গরম হাওয়া ‘লু’। প্রথম কদিনে যেমন কোনও হাওয়া ছিলো না। এই কদিন কিছুটা হাওয়া থাকবে। তবে সবচেয়ে সমস্যার হলো বার বার লোডশেডিং হওয়াতে ফ্যান চলছেনা, আর জলের সংকট দেখা দিচ্ছে।

Advertisement

Weather Report Today:
দক্ষিনবঙ্গের সমস্ত জেলাগুলিতে আপাতত কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এই সপ্তাহে তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না, 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই তাপমাত্রা থাকবে। সপ্তাহের শেষ দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বিক্ষিপ্ত ভাবে, কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Advertisement
প্যান আধার লিঙ্ক (Pan Card Aadhaar Card Link)

Weather Report Today:
এদিকে, অস্বস্তিকর ভ্যাপসা গরমের শিকার হবে উত্তরবঙ্গও। সোমবার এবং মঙ্গলবার, এই দুই দিন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও তাপপ্রবাহের সম্ভবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বাকি পাঁচটি জেলায় অর্থাৎ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও থাকবে গরম।

দুই টাকার এই পুরাতন কয়েন বিক্রি করে কামান লক্ষাধিক টাকা, জানুন কীভাবে?

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এখনই রাজ্যের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি হওয়ার মেঘ তৈরির সম্ভবনা আছে। যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। কিন্তু সেই মেঘ থেকে আদৌও স্বস্তির বৃষ্টি নামবে কিনা, তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি আবহাওয়া দফতরের তরফে। যদিও প্রতিবেসি দেশ বাংলাদেশে বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাষ রয়েছে। তাতে গড় তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে।

EK24 News
কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার (krishak bandhu, lakhir bhandar)

মোটের উপর, বেসরকারি এক আবহাওয়া সংস্থার পূর্বাভাস জানিয়েছে, চলতি মাসের একদম শেষের দিকে এবং মে মাসের প্রথম দিকে সামান্য কয়েক ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। যদিও সেই তাপমাত্রা হ্রাসের পরিমাণ খুব বেশি হলে দেড় ডিগ্রির আশেপাশে ঘুরবে। তবে মাসের একেবারে শেষ দিনে, অর্থাৎ, 30 এপ্রিলে খানিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন দেখার চূড়ান্ত অসহ্যকর গরমে, বহু কাঙ্খিত স্বস্তির বৃষ্টি কবে নামে!
Written by Antara Banerjee

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement