WBCHSE HS Exam – প্রশ্নে ভুল রয়েছে, অভিযোগ পরীক্ষার্থীদের, কি জানালো সংসদ।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার (WBCHSE HS Exam) প্রশ্নেই গড়মিল? উত্তর নেই প্রশ্নে? সিলেবাসের বাইরে প্রশ্ন? বিতর্কের সম্মুখীন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। কি জানালো সংসদ, রইলো বিস্তারিত বিবরণ।
অতিমারির পরিস্থিতি কাটিয়ে আবারও পুরনো নিয়ম মেনে নিজের স্কুলে গিয়েই হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (WBCHSE HS Exam)। তবে এবারে নতুন নিয়মে হোম সেন্টারে অর্থাৎ নিজের স্কুলেই পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা। যদিও এবারের পরীক্ষা নিয়ে একটার পর একটা বিতর্ক। সংশয়ের যেনো সীমা অতিক্রম করা যাচ্ছে না কোনো ভেবেই। এবার বিতর্কের সম্মুখীন হলো প্রথম পরীক্ষার প্রশ্নপত্র (WB HS Examination 2022)।
এবারের বিভ্রান্তি শুরু হয় বাংলা পরীক্ষার প্রশ্ন (WBCHSE HS Exam) পত্র নিয়ে। যেখানে পরীক্ষায় প্রশ্ন এসেছিল ‘ডাওর’ শব্দের অর্থ। যেখানে চারটি অপশন দেওয়া হয়। কিন্তু সেই চারটি অপশনের মধ্যে নির্দিষ্ট প্রশ্নের উত্তর ছিল না বলে দাবি পড়ুয়াদের। অপশনগুলো ছিল ভদ্রলোক, ছোটলোক, শহরের লোক এবং গ্রামের লোক যার কোনও টি উত্তর ছিল না (WB HS Examination 2022)।
উচ্চ মাধ্যমিক বাংলা বইয়ে লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের রচিত ‘ভারতবর্ষ’ গল্পে ‘ডাওর’ শব্দটি পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, রাঢ় বাংলায় ‘ছোটলোকেরা’ শীতকালীন বৃষ্টিকে ‘ডাওর’ বলে থাকেন। পরীক্ষার্থীদের মতে, উত্তর হওয়া উচিত ছিল ‘শীতকালীন বৃষ্টি’। কিন্তু সেই অপশনই নেই বলে অভিযোগ তাঁদের (Wrong Question Free Marks)।
বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার মনে করেন, প্রশ্নপত্রে ‘ছোটলোক’ শব্দটিই রাখা উচিত ছিল না। আরও একটি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি হয় যেটি হলো ‘ বর্ধমানে কোন গান বেআইনি! যার উত্তর অজানা বলে দাবি করে পরীক্ষার্থীরা (WBCHSE HS Exam 2022)।
এছাড়াও এই দুটি প্রশ্নে জাতিভেদ এবং রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকেই। যদিও এই প্রশ্ন নিয়ে সকলে নম্বর পাবে কিনা সেই বিষয়ে দাবী উঠেছে। সংসদ এই নিয়ে খুব শীঘ্রই বিবৃতি দিক বলে মত শিক্ষকদের। (WBCHSE HS Exam 2022)
আরও পড়ুন, উচ্চ মাধ্যমিকের খাতায় এইসব লিখলে সাথে সাথে বাতিল হয়ে যাবে পরীক্ষার খাতা।
সূত্রের খবর, প্রশ্নের ভুলগুলি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। তাই ভুল প্রশ্নের উত্তর দিলে পরীক্ষার্থীরা সম্পূর্ণ নম্বর পাবে যা আগেও হয়ে এসেছে। যদিও আনুষ্ঠানিক ভেবে কিছু ঘোষণা করা হয়নি। তবে প্রশ্ন আদৌ কোনো ভুল ছিল কিনা সেই বিষয়ে খুঁটিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে (WB HS Examination 2022 Wrong Question Free Marks)।
আপনার কি মনে হয় এই প্রশ্নগুলি কি ভুল ছিলো? কিম্বা এর সঠিক উত্তর জানা থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং উচ্চমাধ্যমিকের (WBCHSE HS Exam Suggestion 2022) সাজেশন পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশন পিডিএফ ডাউনলোড
বর্ধমানে কোন গানটি নিষিদ্ধ ? প্রশ্নটি syllabus এর বাইরের। এই প্রশ্নটি ” বন্যার সঙ্গে যুদ্ধ ” থেকে নেওয়া হয়ছে। কিন্তু এই অধ্যায়টি মূল syllabus এর বাইরের।
90 পৃষ্ঠা তে এর উত্তর আছে ।
Vul na karon test booke ja chhhilo tai diechhe test book ja chhilo tai nie prosno korata vul na amar pokhe eta thik
আপনি হয়তো reduced syllabus সম্পর্কে জানেন না তাই এরূপ মন্তব্য করছেন
kintu sir ai question ta to amader syllabus er bairer questions tahole amra ki kore parbo bolun?