Advertisement
WBCHSE HS Result 2022
Advertisement

WBCHSE HS Result 2022 Published – ঝটপট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার সহজ পদ্ধতি।

অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (WBCHSE HS Result 2022 Published)। পাশের হার ৮৮ শতাংশ। খুব সহজেই মোবাইল থেকে রেজাল্ট দেখতে পাবেন। অফিসিয়াল ওয়েবসাইট যদি স্লো হয়ে যায়, তবুও আমাদের এই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে।

Advertisement

নিচের কয়েকটি লিংকে ক্লিক করে রেজাল্ট দেখে নিতে পারেন। একটি লিঙ্ক কাজ না করলে অন্যটিতে চেষ্টা করুন। (WBCHSE HS Result 2022 Published)

Advertisement

উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন- LINK 1

Advertisement

প্রথম লিঙ্কটি সঠিকভাবে কাজ না করলে এই লিঙ্কে ক্লিক করুন- LINK 2

প্রতি বছর পরীক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় বাড়ে। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রায় সাড়ে ৭ লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় প্রকাশ পেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। গত সপ্তাহে পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছিল সকাল ১১:৩০ টা থেকে অনলাইনে (WBCHSE HS Result 2022 Published) দেখা যাবে ফলাফল।

EK24 News

তবে গত ৮ জুন ফের এক নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয় সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনের পর সকাল ১২ টা থেকে অনলাইনে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। অতিমারির চক্করে প্রথমবার নিজ নিজ স্কুলে বা হোম সেন্টারে নেওয়া হয়েছে পরীক্ষা। মোটের ওপর সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে এবারের পরীক্ষাপর্ব।

Advertisement

একাধিক ওয়েবসাইট রয়েছে যেগুলি থেকে জানা যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। ওয়েবসাইটগুলি হলো– (WBCHSE HS Result 2022 Published)
১) https://wbresults.nic.in/
২) https://exametc.com/
৩) https://m.jagranjosh.com/
৪) https://www.results.shiksha/
৫) https://technoindiagroup.com/

৬) http://abpananda.abplive.in/
৭) http://news18bangla.com
৮) http://abpeducation.com/
৯) http://bangle.hindustantimes.com/
১০) http://indiatoday.in/education

উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন, PDF Download Direct Link

https://wbresults.nic.in এর মাধ্যমে এই পদ্ধতিতে জানা যাবে ফলাফল
১) মোবাইল ফোন, কম্পিউটার কিংবা অন্যান্য যে কোন ডিভাইস থেকে সার্চিং ব্রাউজার ওপেন করে টাইপ করতে হবে www.wbresults.nic.in
২) তারপর ‘Enter Your Registration No.’ এর জায়গায় পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বরটি লিখতে হবে। (WBCHSE HS Result 2022 Published)
৩) তারপর ‘Submit’ বাটনে ক্লিক করলেই জানা যাবে রেজাল্ট।

Advertisement

পর্ষদের তরফে ঘোষণা করা হয়েছে ওয়েবসাইটের পাশাপাশি SMS এর মাধ্যমেও দুপুর ১২ টা থেকে জানা যাবে ফলাফল (WB HS Results 2022)। এমন অনেক পরীক্ষার্থীর সাথেই হয় যে তারা পরীক্ষায় একরকম উত্তর লিখে এসেছেন এবং রেজাল্টের তার অনুরূপ প্রতিচ্ছবি দেখতে পান না। ফলে আশাহত হতে হয় তাদের।

মোবাইলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে এখানে রোল নাম্বার বসিয়ে ক্লিক করুন

তবে এক্ষেত্রে রেজাল্ট হাতে পাওয়ার পর কোনও পরীক্ষার্থীর ফল আশানুরূপ মনে না হলে তিনি ওই নির্দিষ্ট বিষয়টির পুণর্মূল্যায়ণের জন্য আবেদন জানাতে পারবেন এবং পুণর্মূল্যায়ণের (WBCHSE HS Result 2022 Published) পর উক্ত বিষয়টিতে আগের চেয়ে নম্বর বাড়লে সেই পরীক্ষার্থীকে সংসদের তরফ থেকে নতুন করে মার্কশিট প্রদান করা হবে।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কিত আরও নানান আপডেট পেতে ফল করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

Advertisement

মোবাইল থেকে সহজেই সবার আগে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখবেন কি করে।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement