HS Result 2022 Date – এবারের উচ্চমাধ্যমিকে রেকর্ড সংখ্যক ফেলের সম্ভাবনা, দেখুন কি জানা গেল।

HS Result 2022 Date : কবে প্রকাশ করা হবে উচ্চমাধ্যমিকের ফলাফল, বিশদে জেনে নিন

গত বছর অতিমারির আবহে নেওয়া যায়নি অনেক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা (HS Result 2022 Date) ভেবে অফলাইনে নেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে করোনা-বিধির কথা মাথায় রেখে হোম সেন্টারেই নেওয়া হয়েছে পরীক্ষা। তবে পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছিল নানান নিয়মকানুনও। তবে সকল পরীক্ষার্থী কি পরীক্ষায় পাশ করবেন?

Advertisement

গত ২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত নেওয়া হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। এর আগে মার্চ মাসে শেষ হয়েছিল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। কিন্তু পরীক্ষার উত্তরপত্র দেখে তাজ্জব হতে হয় পরীক্ষকদের। সংবাদ মাধ্যম সূত্রে খবর, অনেক পরীক্ষার্থী উত্তর লেখার বদলে খাতায় ‘খেলা হবে’ লিখে আসেন। সেই খাতা দেখে রীতিমতো পরীক্ষকদের চোখ কপালে ওঠে। তাই একই কাজ যাতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা না করেন। সেইজন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নানান বিধি নিষেধ আরোপ করা হয় পরীক্ষার্থীদের উপর। HS Result 2022 Date

Advertisement

 রেজাল্ট কবে প্রকাশিত হবে, বিজ্ঞপ্তি দিয়ে জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

প্রসঙ্গত, সেই বিধি নিষেধে বলা হয়, পরীক্ষার্থীরা উত্তরপত্রে ‘খেলা হবে’ এই রাজনৈতিক স্লোগান বা কোনও অপ্রীতিকর কোনও শব্দ বা বাক্য লিখলেই খাতা বাতিল করা হবে। যদিও পরীক্ষা শেষ হয়েছে। এবার পালা পরীক্ষার ফলাফল প্রকাশের। যদিও পরীক্ষার্থীদের দাবি, এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার পদার্থ বিজ্ঞানের মাল্টিপেল চয়েস প্রশ্নের উত্তর এতটাই কঠিন এসেছে যে বহু পরীক্ষার্থীকে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। HS Result 2022 Date

এছাড়াও বাংলা পরীক্ষায় প্রশ্ন আসে ‘ডাওর’ শব্দের অর্থ কি? সেখানে মোট ৪ টি অপশন দেওয়া হয়েছিল। কিন্তু পড়ুয়াদের দাবি সেখানে নির্দিষ্ট করে প্রশ্নের উত্তর দেওয়া ছিল না। আর অন্য একটি প্রশ্ন ‘বর্ধমানের কোন গান বেআইনি’? যেটি নিয়ে দাবি করা হয় সিলেবাসের বাইরের প্রশ্ন। প্রশ্নটি নিয়ে শিক্ষকদের দাবি এ বিষয়ে সংসদ যেন একটি বিবৃতি প্রকাশ করে। তবে দুটি প্রশ্নে সকল পরীক্ষার্থীকে নম্বর প্রদান করা হবে কিনা সে বিষয়ে সংসদের তরফ থেকে এখনও কোনও আপডেট পাওয়া যায়নি। HS Result 2022 Date

Advertisement

অফলাইনে পরীক্ষা নেওয়া হলেও অনলাইনেই ক্লাস করানো হয়েছিল। কিন্তু সকল পরীক্ষার্থীই পাশ করতে পারবে কিনা এ নিয়ে একটা চাপা উদ্বেগ তো রয়েছেই। জুনের মাঝামাঝি উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হতে পারে। আগের বছর মূল্যায়নের ভিত্তিতে পাশের হার ছিল ৯৭.৬৯%। তবে এ বছর পাশের হার কত হবে তাই এখন জানার অপেক্ষা। এই সংক্রান্ত খবরের নতুন আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।

Advertisement

এদিকে পরীক্ষা শেষ হতেই খাতা দেখা শুরু হয়েছে, এবং বিভিন্ন স্কুলের পরীক্ষকেরা জানাচ্ছেন, এবারে তারা অনেক পরীক্ষার্থীদের কে পাশ নম্বর দিতে পারেন নি। অনেকেই খাতায় তেমন কিছু লেখেনি। দুই বছর ক্লাস হয়নি, পড়াশোনা করেনি অনেকেই। যাদের অবিভাবকেরা সচেতন তারাই পড়াশোনাটা চালিয়ে গেছে। HS Result 2022 Date

Advertisement

অবশেষে অপেক্ষার অবসান! ৩-রা জুন ফলপ্রকাশ মাধ্যামিকের

কিন্তু সামগ্রিক ছবিটা ভিন্ন। এবার রেকর্ড সংখ্যক ফেলের সম্ভাবনা। কলকাতার এক নামী স্কুলের শিক্ষক তথা ইংরাজী বিষয়ের হেড এক্সামিনার জানান, তিনি দীর্ঘ ১৪ বছর ধরে উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন, ৫ বছর ধরে প্রধান পরীক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন, এইরকম করুন পরিস্থিতি আগে হয়নি। রেজাল্ট কি হবে কে জানে। HS Result 2022 Date

মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পাশ করলেই রয়েছে এই ৫ টি স্কলারশিপ

অন্যদিকে জুন মাসের মাঝামাঝি নাগাদ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। সংসদ সূত্রে জানা যাচ্ছে ১৫ থেকে ২০ তারিখের মধ্যে ফল প্রকাশিত হতে পারে। HS Result 2022 Date
Written by Manika Basak.

Advertisement

আরো পড়ুন, অফুরন্ত ফ্রি কল ও ইন্টারনেট দিচ্ছে বিএসএনএল, একটি টাকাও লাগবেনা, দেখুন কিভাবে

Leave a Comment