Advertisement
উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBCHSE HS Exam 2023)
Advertisement

শুরুর আগেই উচ্চ মাধ্যমিক নিয়ে নয়া সার্কুলার। কি জানালো সংসদ, পরীক্ষার আগে জেনে নিন।

উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) কবে প্রকাশ করা হবে, তা জানিয়ে দেওয়া হল। আগামী ১৪ই মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Examination). তার ৩-৪ দিন আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হল, Higher Secondary পরীক্ষার ফলাফল যত দ্রুত সম্ভব প্রকাশ করার ব্যাপারে চেষ্টা করছে সংসদ। এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, সংসদের তরফে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

Advertisement

আগামী ১০ জুনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে যাবে। ১০ জুন তারিখকে চূড়ান্ত সময়সীমা হিসেবে ধার্য করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে জুনের প্রথম সপ্তাহের মধ্যে যাতে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হয়। এর আগেও দেখা গিয়েছে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে দ্রুত মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Advertisement

সে ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। আর ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি জানিয়ে দিয়েছেন, মে মাসের শেষের দিকেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়ে যাবে।

Advertisement

আর এইবার সেই একই পথে হেঁটে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে জানিয়ে দেওয়া হল, ফলপ্রকাশের দিনক্ষণ। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ফলপ্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে চায়, সেটা তাদের ফল প্রকাশের দিন জানানোর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউটের ক্ষেত্রে যাতে কোনোরকম অভিযোগ না ওঠে, সেই দিকেও নজর দিয়েছে শিক্ষা সংসদ।

নির্ভুলভাবে এবং পুরোপুরি স্বচ্ছতার সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আগামী ১৪ ই মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ২৭ মার্চ তারিখ পর্যন্ত। পরীক্ষা শেষের ৪৫ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশের লক্ষ্য নেওয়া হয়েছে। পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ১০টায়, চলবে ১.১৫ পর্যন্ত। তবে বেশ কিছু পরীক্ষা ২ ঘন্টার সময়সীমার মধ্যে হবে। সেগুলি হল, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিসুয়াল আর্টস, ভোকেশনাল সাবজেক্ট।

EK24 News

এবার একবার দেখে নেওয়া যাক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন (HS Exam Routine):
১৪ই মার্চ- মঙ্গলবার- বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উড়িয়া, তেলেগু, উর্দু, পাঞ্জাবি (প্রত্যেকটি ক্ষেত্রেই প্রথম ভাষা)
১৫ই মার্চ- বুধবার- ইংরেজি, বাংলা, হিন্দি এবং নেপালি (প্রতিটি ক্ষেত্রেই দ্বিতীয় ভাষা) এবং অল্টারনেটিভ ইংলিশ।
১৭ ই মার্চ- শুক্রবার- অটোমোবাইল, হেলথ কেয়ার, সিকিউরিটি, টুরিজম এন্ড হসপিটালিটি, আইটি এবং আইটিইএস, ইলেক্ট্রনিক্স, প্লাম্বিং, কনস্ট্রাকশন, বিউটি এন্ড ওয়েলনেস, এগ্রিকালচার।

Advertisement

মাধ্যমিক পরীক্ষার খাতা চেক নিয়ে বড় গণ্ডগোল! কোন সমস্যার মুখে শিক্ষক-শিক্ষিকারা?

১৮ই মার্চ- শনিবার- Biological Science, পলিটিকাল সায়েন্স এবং বিজনেস স্টাডিজ।
২০ মার্চ- সোমবার- ম্যাথমেটিক্স, ইতিহাস, অ্যানথ্রোলজি, সাইকোলজি।
২১ মার্চ- মঙ্গলবার- মিউজিক, ভিসুয়াল আর্টস, কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ।
২২ মার্চ- বুধবার- কমার্শিয়াল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি
এবং সোশিওলজি।

WBCHSE HS Exam 2023 Guidelines (উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর নিয়ম)

২৩ মার্চ- বৃহস্পতিবার- নিউট্রিশন, ফিজিক্স, এডুকেশন, অ্যাকাউন্ট‍্যান্সি।
২৪ মার্চ- শুক্রবার- অর্থনীতি।
২৫ মার্চ- শনিবার- Journalism and Mass Communication, আরবি, ফরাসি, সংস্কৃত, পার্সি, কেমিস্ট্রি।
২৭ মার্চ- সোমবার- ভূগোল, Home Management and Family Resource Management, কস্টিং এন্ড ট্যাক্সেশন।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement