Advertisement
WBCS Syllabus 2023 ও Exam Pattern
Advertisement

বদলে যাবে WBCS Syllabus 2023 ও Exam Pattern:

পশ্চিমবঙ্গ বিধানসভায় WBCS Syllabus 2023 এবং Examination Pattern পরিবর্তন নিয়ে একটি Memorandum প্রস্তাব রাখা হয়েছে। WBCS Syllabus 2023 এর এই পরিবর্তন নিয়ে বিধানসভায় আলোচনা এবং ভোট গ্রহণ করা হবে। যদি পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটে WBCS সিলেবাস এর পরিবর্তণ এবং পরীক্ষার প্যাটার্নের বদল পাশ হয়ে যায়, তাহলে WBPSC বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ডব্লিউবিসিএস সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন এর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে। এবার WBCS Syllabus 2023 এবং পরীক্ষার প্যাটার্নে কি কি পরিবর্তন হতে পারে, কি ধরনের সিলেবাস হতে পারে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য একবার জেনে নেওয়া যাক।

Advertisement

WBCS Syllabus 2023 কি পরিবর্তন হবে:

ডব্লিউ বিসিএস সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন এর পরিবর্তন নিয়ে বিধানসভায় মেমোরান্ডাম প্রস্তাব রাখা হয়েছে। সেখানে আলোচনা এবং ভোটগ্রহণের পর তা পাস হয়ে গেলে ক্যাবিনেট ক্যাম্প দেওয়ার পরে WBPSC অফিসিয়াল সাইটে পাস হবে।
পরিবর্তন কোন বছর থেকে শুরু হবে?
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে ২০২৩ সালে ডব্লিউ বিসিএস সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্নের কোনো বদল হচ্ছে না। এই পরিবর্তন যদি হয় তাহলে ২০২৪ সাল থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

WBCS Preliminary Part 1

সম্পূর্ণ MCQ Type প্রশ্ন থাকবে। দুটি পেপার হবে। ২ ঘন্টা করে প্রতি পেপারের জন্য সময় বরাদ্দ থাকবে।
General Studies Paper ২00 নম্বর এই পেপার থাকবে। আগের মতই এই পেপারে Marks দিয়ে MAIN-এর জন্য Cutoff তৈরি হবে।
ইংরেজি, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের ইতিহাস, ভারতীয় রাজনীতি এবং অর্থনীতি, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতীয় জাতীয় আন্দোলন, জেনারেল মেন্টাল এবিলিটি (গণিত)

General Studies Paper 2 ২০০ নম্বরে এই পেপারটায় ৩৩ শতাংশ মার্কস পেতে হবে। মানে ৬৬ মার্কস কোয়ালিফায়িং ইন নেচার এই পেপারে থাকবে।
Comprehension, Logical Reasoning and Analytical Ability, Interpersonal Skills Including Communication Skills, General Mental Ability, Decision Making and Problem Solving, Basic Numeracy Data Interpretation

EK24 News

WBCS Main Exam Part 2

১০টি পেপার থাকবে।
দুটি ল্যাংগুয়েজ পেপার থাকবে।
Language পেপারে Bengali/Nepali ৩০০ মার্কস
Language Paper B English ৩০০ মার্কস
এছাড়া ৪টি Compulsory Paper থাকবে। প্রতিটিতে মার্কস থাকবে ২৫০ করে মোট ২ হাজার মার্কস।

Advertisement

Primary TET 2016 পুরো প্যানেল বাতিলের সম্ভাবনা, বেআইনি ভাবে নিযুক্ত 15000 শিক্ষক কে চিহ্নিত।

প্রতিটি পেপার ডেস্ক্রিপটিভ টাইপ থাকবে। Group C আর Group D-র জন্য যারা বসবে তারা পেপার vii এবং vii না দিলেও চলবে। এই দুটি অপশনাল পেপার হিসেবে থাকবে।
প্রতিটি পেপারের জন্য ৩ ঘন্টা করে সময় বরাদ্দ থাকবে।
বাংলা এবং ইংলিশে উত্তর লেখা যাবে। কম্পালসারি ৮টি পেপারের সিলেবাস।

Paper 1- English Easy and Composition- 250 marks
Paper 2- বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি, ২৫০
Paper 3- ইতিহাস ও ভূগোল ২৫০ জেনারেল স্টাডিজ পেপার 1
পেপার 4- GS-2, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, কম্পিউটার জ্ঞান, সাধারণ বিজ্ঞান ২৫০
পেপার 5- ভারতীয় অর্থনীতি ও রাজনীতি ২৫০
পেপার 6- পাটিগণিত এবং যুক্তি ২৫০

প্রাইমারি টেট মামলায় আজই ভাগ্য নির্ধারণ, লাখ লাখ শিক্ষক ও হবু শিক্ষকদের।

এবার সিক্স এবং পেপার সেভেন অপশনাল পেপার। ২৫০+২৫০ = ৫০০ মার্কস
Interview:
নম্বর বিভাজনের পরিবর্তন হচ্ছে না। গ্রুপ A, B ২০০ মার্কস
গ্রুপ C 150
গ্রুপ D 100 মার্কস।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement